পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ৩ বঙ্গের জাতীয় ইতিহাস [ দ্বিতীয় অধ্যায় ছিল, বৌদ্ধপ্রভাব খৰ্ব্ব করিবার জন্ত রাজা বল্লালসেন ধৰ্ম্মপ্রচারের উদ্দেশ্যে সেই সেই স্থানে ব্ৰাহ্মণ পাঠাইয়াছিলেন। কুলগ্রন্থে মৌরঙ্গ ও রসাঙ্গ ভিন্ন জনপদ বলিয়া বর্ণিত হইয়াছে, কিন্তু উক্ত শিলালেখ হইতে মৌরঙ্গ ও রসাঙ্গ দুইটাই আরাকান মধ্যে পড়িয়াছে। পূৰ্ব্বে মৌরঙ্গ বৃহৎ ও রসঙ্গে ক্ষুদ্র ছিল । পরে মৌরঙ্গ রসাঙ্গের সামিল হইয় পড়ে। মৌরঙ্গই সম্ভবতঃ রাজা আনন্দচন্ধের সময় তাম্ৰপত্তন নামে প্রসিদ্ধ ছিল এবং তিনি বিবাহে যৌতুক স্বরূপ যে ‘ক্রপত্তন’ লাভ করেন, তাহাই সম্ভবতঃ পরে ‘শ্ৰীহট্ট নামে পরিচিত হইয়াছে । রাজা আনন্দচন্দ্রকে যদি রাজা বল্লালসেনের সমসাময়িক ধরিয়া লওয়া যায়, তাহ হইলে তিনি গোড়া বৌদ্ধ হইয়াও যে র্তাহার শিলালেখে ব্রাহ্মণ স্থাপনের কথা পাইতেছি, তাহ রাজ বল্লালসেন প্রেরিত ব্রাহ্মণপ্রভাবের ফল হইতে পারে । আনন্দচন্দ্রকে ধরিয়া ১৯ জন চন্দ্ররাজের নাম পাইতেছি, তিন পুরুষে গড়-পড়তা এক শতাব্দ ধরিলে এই বংশের ১ম রাজা বালচন্দ্রকে আমরা পৃষ্ঠায় ৭ম শতকে পাই। বৌদ্ধ ধৰ্ম্মের তিব্ব তীয় ঐতিহাসিক তীরনাথ চন্দ্রবংশীয় এক বালচন্দ্রের উল্লেখ করিয়াছেন, তিনি বঙ্গ রাজ্য ছাড়িয়া ত্রিহুতে পলাইয়া যাইবার কথা লিখিয়াছেন। বালচন্দ্র স্বরাজ্য ছাড়িয়া গেলেও তৎপুত্র বিমলচন্দ্র পৈতৃক বঙ্গরাজ্য উদ্ধার করিয়া কামরূপ পৰ্য্যন্ত অধিকার করেন । তাহার পৌত্র ললিতচন্দ্র হইতেই রাজ্যবসান এবং প্রজা সাধারণ কর্তৃক গোপালের সিংহাসনপ্রাপ্তির কথা পূর্বেই বর্ণিত হইয়াছে। পণ্ডিত হীরাচাঁদ মেীরঙ্গে খৃষ্টীয় ৭ম শতকের অক্ষরে চন্দ্র ‘শের লিপি উদ্ধার করিয়াছেন । আনন্দচন্দ্রের লিপিতে এখানকার ১৯ জন নৃপতির ১ম বালচন্দ্রকে আমরা খৃষ্টয় ৭ম শতকে পাইতেছি । এদিকে তারনাথের বালচন্দ্রও ঐ সময় পড়িতেছেন । তারনাথের বঙ্গাধিপ বালচন ত্রিহুতের পরিবর্তে যদি মৌরঙ্গে গিয়া থাকেন, তাঙ্গ হইলে বঙ্গের চন্দ্রবংশ এবং মেীরঙ্গের চন্দ্রবংশ একই বংশসস্তুত হইয় পড়ে । রাঢ়ীয় কুলপরিচায়ক সুপ্রাচীন জিজ্ঞাসা’র পুথিতে রাঢ় হইতে বঙ্গাগত যে বীরচন্দ্রের নাম পাইতেছি, তিনিই কি রাজ বালচন্দ্ৰ বলিয়। পূর্ববঙ্গে পরিচিত হইয়াছিলেন ? মেীরঙ্গের চন্দ্রবংশ ‘ধৰ্ম্মরাজ্যমুজবংশ’ বলিয়া ঘোষিত হইয়াছে। বলা বাহুল্য গরুড়পুরাণে চিত্রগুপ্ত ও বিচিত্র কায়স্থের আদিপুরুষ ও BBBBBBS BBBB BBBB S BB BBBB KBBB SBBBS BBB BgCg (54) "বায়ুঃ সৰ্ব্বগত: স্পষ্ট: স্বৰ্য্যস্তেক্ষে বিবুদ্ধিমান । ধৰ্ম্মরাজস্ততঃ হৃষ্টfসত্র গুপ্তেন সংযুক্ত: | থষ্টৈবমানিক: সৰ্ব্ব তপস্তুেপেতু পদ্ম : 1 SDBBBK AA KSADCKK DDDD BBSBD DDSD KBBtJS "প্রযtfত চিত্রনগরং পিচি ে প{{%বঃ । সমস্তৈবানুজ: সেনি র্যর রাজ্য: প্রশাস্থিহ ।” ( গল্প পুরাণ, উক্ত সংস্করণ, ৬২২ পৃষ্ঠ )