পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांकि कांब्बई-जमांज ।। 1 ।। রাজন্য-কাণ্ড షిపి কোন কোন পুরাবিদের মতে উজ্জয়িনীপতি শকাধিপ চট্টন গৌতমীপুত্র সাতকণির ক্ষত্রপ ছিলেন।" প্রত্নতত্ত্ববিদ কনিংহামের মতে এই চট্টনই শকা-প্রবর্তক। খুব সম্ভব, সাতবাহনরাজ গোতনীপুত্র সাতকণি শক-ঘবন-পস্থলবাদিকে পরাস্ত করিয়া ষে নূতন আন্ধ প্রচার করেন, এবং যে অন্ধ তাহার ক্ষত্রপ উজ্জয়িনীপতি চট্টন বংশপরম্পরায় ব্যবহার করিতে থাকেন, তাহাই উভয় বংশের নামানুসারে ‘সালিবাহন শক’ নামে পরিচিত হয়। বর্তমান পুরাবিদগণের মতে ২১৮ বা ২৩৬ খৃষ্টাব্দে সাতবাহনবংশের অধিকার বিলুপ্ত হয় ।" কিন্তু উজ্জয়িনীপতি চট্টনের বংশ প্রায় ৩৮ খৃষ্টা পৰ্যন্ত আধিপত্য করিয়া গিয়াছেন।" এই জন্ত সাতবাহনবংশলোপের পরও বহুকাল শকরাজগণের ব্যবহৃত জ্ঞা শিকৰূপকাল’ বা ‘শকা’ নামে চলিয়া আসিয়াছে। তাই ভারত হইতে শকাধিকার এককালে বিলুপ্ত হইলেও ভারতীয় পঞ্জিকাসমূহে এই অন্ধ “শকনরপতেরতীতাঃ” নামে লিখিত হইয়া আসিতেছে। শক ও সাতবাহনবংশের সহিত পূৰ্ব্বকালে কায়স্থ-সংস্রব ঘটিয়াছিল বলিয়াই প্রসঙ্গক্রমে এই দুই বংশের রাজ্যকালের সংক্ষিপ্ত পরিচয় প্রদত্ত হইল। পূর্বেই লিখিয়াছি, পৈঠনপত্তনে সাতবাহনবংশের পূর্বতন রাজধানী ছিল। উজ্জয়িনীপতি এই স্থানে সাতকণিরাজকে আক্রমণ করেন ও শেষে তাহারই হস্তে পরাজিত হয়েন। এই পৈঠনপত্তনের সহিত দাক্ষিণাত্যের প্রভু কায়স্থবংশের বহুকালের সংস্রব রহিয়াছে। আমরা স্বন্দপুরাণের সন্থাখিও হইতে সেই সংস্রবের ক্ষীণ ইতিহাস পাইতেছি। সহাদ্রিখণ্ডে লিখিত আছে, স্বৰ্য্যবংশীয় রাজা অখপতি কোন সময়ে তীর্থযাত্রা উপলক্ষে পৈঠনপত্তনে গমন করেন। এখানে তিনি মুনিবর ভৃগুর কোপে পতিত হন এবং তাঁহারই ফলে র্তাহার বংশধরগণ রাজ্য হারাইয়া “লিপিকজীবন" বা কায়স্থস্কৃত্তি গ্রহণ করিতে বাধ্য হন।" পূৰ্ব্বেই লিখিয়াছি, গোতমীপুত্র সাতকণি তাহার শিলালিপিতে “ক্ষত্রিয়দপমানমর্দন” বলিয়া পরিচিত হইয়াছেন। ইহা অসম্ভব নহে যে, তিনি ভৃগু বা ভার্গবগোত্রীয় ব্রাহ্মণের পরামর্শে পৈঠনের অশ্বপতির অধিকার লোপ করেন, অবশেষে অশ্বপতির বংশধরগণ আধিপত্য হারাইয়া আন্ধরাজগণের রাজকীয় লিপিবিভাগে কৰু করিতে বাধ্য হয়েন। তাহাজের বংশধরগণ অধুনী পত্তনপ্রভু নামে পরিচিত ও একটা স্বতন্ত্ৰ' শ্ৰেণী বলিয়া গণ্য হইলেও অতি পূৰ্ব্বকাল হইতেই ইহার চৈত্রগুপ্ত ও চন্দ্রসেনীয় কায়স্থগণের সহিত সম্বন্ধস্থত্রে আবদ্ধ ছিলেন, তাহারও পরিচয় পাওয়া গিয়াছে।” - Y (ss) Dr. Oldenberg considers Chastana to be a Satrap appointed by Gotamiputra. .. अरे मठ छेख्ठ कब्रिह छाडांब छोडबिक्ब चावात्र &fwwtf wfiwttwa I Vide Dekkan, p. 27 note. (se) Bhandarkar's Dekkan 2nd ed. p. 86 ; Vincent A. Smith, The Early History of India, 2nd ed. p. 2o2 (Table ). * (ss) वप्नब्र जांउँौद्र ऐठिशन, बांक्रनक७, sर्ष अश्नं, २७ श्रृंछे । (...) कॉब्रटइब्र वर्णबि4ग्न ss, e२ श्रृंछेi अडेवा । (se) कांबरइब्र वर्षनिर्मद **v शृंél बढेवा ।