পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जांनेि कांहश्-जभांछ ।] झांख्नु]-कोंॐ ‘ଐono মাগুল-আদায়ের কাৰ্য্যে (অর্থাৎ সম্রাটের প্রধান আয়ের উপায় নিৰ্দ্ধারণ র্তাহীদের স্বজাতি)ৰৈশু, প্রতিহার বা দ্বারবানের কার্য্যে শূদ্র নিযুক্ত হইয়াছিল ।“ এই ব্ৰাহ্মণ-মহারাজগণের অধিকারে ‘দত্ত পদবীযুক্ত কায়স্থগণ পুরুষানুক্রমে অমাত্য, ভোগিক ও মহাসান্ধিবিগ্রহিকপদে অধিষ্ঠিত ছিলেন। ১৫৬ গুপ্তাৰো উৎকীর্ণ ( খোহ নামক গ্রাম হইতে আবিষ্কৃত ) মহারাজ হস্তীর তাম্রশাসন হইতে জানিতে পারা যায় যে, স্বৰ্য্যদত্ত নামে একব্যক্তি তাহার মহাসান্ধিবিগ্রহিক ছিলেন। এই স্থৰ্য্যদত্তের পিতা রবিদত্ত ভোগিক, রবিদত্তের পিতা নরদত্ত ভোগিক, এবং নরদত্তের পিতা বক্রদত্ত অমাত্যপদে প্রতিষ্ঠিত ছিলেন।” উক্ত হস্তিরাজের (মাঝগীও হইতে আবিষ্কৃত) ১৯১ গুপ্তাষ্টে উৎকীর্ণ আর একখানি তাম্রশাসন হইতে জানা যায় যে, উক্ত স্বৰ্য্যদত্তের পুত্র বিহুলন্ত পরিব্রাজক মহারাজের মহাসান্ধিবিগ্রহিক ছিলেন।" হস্তিরাজের পুত্র মহারাজ সংক্ষোভের তাম্রশাসনেও জীবিতদাসের পৌত্র ও ভুজঙ্গমদাসের পুত্র ঈশ্বরদাসকে উক্ত শাসনলেখক বা সান্ধিবিগ্রহিকপদে অধিষ্ঠিত দেখিতে পাই।" পূৰ্ব্বেই বলিয়াছি যে, অতি প্রাচীনকাল হইতেই সান্ধিবিগ্রহিকপদ কায়স্থজাতির প্রায় একॐखtविकt८ब्र চেটিয়া ছিল। কটক হইতে আবিষ্কৃত মহাভবগুপ্তের তাম্রলেখের কায়স্থ-রাজকর্মচারী প্রকাশক মহাশয় মুক্তকণ্ঠে প্রকাশ করিয়াছেন, “সান্ধিবিগ্রহিক অর্থাৎ সন্ধি ও যুদ্ধ-বিষয়ের মন্ত্রী, লেখক ও কৰ্ম্মাধ্যক্ষ সৰ্ব্বত্রই কায়স্বজাতি নিযুক্ত হইতেন। কেবল আলোচ্য কটকশাসন বলিয়া নহে, সিংহ ও মধ্যভারত হইতে আবিষ্কৃত তাম্রশাসন ও শিলালেখসমূহে সৰ্ব্বত্রই এই তথ্য পাওয়া গিয়াছে।” খৃষ্টীয় ৪র্থ শতাব্দীর প্রারম্ভে গুপ্তবংশের অভু্যদয় । এই শতাব্দীর শেষভাগ হইতেই আমরা কায়স্থগণকে উচ্চপদে অধিষ্ঠিত হইতে দেখি । পুৰ্ব্বেই বলিয়াছি যে, আন্ধ, সাতবাহনদিগের সময়ে মধ্যপ্রদেশে কায়স্থগণ রাজপ্রতিনিধিত্ব পর্য্যস্ত পাইয়াছিলেন। আন্ধুপ্রভাব (se) এই সময়ের অবস্থা লক্ষ্য করিয়া শুক্রনীতিতে লিখিত হইয়াছে— “গ্রামগোত্ৰাহ্মণে বােলা কাছে লেখকবধা। গুল্কগ্রাহী তু বৈঙ্গে হি প্রতিহরিশ্চ পাদঙ্গ: - ( শুক্রনীতি ২৪২- ) (**) Dr. Fleet's Corpus Inscriptionum Indicarum, Vol. III. p. 105. Bg visato scos wats out counsellor, Geists own of a technical official title, possibly connected with the territorial term estnand ভুক্তি। (•*) Dr. Fleet, Corpus Ins. Indi. III. p. io8. (sw) Dr. Fleet,” Do Do. P. III. (**) “It is a noticeable fact that the Sandhi-Wigrahi or Minister of Peace and war, and the Secretary were always Kāyasthas, or men of the writer caste. This not only •occurs in the Kataka-plates, but in grants or inscriptions found in Ceylon and Central India.” (Indian Antiquary, Vol V. p. 57.)