পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిషి বঙ্গের জাতীয় ইতিহাস [ •भ अशांत्र । নৃপতি-পরিত্রাজক স্বশৰ্ম্মার কুলোৎপন্ন মহারাজ দেবাচ্য, তৎপুর মহারাজ প্রভঞ্জন, তৎপুত্র মহারাজ দামোদর, তৎপুত্র মহারাজ হস্তী, তৎপুত্র মহারাজ সংক্ষোভ।" পূৰ্ব্বেই আভাস দিয়াছি যে, পুষ্যমিত্র বা গুজবংশ গুপ্তবংশের আধিপত্যকালে বিদ্যমান ছিলেন।” ঐরুপ কাণু স্বশৰ্ম্মার বংশীয়গণেরও সন্ধান পাইতেছি। মহারাজ সংক্ষোভের তাম্রশাসন হইতে বুঝা যাইতেছে যে, ভরদ্বাজগোত্রজ মহারাজ স্বশৰ্ম্ম একজন সৰ্ব্বশাস্ত্রদর্শী মহর্ষিকল্প সাধুপুরুষ ছিলেন। হয় তাহার রাজকৰ্ম্মে ঔদাসীন্ত হেতু আন্ধগণের পাটলিপুত্র অধিকারের সুবিধা হইয়াছিল, অথবা আন্ধকর্তৃক হৃতরাজ্য হইয়া তিনি পরিত্রাজক-ধৰ্ম্ম গ্রহণ করেন। এ কারণ তাহার বংশধরগণ পুরাবিদগণের নিকট “পরিব্রাজক-মহারাজ নামেই পরিচিত। পুস্তমিত্র বা গুজবংশের সহিত গুপ্ত-সম্রাটুগণের সম্ভাব ছিল না। স্কন্দগুপ্তের শিলালিপিতে লিখিত আছে, পুম্বামিত্রগণ ধনবলে ও বাহুবলে অতিশয় প্রবল হইয়া উঠিয়াছিলেন। এই কারণে গুপ্তসম্রাট তাহার দর্পচূৰ্ণ করেন।” এদিকে আবার পরিব্রাজকবংশীয়গণের তাম্রশাসন ও শিলালিপি হইতে পাওয়া যাইতেছে যে, মুশৰ্ম্মার কুলোৎপন্ন দেবাঢ্য ও র্তাহার বংশপরম্পরা গুপ্তসম্রাট্রগণের অধিকারে বাঘেলখণ্ড ও বুন্দেলখও অঞ্চলে মধ্যপ্রদেশে আধিপত্যলাভ করিয়াছিলেন। স্ব স্ব অনুশাসনলিপিতেই মহারাজ হস্তী এগুরু-পিতৃ-মাতৃ-পূজাতৎপর অত্যন্তদেব ব্রাহ্মণভক্ত সমরশতবিজয়ী এবং তৎপুত্র সংক্ষোভ বর্ণাশ্ৰমধৰ্ম্মনিরত পরমভাগবত ও "তান্তপিতৃভক্ত বলিয়া পরিচিত হইয়াছেন।” এ ছাড়া ঐ দুই মহারাজের সনদপত্রেও ভগবান ও ভগবতীর মন্দিরপ্রতিষ্ঠ, ঐ সকল মন্দিরে নিয়মিতরূপে বলি, চরু ও সত্ৰাদি অনুষ্ঠানের জন্য এবং চিরস্থায়িক্ষপে উক্ত দেবসেবা ও মন্দিরাদির সংস্কার জন্য বহু দেবোত্তর গ্রাম দানের উল্লেখ আছে।" এই সকল সমসাময়িক প্রমাণ হইতে বেশ প্রতিপন্ন হইতেছে যে, গুপ্তাধিকারে অভিজাত ব্ৰাহ্মণরাজবংশের হস্তে বর্ণাশ্ৰমধৰ্ম্মপ্রতিষ্ঠা, দেবব্রাহ্মণপুজ এবং বৈদিক ও পৌরাণিক অনুষ্ঠান রক্ষার ব্যবস্থা হইতেছিল। এ সময় প্রধান মন্ত্রিত্ব ধৰ্ম্মাধিকরণের প্রধান বিচারপতির কার্য্য এবং ধৰ্ম্মপ্রচারকার্য্য উপযুক্ত ব্রাহ্মণের হন্তে হস্ত হইয়াছিল। এ সময়ে প্রতি গ্রামে বা নগরে একজন উপযুক্ত ব্ৰাহ্মণ গ্রামপতি বা সামাজিক ও ধর্থনৈতিক বিচারের কর্তা, কায়স্থগণ র্তাহামের দক্ষিণহস্তস্বরূপ লেখক, গুৰু বা S HtttBDDDBBBBSBBBBB BBBDD DDB BBDDDD DDDDBBBD BBSBttDDDS DDBt BBBBD DDDD DDDBBBBBB DDDD DDBBBBB DDDD DDDDDDDD BBBBBDDDDDDDDDD DDDD DDSDD DB BBBBBBBBBDDDDDDDDDDDDBBBBttDD DHHHBBD DDDDD DDDDDDDDDBBBD BBBBBBBBBBBBBBBBBBB DDDDDDD DDDD DDDDDDDDBBBDDD BBDDDDDDDBBBDBBB DDBBDDBBD DDDDDDDDDDD0 S Dr. Fleet's Gupta Inscriptions. p. 114. (**) Dr. Fleet's Gupta Inscriptions (Corpus Inscriptionum), Vol. III. p. 96, 114. (es) Do. Do. Do. p. 116,