পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( e ] বাহুল্য, মুসলমান কর্তৃক গৌড়-বিজয় হইতে রঘুনাথ-শিরোমণির সময় পৰ্য্যন্ত মিথিলা শাস্ত্রচর্চার প্রধান কেন্দ্র ও হিন্দুধৰ্ম্মরক্ষার প্রধান পীঠস্থান বলিয়াই পরিচিত ও বাঙ্গালীর সহিত মিথিলার নানাপ্রকার সম্বন্ধ স্থাপিত হইয়াছিল। ঐ সময়ের মধ্যে কত নিষ্ঠাবান ব্রাহ্মণ-কায়স্থ মিথিলায় গিয়া বাস করিয়াছিলেন এবং মিথিলা হইতেও কত সম্রাস্ত ব্রাহ্মণ-কায়স্থ সময় সময় আসিয়া আবার এদেশের অধিবাসী হইয়াছেন । - ৪৪ পৃষ্ঠায় যে স্থৰ্য্যঘোষের শিলালিপির উল্লেখ করিয়াছি, ঐ শিলালিপিখানি মধ্যপ্রদেশের অন্তর্গত বিলাসপুর জেলাস্থ রতনপুর হইতে বাহির হইয়াছে। এই স্থান নৰ্ম্মদীর উৎপত্তি স্থান অমরকণ্টক হইতে প্রায় ১৪ ক্রোশ দক্ষিণ-পূৰ্ব্বে অবস্থিত,—এক সময়ে এই সমস্ত প্রদেশ মহারাজ স্থৰ্য্যঘোষের শাসনাধীন ছিল। অমরকণ্টকের প্রসিদ্ধ নৰ্ম্মদী-দেবীর মন্দির স্বৰ্য্যদেবের এবং তাছার নিকটবৰ্ত্তী আর একটা সুন্দর মন্দির শ্ৰীকৰ্ণদেবের প্রতিষ্ঠিত বলিয়া প্রবাদ আছে। ১.৭ পৃষ্ঠায় পঞ্চাননের উত্তররাঢ়ীয় কুলকারিক উদ্ধৃত করিয়া দেখাইয়াছি যে, সুৰ্য্যঘোষের বংশধরের এক শাখা মধ্যদেশ হইতে অযোধ্যায় গমন করেন। অযোধ্যায় কিছুকাল বাস ছিল বলিয়া তাহার বংশধর সোমঘোষের পৈতৃকবাস অযোধ্য নিদিষ্ট হইয়াছে। এতদব্যতীত মুদ্রাকর ও প্রফ-সংশোধনের দোষে কতকগুলি ভ্রম রহিয়া গিয়াছে, তাহার স্বতন্ত্ৰ শুদ্ধিপত্র দেওয়া হইল । গ্রন্থপাঠ কালে সেই সেই অংশ শোধন করিয়া মইলে মুখী হইব । - এই পুস্তকে ব্যবহৃত পুথিগুলির প্রাপ্তিস্থান এখানে উল্লেখ করা আবখ্যক মনে করিতেছি— ১ । পঞ্চাননের কারিকা—পাচখুপী-নিবাসী শ্ৰীযুক্ত রাধাবল্লভ সিংহ। ২ । পঞ্চাননের কারিকার প্রথম অংশ—মহারাজ সার গিরিজানাথ রায় বাহাদুর K. C. I. E. 尊 ৩। উওর-রাঢ়ীয় কুলপঞ্জী-সমূহের প্রাচীন পুথি-ভাগলপুরের উকীল শ্ৰীইন্দ্রনারায়ণ ঘোষ । ৪ । দ্বিজ বাচস্পতির বঙ্গজ-কুলজীসারসংগ্ৰহ –টাকী সৈদপুরনিবাসী পণ্ডিত শ্ৰীমুনীন্দ্রচন্দ্র সাংখ্যরত্ন । ৫ । ভবভূমিবাৰ্ত্ত—বঙ্গবাসীর পণ্ডিত কোটালিপাড়নিবাসী শ্ৰীযুক্ত তারাকাস্ত কাব্যতীর্থ। ৬। কাশীদাসের ঢাকুর (শেষাংশ খণ্ডিত ) যশোর জেলাস্থ বিভাগদী গ্রাম নিবাসী vজগচ্চক্স ঘটক মহাশয়ের সংগৃহীত । r ৭ । ঈশ্বর বৈদিকের কুলপঞ্জী—টালী-নিবাসী ৮গুরুচরণ বিদ্যাসাগর মহাশয়ের সংগৃহীত । ৮। বটুভট্টের দেববংশ—ময়মনসিংহ পুড্যানিবাসী শ্ৰীযুক্ত ক্ষিতীন্দ্র দেব রায়। এতদ্ভিন্ন অপরাপর কুলগ্রন্থ যে ভাবে সংগৃহীত হইয়াছে, তাহ ব্রাহ্মণকাণ্ডের ১মাংশে ও ৩য়াংশের ভূমিকায় জানাইয়াছি, এখানে পুনরুল্লেখ নিপ্রয়োজন । র্যাহাঁদের অনুগ্রহে ও আমুকুল্যে ঐ সমস্ত ও অপর নানা কুলগ্রন্থ আমার হস্তগত হইয়াছে, আমি সৰ্ব্বাস্তঃকরণে র্তাহীদের নিকট ক