পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঢ়ের জাদি কায়স্থসমাজ ] দক্ষিণরাজীক্স কাশ্লস্থকাণ্ড । * > বাসুকীগোত্র এবং নাগবংশ সোঁপায়নগোত্র ছিলেন। খৃষ্টীয় ৬ষ্ঠ শতকে মহাপ্ৰতীহার সূৰ্য্যসেন হইতে রাঢ়ে সেনবংশের প্রতিষ্ঠা। উত্তররাষ্ট্ৰীয় প্রাচীন কুলপঞ্জিকা হইতেও পাইতেছি – “পূর সেন দেব নাগ কুও বিষ্ণু পাল । ননী আদি করি দেখা আটে शूव मनि ॥ শূর সেন দেব নাগ কুও বিষ্ণু মূল। পঞ্চকুল নিরাবিল ভঙ্গ যুথকুল ॥” উদ্ধত কুলপঞ্জিকা অনুসারে শর, সেন, দেব, নাগ, কুণ্ড ও বিষ্ণু এই ছয় ঘরই মূল ৱাটীয় কায়স্থ, পাল ও নদী ইহাদের মধ্যে গিয়াছিলেন। রাঢ়ীয়সমাজের আদিপরিচয়মূলক জিজ্ঞাসা’ নামক সংক্ষিপ্ত কুলপরিচয়গ্রন্থে এইরূপ বর্ণিত হইয়াছে— “চিত্রগুপ্ত গেল স্বর্গে বিচিত্র পাতালে। চিত্ৰসেন পৃথিবীতে আদিবাস রাঢ়ে। তাহার ঘরেতে পুত্র কতজন হএ । কি কার নাম কোথা বাস কহ মহাশএ ॥ তাহান কার ঘরে পুত্র কতজন ছইল । কোন গুণে কাহার স্থানে পদ্ধতি পাইল । এহার উত্তর । মোর এক নিবেদন মুন মহাশএ । বিনয়পুৰ্ব্বকে কিছু কহিতে ইচ্ছা হএ ॥ চিত্রসেন পৃথিবীতে জখন আসিল। আনিআ পদ্মিনী কন্ত ব্ৰহ্ম সমৰ্পিল। তাহান ঘরেতে পুত্র তিনজন হয় । চিত্রপাল কীৰ্ত্তিচন্দ্র বিচিত্র উদয় ॥ চি এপাল তথা রৈল, কীৰ্ত্তিচন্দ্র কটকে গেল, বিচিত্র উদয় রাঢ়ে কই । মুন মুন সভাজন, আমি করি নিবেদন, প্রতিউত্তর দিলাম আমি এই ॥ বিচিত্র উদয় রাঢ়ে, কয় পুত্র তাহান ঘরে, নিবাস করিল গিয়া কে । আদিবাস বংশাবলী, মুনেছি সকলে মিলি, হএ নএ আজ্ঞা কর মোকে ॥ এহার উত্তর। মোর এক নিবেদন সোন মহাশএ । রাঢ়েতে আছিলেন যখন বিচিত্র উদএ । পদ্মিনীব দুই কল্প বিবাহ করিল। দুই ঘরে দশ পুত্র তাহান জন্মিল ৷ তাহাক দেখিয়া ব্ৰহ্ম সন্তোষ হই আ । রাখিল সভার নাম পদ্ধতি করিআ ॥ সৰ্ব্বজ্যেষ্ঠ নারায়ণ দত্ত মহাশএ । মহানাদ ঘোষ বস্থ মিত্র মৃত্যুঞ্জয় ॥ এই চাইর পুত্র হইল পদ্মিনীর ঘরে । আর ছয় পুত্র হইল সম্ভবার উদরে ॥ চন্দ্র সেন বড় জন দেও মহাশএ । হরিপুরে দাস সিংহ মহাতেজোম এ ॥ র্তাহার অমুঞ্জ নাহি আর কেহ । সকলের কনিষ্ঠ হইল চন্দ্রভান গুহ ॥ সোন সবে একমনে বচন মধুর। যে কালেতে যজ্ঞ কৈল রাজ আদিশূর। (৯) "পান” পাঠাণ্ডয় পাওয়া যায়।