পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, প্রথমাংশ, রাজন্য কাণ্ড).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१७ বঙ্গের জাতীয় ইতিহাস ১ম অধ্যায়। বৰ্দ্ধন, সমতট এবং তাম্রলিপ্তির প্রাচীন রাজবংশ সম্ভবত শশাঙ্ক কর্তৃক উন্মুলিত হইয়াছিল এবং কর্ণসুবৰ্ণে শশাঙ্কের উত্তরাধিকারী হর্ষবৰ্দ্ধন কর্তৃক সি#াসনচ্যুত হইয়াছিলেন।” আমরা কিন্তু এরূপ মনে করি না। চীনপরিত্রাজক কয়জ" বর্তমান রাজমহলের বর্ণনা কালে লিখিয়াছেন, ষে তাছার আগমনের কয়েক শতাব্দী {ঞ্চ এখানকার রাজবংশ লুপ্ত হইয়াছে, সেই কারণে এখানকার রাজধানী পরিত্যক্ত।" }ৱণ্যপৰ্ব্বত স্তু বর্তমান মুঙ্গেরের পরিচয়দানকালে তিনি লিথিয়াছেন, অল্পদিন হইল : জনপদের রাজা এখানকার অধিপতিকে রাজ্যচ্যুত করিয়া বৌদ্ধ শ্রমণদিগকে রাজধানী \frণ করিয়াছেন।” যে ব্যক্তি হিরণ্যপৰ্ব্বতের অধিপতিকে সিংহাসনচ্যুত করিয়াছিলেন, তাহাকে আমরা পুণ্ডবৰ্দ্ধনপতি নরেন্দ্রগুপ্ত মনে করি। চীনপরিব্রাজক হিউএন্‌সিয়ং পুও বৰ্দ্ধন রাজধানীতে আসিয়া এখানে ২•ট বৌদ্ধ সঙ্ঘারাম এবং হীনযান ও মহাযান মতাবলম্বী ৩০০০ হাজারের অধিক শ্রমণ বা বৌদ্ধভিক্ষু দেখিয়াছিলেন।” এই বৌদ্ধপ্রাধান্ত হইতে মনে হয়, এখানকার অধিপতি বৌদ্ধ ছিলেন এবং তিনিই বৌদ্ধ ভিক্ষুদিগকে মুঙ্গের রাজধানী দান করিয়াছিলেন, মগধ পৰ্য্যন্ত এই পুণ্ডবৰ্দ্ধনপতির অধিকারভুক্ত হইয়াছিল। কর্ণসুবর্ণপতি শশাঙ্কদেব প্রথমতঃ তাহার মহ+ সামস্তরূপে পরিচিত ছিলেন, সে কথা পূৰ্ব্বেই লিখিয়াছি। র্তাহার অধিরাজ বৌদ্ধধৰ্ম্মাবলম্বী থাকার কর্ণসুবর্ণ রাজধানীতে বৌদ্ধ শ্রমণগণের কিছুমাত্র অসুবিধা ঘটিতে পারে নাই। এ সময় সমতট স্বতন্ত্র বৌদ্ধ নৃপতির অধিকারভুক্ত ছিল। চীনপরিব্রাজক ইৎসিং (ই-চিং) ৬৭৩ খৃঃ অব্দে তাম্রলিপ্তি সস্থায় আগমন করেন। তিনি লিখিয়াছেন, তৎপূৰ্ব্বে সেঙ্গচি নামক একজন চীনপরিব্রাজক চীনদেশ হইতে জলপথে সমতটে আগমন করিয়াছিলেন।” সেঙ্গচি রাজভট নামক একজন নিষ্ঠাবান বৌদ্ধ নৃপতিকে সমতটের সিংহাসনে আসীন দেখিয়াছিলেন। এই নৃপতি একজন প্রগাঢ় বৌদ্ধধৰ্ম্মামুরক্ত ও বৌদ্ধ শ্রমণগণের অদ্বিতীয় প্রতিপালক বলিয়া পরিচিত হইয়াছেন। চীনপরিব্রাজক যুঅন্‌চুঅঙ্গ আসিয়া ৬৩৮ খৃঃ অশ্বে সমতট রাজধানীতে ২••• শ্রমণ দেখিয়াছিলেন, কিন্তু এই রাজভট নৃপতির সময়ে সেঙ্গচি তথায় ৪••• .অধিক বৌদ্ধ শ্রমণ দেখিয়া গিয়াছেন।" ইৎসিংএর আগমনের পূৰ্ব্বে প্রায় ৬৫• হইতে ৬৫৫ খৃঃ অন্ধ মধ্যে রাজভট নামক নৃপতি সমতটে আধিপত্য করিতেন। ঢাকাজেলাস্থ রাইপুর থানার অন্তর্গত আস্রফপুর নামক গ্রাম হইতে দেবখঙ্গ নামক এক বৌদ্ধ নৃপতির দুইখানি তাম্রশাসন পাওয়া গিয়াছে ।** .প্ৰথমখানি হইতে És (*१) cभौफ़्ब्रांजधांजl, s* छjर्ण, ** १७, १७ श्रृं*ां । (eo) Watters’ Yuan Chuang, Vol. II. p. 178. (•») Watters, II. p, 183. (••) Watters, II, p. 184. (ex) I-Tsing's Record of the Buddhist Religion, translated by J. Takakusu. (es) Watters Yuan Chuang, Vol. II. p. 188. (**) Memoirs of the Asiatic Society of Bengal, Vol. I. p. 86.