পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাঢ়ের আদি কায়স্থসমাজ ] দক্ষিণৱtষ্ট্ৰীয় কায়স্থ কাণ্ড ཅི་། ༦མ་ কুলপরিচয় গ্রন্থ হইতে দেখাইয়াছি যে চিত্র বা বিচিত্র হইতে দশঘর রাঢ়ীয় কায়স্থের উৎপত্তি, তন্মধ্যে চন্দ্রবংশ বড় জন বলিয়। কীৰ্ত্তিত হইয়াছেন। এখন আমরা বুঝিতেছি, বহু পূৰ্ব্বকালে রাঢ়ের চন্দ্রবংশ কেবল পূর্ববঙ্গ বলিয়া নহে, পূৰ্ব্ববঙ্গের পূর্ব প্রান্তে সুদূর আরাকানে বহু শত বর্ষ প্রবল প্রতাপে রাজত্ব করিয়া গিয়াছেন, এবং পূর্ববঙ্গের চন্দ্রবংশের পরই খৃষ্টীয় ৮ম শতকে ১ম গোপালের সহিত বৌদ্ধ পালবংশের অভু্যদয় । যদি তারনাথের বর্ণনায় কিছু মাত্র সত্য থাকে, তাহা হইলে অবগুই স্বীকার করিতে হইবে ষে পালবংশের অংjদয়ের বহু পূৰ্ব্বে খষ্টীয় ৪র্থ বা ৫ম শতক হইতেই পূৰ্ব্ববঙ্গে চন্দ্রবংশের আবির্ভাব। থষ্টীয় ৬ষ্ঠ শতকে ধারকমণ্ডলে চন্দ্রবংশ ষ বিদ্যমান ছিলেন, তাহ৷ ঘাঘরাহাটীর তাম্রশাসন প্রসঙ্গে বলিয়াছি। জিজ্ঞাসার কথা সত্য হইলে বলিতে হয় তৎপূৰ্ব্বেও রাঢ়দেশে চন্দ্ৰপদ্ধতির কায়স্থের বাস ছিল এবং পাণিহাটী তাহদের সমাজস্থান বলিয়৷ গণ্য হইত। ‘চন্দ্র’ বংশের স্তায় ‘নাগবংশ’ ও এই রাঢ়দেশে বাস করিতেন, এমন কি খৃষ্টীয় ৫ম ও ৬ষ্ঠ * তকে তাহার রাঢ়দেশে আধিপত্য করিতেন তাহাও সমসাময়িক তাম্রশাসন হইতে সন্ধান বাহির হইয়াছে। পূর্বেই মহারাজ জয়নাগপ্রসঙ্গে তাহা বর্ণিত হইয়াছে। মহারাজাধিরাজ জয়নাগের তাম্রশাসনে আমরা ভদ্রবংশের উল্লেখ পাইতেছি । খৃষ্টীয় gg BBBB BBBBBBB BBBBBBB BBBBB BBB BBBBBB BBB BBBS নৃপতিরূপে ঔদম্বরিক বিষয় শাসন করিতেন, সে কথা পূর্বেই :লখিয়াছি ; পরবর্তী শশাঙ্কদেবের সময়ও এই ভদ্রবংশ সম্ভবতঃ অধিকারচু্যত হন নাই । শশাঙ্কদেবের পরও আমরা ভদ্রবংশের সন্ধান পাই । যে সময়ে ttBBB DBBBBBB BBBBB BBB BBBBB BBBB BBBBS B BBBB BBB মঙ্গরাজ জ্যেষ্ঠভদের উল্লেখ পাইতেছি । ভাস্করবম্মার বুদ্ধ প্রপিতামহ ভূতবৰ্ম্ম চন্দ্রপুরি বিষয়ে BBBBSBB BBBB BB BBBB B BBB BB BBB BB BB BBBBBBBS BB তfমপৰ্টখানি নষ্ট হওয়ায় সেই সকল জমির উপর কর ধার্য্য হইতে থাকে। উক্ত অগ্রহারের বাহ্মণবংশধরগণ কর্ণসুবর্ণে আসিয়া মহারাজ জ্যেষ্ঠভদ্রকে সেই বিষয় জ্ঞাপন করেন । মহারাজ জ্যেষ্ঠভদ্রের অনুরোধে মহারাজধিরাজ ভাস্করবম্ম অভিনব তামপট্ট প্রদান ক রবার অনুমতি দিয়াছিলেন। পূৰ্ব্বোক্ত নারায়ণভদ্র ‘সামন্ত’ বলিয়া পরিচিত হইলেও তাহার কোন রাজোপাধির উল্লেখ নাই, কিন্তু জ্যেষ্ঠভদ্রের ‘মহারাজ' উপাধি হইতে মনে হয়, তাহার প্রভাব ও প্রতিপত্তি অনেক বেশী ছিল : বলিতে কি শশাঙ্কদেব যেমন প্রধানতঃ ‘মহাসমিস্ত’ বলিয়া পরিচিত ছিলেন, মহারাজ জ্যেষ্ঠভদ্রও সেইরূপ মহাসামস্ত ছিলেন। কর্ণসুবর্ণ রাজধানীর অনতিদূরবর্তী ভদ্রপুরে সম্ভবতঃ এই ভদ্রবংশের রাজধানী ছিল। গৌড়ের ১ম পালনৃপতি গোপাল এই ভদ্রবংশের কন্সার পাণিগ্রহণ করিয়াছিলেন। ভদ্রবংশ প্রথমে পরম ভাগবত থাকিলেও বৌদ্ধ পালরাজ-সংস্রবে পরে বৌদ্ধ ধৰ্ম্মানুরাগী হইয়াছিলেন । <trb ७ ३ १४