পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আদি কায়স্থ-সমাজ। ] রাজন্য-কাও 8న পুরঃসরস্ট’ ইত্যাদি দুই জন বিভিন্ন মহারাজাধিরাজের সময়ে উৎকীর্ণ তাম্রশাসনের উক্তি হইতেই প্রমাণিত হইয়াছে’। এমন কি, উক্ত তাম্রশাসন হইতে স্পষ্টই জানা গিয়াছে যে, ব্রাহ্মণকেও ঐ সকল কায়স্থ অধিকরণিক ও মহত্তরদিগের নিকট আবেদন করিয়া ও উপযুক্ত মূল্য দিয়া জমি খরিদ করিতে হইত। প্রায় চৌদশত বর্ষ পূৰ্ব্ব হইতেই পূর্ববঙ্গে কায়স্থআধিপত্য প্রসারিত হইয়াছিল, তাহ সেই সময়ের তাম্রপট্ট হইতেই অবধারিত হইতেছে। বর্তমানকালে বঙ্গীয় কায়স্বগণের মধ্যে যে সকল পদ্ধতি বা পদবী প্রচলিত আছে, পূৰ্ব্বোক্ত रात्रौघ्र काँग्नइर्शtभंद्र श्रृंमरौी সন হইতে আমরা তাহার অনেকগুলির সন্ধান পাইয়াছি, পূৰ্ব্বেই তাহ উল্লেখ করা হইয়াছে। কিরূপে এই সকল উপাধির স্বষ্টি হইল, এখানে সংক্ষেপে তাহার আলোচনা করিতেছি,— প্রথম অধ্যায়েই লিখিয়াছি, গুপ্ত সম্রাট্রগণের সময়ে পরিব্রাজক ও উচ্চকল্পের ব্রাহ্মণ-মহারাজগণের অধিকারে দত্ত, দাস, নন্দী, নাগ, পালিত প্রভৃতি উপাধিধারী কায়স্থগণ মালব, গুজরাট, মধ্য-প্রদেশ প্রভৃতি স্থানে রাজকীয় কৰ্ম্মে নিযুক্ত ছিলেন, সম্ভবতঃ তাহাদেরই জ্ঞাতি ও আত্মীয় স্বজনগণ রাজকীয় কৰ্ম্মোপলক্ষে গুপ্তাধিকারকালে বা তৎপূৰ্ব্বে গৌড়বঙ্গে আসিয়া পড়েন, এই সময়ে সৰ্ব্বত্র ব্রাহ্মণপ্রভাব ছিল বলিয়াই বঙ্গীয় কায়স্থগণের আদিকুলগ্রন্থসমূহে ব্ৰাহ্মণভক্তি ও ব্রাহ্মণ সহ বঙ্গাগমন-প্রবাদ চলিয়া আসিতেছে। খুব সম্ভব, গুপ্তসম্রাটুগণ অভিজাত ব্রাহ্মণ-সন্তানগণকেই রাজপ্রতিনিধিরূপে তাঁহাদের অধিকারভুক্ত বিভিন্ন প্রদেশে পাঠাইয়াছিলেন, এবং তঁহাদের সঙ্গে রাজকাৰ্য্যদক্ষ কায়স্থগণও আসিয়াছিলেন। ধৰ্ম্মবিভাগে ব্রাহ্মণগণের এক মাত্র অধিকার এবং দক্ষতা থাকিলেও শাসনবিভাগে কায়স্থগণই তাঁহাদের দক্ষিণহস্ত-স্বরূপ কাৰ্য্য করিতেন, ক্রমে ক্রমে কায়ন্থেরাই শাসনবিভাগে সৰ্ব্বেসৰ্ব্বা হইয়া পড়িয়াছিলেন। অতি-পূৰ্ব্বকাল হইতেই মগধ-অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ অর্থাৎ সমস্ত প্রাচ্য ভারত আৰ্য, বৈদিক ও স্বাৰ্ত্ত ব্রাহ্মণগণের চক্ষে অতি হেয় ও পতিত দেশ বলিয়া গণ্য ছিল,এই কারণে খৃষ্টীয় ৪র্থহইতে ৬ষ্ঠ শতাব্দী পৰ্য্যন্ত আর্য্যাবর্তে ব্ৰাহ্মণ-প্রাধান্ত-কালে যদিও এ অঞ্চলে বৈদিকামুষ্ঠাননিৰ্ব্বাহ कब्रिবার জন্ত কোন কোন ব্রাহ্মণ আসিয়া ব্রহ্মোত্তর জমি লইয়া বাস করিতেছিলেন, তথাপি এ অঞ্চলে আধিপত্য করিবার উদ্দেশ্যে বংশানুক্রমে বাস করিবার জন্ত কোন উচ্চ পদস্থ বৈদিক ব্ৰাহ্মণ আসিয়া ছিলেন কি না, সন্দেহ। তৎকালে এদেশে দশকৰ্ম্মনিৰ্ব্বাহ করিবার জন্ত যে সকল ব্ৰাহ্মণ আসিয়া ছিলেন বা আসিতেছিলেন, তাহারা সেরূপ উচ্চ পদস্থ বা অবস্থাপন্ন ব্যক্তি ছিলেন, বলিয়া মনে হয় না। উচ্চ পদস্থ ব্রাহ্মণের অভাবে উচ্চ পদস্থ কায়স্থকৰ্ম্মচারিগণ শাসনকর্তৃত্বের সঙ্গে ক্রমে এ দেশের অধিপতি ও তাঁহাদের আত্মীয় স্বজনগণ নানা রাজকীয় বিভাগে সৰ্ব্বে: সৰ্ব্বা হইয়া পড়িলেন। গুপ্ত-সম্রাট্রগণের সময়ে অথবা মালবপতি যশোধৰ্ম্মার দিগ্বিজয়কালে (»») Vide Indian Antiquary for 191o, p. 2o8 ; and Journal of the Asiatic Society of Bengal, for 1911. p. 476. (*) Indian Antiquary, 1910, p. zoo and p. 204.