আদি কায়স্থ-রাজবংশ। ] ब्लांछनु]-कां७ Wo যদিও গুপ্তসম্রাট বালাদিত্য যশোধৰ্ম্ম, সেনাপতি ভটার্ক প্রভৃতি বীরগণের সাহায্যে স্থণপতি মিহিরকুলকে পরাজিত করিয়া প্ৰণষ্টগৌরব কতকটা উদ্ধার করিয়াছিলেন, কিন্তু এ সময়ে গুপ্তশক্তি অনেকটা অস্তঃসারশূন্ত হইয়া পড়িয়াছিল। ৫২৩ খৃষ্টাব্দে বালাদিত্যের মৃত্যুর পর যশোধৰ্ম্ম প্রভৃতি র্তাহার অনুগত সামন্তরাজগণ সকলেই স্বাধীনতা ঘোষণা করিলেন। এমন কি, ইহারই কয়েক বৎসর পরে লবপতি যশোধৰ্ম্ম সমগ্র আর্য্যাবর্ত, এমন কি, ব্ৰহ্মপুত্র পর্য্যম্ভ জয় করিয়া রাজচক্রবর্তী হইম্বাছি নি। এ সময়ে গুপ্তসম্রাটগণ মালবপতির নিকট আৰ্য্যাবর্তের অধিকাংশ হারাইয়াছিলেন,*াহাতে সন্দেহ নাই। যতদিন যশোধৰ্ম্ম জীবিত ছিলেন, ততদিন গুপ্তসম্রাটুবংশধরগণ মহাসামন্তরূপে পরিগণিত হইয়াছিলেন। যশোধৰ্ম্মার মৃত্যুর পর তাহার অধীন সামন্তৰূপতিগণ সকলেই স্বাধীনতা ঘোষণা করিয়াছিলেন, এই সময়ে গুপ্তবংশের এক শাখা মালবে ও এক শাখা মগধে আধিপত্য করিতে থাকেন। অপর কোন স্থানে তাছাদের আধিপত্য ছিল বলিয়া মনে হয় না।” পশ্চিম ও মধ্যভারতে যেরূপ সামন্তরাজগণ স্বাধীনতা ঘোষণা করিতেছিলেন, প্রাচ্যভারতের সামস্ত রাজন্তবর্গও এ শুভ সুযোগ পরিত্যাগ করেন নাই। এই সময় যে সকল বঙ্গনৃপতি প্রাচ্যভারতের অধীশ্বর বলিয়া প্রপূজিত হইয়াছিলেন, তাছাদের মধ্যে মহারাজাধিরাজ ধৰ্ম্মাদিত্যদেব, গোপচন্দ্রদেব ও সমাচারদেবের সংক্ষিপ্ত পরিচয় পূর্ব অধ্যায়ে বিবৃত হইয়াছে। পূৰ্ব্বেই লিখিয়াছি, মালবপতি যশোধৰ্ম্মার সমকালেই ধৰ্ম্মাদিত্যের অভু্যদয়। তিনি সমস্ত বরেন্দ্র ও বঙ্গ অধিকার করিয়া পরমভট্টারক ও মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেন এবং তাহার অধীনে মহাসামন্ত স্থাণুদত্ত ‘মহারাজ উপাধিতে ভূষিত হইয়া সমতট বা দক্ষিণবঙ্গ শাসন করিতেন, পূৰ্ব্ব-অধ্যায়ে উদ্ধৃত তাম্রলেখ হইতেই তাহ প্রতিপন্ন হইয়াছে। তৎপরে প্রায় ৫২৯৩• খৃষ্টাব্দে মালবপতি যশোধৰ্ম্ম বঙ্গবিজয় করেন, এই সময়ে মালবপতির নিকট পরাজিত হইয়া ধৰ্ম্মদিত্যের প্রভাব অনেকটা কমিয়া যায় এবং নিজেই অনেকটা মহাসামন্তরূপে পরিগণিত হন, তাই তিনি ও র্তাহার উত্তরাধিকারী গোপচন্দ্রদেব ও সমাচারদেব মহারাজাধিরাজ উপাধি ব্যবহার করিলেও তাঁহাদের অধীনে স্থাণুদূত্তের স্থায় আর কোন মহারাজের সন্ধান পাইতেছি না। যাহা হউক, উভয়েই গঙ্গা হইতে সমুদ্রকুল পৰ্য্যন্ত অর্থাৎ কর্ণসুবর্ণ ও সমতটের কিয়দংশ অধিকারে রাখিতে পারিয়াছিলেন। পূৰ্ব্ববর্তী নৃপতিগণের সহিত ধৰ্ম্মাদিত্যদেব, গোপচজদেব ও সমাচারদেবের কি সম্বন্ধ ছিল, তাহ জানিবার উপায় নাই। বটুভক্টরচিত উক্ত বেশ g গাথায় লিখিত আছে— - “রণপরায়ণা দেবী গোত্ৰৈশ বহুবিভক্তাঃ। স্থাপয়ামাস্কঃ যত্বেন রাজ্যকম্ভিঙ্গবঙ্গয়োঃ ॥” يقت কর্ণসেনের পর তাহার সমাজস্থ নানা গোত্রে বিভক্ত যুদ্ধপ্রিয় (কায়স্থ ) দেববংশ চেষ্টা (२१) पाबद्लांडौश इंडिशन, *क्छकt०, १नk* ।
পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৭৭
অবয়ব