পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(అ বঙ্গের জাতীয় ইতিহাস { •च ११rtश्रं । বিচিত্রং হি কর্ণপুরং স্বর্ণেন নির্মিতং যথা । অতোস্ম্যহং ভাষায়াঞ্চ বর্ণনায়াঃ পরায়ুখ ॥৯ সৌধমালাসমাকীর্ণং ধনজনপরিপূর্ণং। যত্নেন রক্ষিতং সৈন্তৈদুর্ভেদ্যং তৎপুরং সদা ॥১০ তৎপুরবাসিন: সৰ্ব্বে আনন্দে চ সদা মগ্না:। কর্ণসেনপ্রভাবেণ রাজ্যঞ্চ নিৰ্ব্বৈরং তথম ১১ দেবাংশেন কর্ণপতেঃ কুমারো জাতবানী। বৃষকেতুরিতি নাম প্রসিদ্ধশ্চ হি ভারতে ॥১২ শুভান্নপ্রাশনাদীনাগতাংশ ততঃ পরং । বিভীষণে লঙ্কেশ্বরে যথাগতো মহাকৃতিঃ ॥১৩ তস্মাদম্বভবত্ত্বত্র হেমবৃষ্টি: স্বরলোকাৎ। অথ কর্ণস্বর্ণনাম রাজ্যশ্চ বভূব চেতি ॥১৪ অনুজ্ঞয়া দেবীঃ সৰ্ব্বে কর্ণপুরে সমবেতাঃ । পৰ্য্যায়ক্রমেণ রাজা দেবীংশ্চ বিভক্তবান ॥১৫ শাণ্ডিল্যা মৌদ্বগল্যাশ্চেতি বাৎস্তাঃ পরাশরাস্তথা । ভরদ্বাজো ঘৃতকৌশিক অলিম্যানাশ্চ গোত্রকাঃ ॥১৬ কর্ণস্বর্ণসমাজেষু গোত্রে হি কুলপদ্ধতিঃ। শাণ্ডিল্যদেবাশ্চ সৰ্ব্বে ভবস্তু কুলনায়কা: ॥১৭ কর্ণস্বর্ণসমাজে তু জনৈস্তু পরিবদ্ধিত । দীর্ঘকালং পরিব্যাপ্য সৰ্ব্বে তে ববস্বস্তত্ৰ ॥১৮ রণপরায়ণ দেবী গোত্রৈশ বহুভিয়কাঃ। স্থাপয়ামাস যত্নেন রাজ্যকান্তঙ্গবঙ্গয়ো ॥১৯ অর্থাৎ ‘দেব উপাধিযুক্ত যতগুলি বংশ আছে, তন্মধ্যে ‘বন্দ্যঘট্য” নামক গ্রামবাসী দেবংশই শ্রেষ্ঠ । ভট্টকর্তৃক বিবৃত র্তাহীদের বংশবিবরণ সকলে এইরূপ শুনিয়াছেন। সেই দেববংশ এ জগতে খ্যাতিমন্ত ‘কৰ্ণসৈন্য’ বা কর্ণসেনবংশীয় বলিয়া খ্যাত। তাহাদের শাগুিলগোত্রই পরিচিত। গুহ্যুর পূর্বপুরুষগণ হরিদ্বার হইতে মগধে আসিয়া বাস করেন। তাহার ক্ষত্ৰিকুল সম্ভব দ্বিজ ও ক্ষত্রপ কায়স্থ। প্রবাদ শুনা যায় যে,তাহারা দেবভূমি ব্ৰক্ষাবর্তে পবিত্র হ্রদের কুলে বাস করিতেন। সেই দেববংশের গুণাবলী কীৰ্ত্তন করিতেছি, সকলে শ্রবণ করুন। মহীতলে দাতাকৰ্ণ নামে খ্যাতিবান কর্ণসেন নামে কর্ণপুরের রাজা ছিলেন। তিনি কায়স্থ ক্ষত্রপ রাজা, মহাস্কর,মহাবলী এবং কর্ণস্বর্ণরাজ্যস্থাপয়িত বলিয়া কথিত। সেই নয়নরঞ্জন কর্ণরাজ ভাগীরথীর সন্ধিস্থলে বহুকৌশলে কর্ণপুর নিৰ্ম্মাণ করেন। এই কর্ণপুর অতি বিচিত্র, যেন স্বর্ণে বিনির্মিত, ভাষায় তাহার পরিচয় দিতেও আমি অক্ষম। সেই নগর সৌধমালায় সমাকীর্ণ, ধনজন-পরি