পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ख.3 বঙ্গের জাতীয় ইতিহাস [ द्विजैश् चानि মধ্যে তিনি ‘আদি’ ও দিগ্বিজয়ী পূরবীর ছিলেন বলিয়া পরবর্তীকালে জাপূির’ রূপে পরিচিত হওয়া বিচিত্র নহে। উত্তর, দক্ষিণ ও পূর্ব বঙ্গে তাহার সময়ে ও তীক্ষার পূর্কেও ষে বহু পদ্ধতির কণয়স্থের বাস ছিল, তাহার কথা পুৰ্ব্ব অধ্যায়ে লিখিয়াছি । "জিজ্ঞাসা’ গ্রন্থ হইতে জানা যায়, গুরুর গোত্রানুসারে শিষ্যের গোত্র হইয়াছিল । স্বামপাদগণের পদ্ধতি হইতেও মনে হয় কেবল গোত্র নহে, অনেকে পদ্ধতিও গ্রহণ করিয়াছিলেন। ঐ সকল পদ্ধতির ব্রাহ্মণের অস্তিত্ব না থাকায় বসুঘোষাদি পদ্ধত্তিযুক্ত স্বামিপাদগণের ংশধরগণও পরে কায়স্থসমাজে মিশিয়া গিয়া থাকিবেন । রাঢ়দেশে বহু পদ্ধতির কারস্থের বাস থাকিলেও ‘জিজ্ঞাসা’ গ্রন্থে কেবল প্রধান দশ ঘরের নাম কথিত হইয়াছে। তন্মধ্যে চন্দ্র ও সেন বংশকে ‘বড় জন’, দেবকে ‘মহাশয়’ এবং সিংহকে ‘মহাতেজোDDS BB BBBBB S B BB BBB BBBS BBB BBBS BBBB BBBS BBB BBS সেনের ব্রহ্মগ্রাম, দেবের চিত্রপুর, সিংহের সিংহপুর, দাসের হরিপুর ও চন্ত্রের কুলস্থান পাণিহাটী নির্দিষ্ট হইয়াছে । চন্দ্রবংশ পাণিহাটী হইতে পুৰ্ব্ববঙ্গে গিয়া চন্দ্রীপের রাজা হইয়াছিলেন। গুহবংশও বঙ্গবাসী হন । পূর্ববঙ্গে চন্দ্রবংশ বহুকাল রাজত্ব করিয়া গিয়াছেন, ময়নমতীর গান, গোপীৰ্চাদের গান, তিব্বতীয় পণ্ডিত তারনাথের বৌদ্ধধৰ্ম্মের ইতিহাস এবং রামপাল হইতে আবিষ্কৃত মহারাজ শ্ৰীচন্দ্রদেবের তাম্রশাসন হইতে তাছার বিবরণী পাওয়া যায়। তারনাথ ১৯ জন চন্দ্র-নৃপতির উল্লেখ করিয়াছেন । কিন্তু কে কোন সময় রাজত্ব করেন, তাহা ঠিক জানিবার উপায় নাই । এই বংশীয় শেষ নৃপতি ললিতচন্দ্র সম্বন্ধে তারনাথ লিখিয়াছেন, তাহা হইতেই চন্দ্ররাজবংশের অবসান হয়, কিছুদিন অরাজকত চলিতে থাকে ! রাজবংশীয়দিগের মধ্যে র্যাহাকেই নিৰ্ব্বাচন করা হয়, তিনিই চন্দ্রবংশের এক রাণীর কৌশলে রাত্রিকালে নিহত হইতেন। অবশেষে রাণীর করলে কবল হইতে পরিত্রাণ পাইয়া গোপাল প্রজাসাধারণ কর্তৃক রাজপদে অভিষিক্ত হইলেন।** সুতরাং ১ম পাল-নৃপতি গোণালের অভু্যদয়ের পূর্বে পূর্ববঙ্গে চন্দ্রবংশের আধিপত্য স্বীকার করিত্তে হয় । খৃষ্টীয়ু ৮ম শতকে গোপালের অভু্যদয় । যদি প্রকৃত প্রস্তাবে তৎপূৰ্ব্বে ১৯ জন চঞ্চৰূপত্তির রাজত্ব করিয়া থাকেন, তাহ হইলে রাঢ় হইতে এক শাখা তৎপূৰ্ব্বে গিয়া পূৰ্ব্ববঙ্গে অন্ততঃ খৃষ্টীয় ৭ম শতকে আধিপত্য করিয়া থাকিবেন । তারনাথের মতে রাজা বালচন্দ্র এক সিংহ নৃপতির হস্তে পরাজিত হইয়া বঙ্গরাজ্য হারাইয়া ত্রিছতে পলাইয়া গিয়া প্রথমে সামমুরা রূপে পরে কামরূপে গিয়া বাস করেন। আমরা কিন্তু ঐ সময়ে পূর্ববঙ্গের পূর্বপ্রান্তে আরাকানের মৌরঙ্গে বালচন্দ্র নামে এক রাজা ও ত৭ংশধর লইয়া ১৯ জন চঞ্জরাজের এইরূপ তালিকা পাইতেছি— রাঢ় ও বঙ্গে চক্রবংশ (**) Wassiliff's Buddhismus, 207.