পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন কুলস্থান ] দক্ষিণরাষ্ট্রীয় কাল্পস্থকাণ্ড 8> উত্তর-পশ্চিম প্রদেশে সৌভাগ্যান্বেষণে ধাবিত হইয়াছিলেন। তন্মধ্যে গোরখপুর হইতে আবিষ্কৃত মহারাজ জয়াদিত্যদেবের তাম্রফলকে যে "সিজঘপুৰীয় কায়স্থের নাম উৎকীর্ণ অাছে, র্তাহাদিগকে আমরা রাঢ়ীয় সিংহবংশধর বলিয়। মনে করি। উত্তর-পশ্চিম প্রদেশের উচ্চারণ অনুসারে ‘সিংহ’ শব্দ ‘সিং’ নামে চলিয়া থাকে, ‘সিংহ শব্দের সিক্তত্ব’ উচ্চারণ রাঢ়-বঙ্গেই প্রচলিত, এ অবস্থায় তাম্রশাসন বর্ণিত ‘সিঙ্ঘপুরীয় কায়স্থ রাঢ়ীয় সিংহবংশ মনে করিতে পারি। উপরোক্ত দুইটী সিংহপুর মধ্যে কোনটা প্রাচীনতম তাহাই আলোচ্য । জিজ্ঞাসা’র পুথি-মতে সিংহবংশের কুলস্থান ‘সিংহপুর দক্ষিণরাঢ়ে পড়িতেছে। পূৰ্ব্ব অধ্যায়ে লিখিয়াছি ১ম আদিশূর মহারাজ ভাস্করবর্মার সময়ে দক্ষিণরাঢ়ে দত্ত ঘোষাদি দশ ঘরের দশটা কুলস্থান নির্দিষ্ট হইয়াছিল, তন্মধ্যে সিংহপুর একট। দক্ষিণরাঢ়ের এই স্বপ্রাচীন সিংহপুর অধুনা সিক্তযুর বা সিঙ্গুর' নামে পরিচিত। এই স্থান বর্তমান হগলী জেলায় শ্রীরামপুর মহকুমার মধ্যে পড়িয়াছে। এই স্থান যে অতি প্রাচীন এবং ক্ষত্ৰিয়বংশের মিলনস্থান তাহ এখানকার স্থানীয় প্রবাদ, অবস্থান ও চতুঃপার্শ্ববৰ্ত্তী ধ্বংসাবশেষ হইতেই পরিলক্ষিত হয় । এই সিঙ্গুরের নিকট দাসের কুলস্থান হরিপুর ও সেনের কুলস্থান ব্ৰহ্মপুর ব। ব্রহ্মগ্রাম বিদ্যমান । বহু প্রাচীনকাল হইতে আজ পর্য্যস্ত এখানে নানাশ্রেণীর রাজপুত বা ক্ষত্রিয়ঞ্জাতির বাস দেখা যায়। অতি পূৰ্ব্বকালে যে সকল ক্ষত্রিয় বা রাজপুত এখানে আসিয়া বাস করেন, র্তাহারা সমসাময়িক কায়স্থ রাজন্তবর্গের সহিত আত্মীয়তা করিয়া পরে কায়স্থ বলিয়া পরিচিত হইয়াছিলেন। কিন্তু পরবর্তীকালে র্যাহারা BBBBBBSBBB BBB SBBS B SBBBBS BB BBBS BB BBBS চলিয়াছেন । সমলবৰ্ম্মার পুত্র ভোজবশ্মীর বেলাবে তাম্রশাসনে লিখিত আছে-- "বৰ্ম্মাণোতিগভীরতামদধতঃ শ্লীঘ্যৌ ভুজে বিভ্রতো । ভেজু সিংহপুরং গুহামিব মৃগেন্দ্রাণাং হরের্বন্ধিবাঃ।” বিশ্বন এই গভীর নাম ধারণপূৰ্ব্বক হরির বান্ধব বা যাদববংশ শ্লাঘ্য ভুজযুগল লইয়। মৃগেন্দ্রগণের গুহ স্থানীয় সিংহপুর আশ্রয় করিয়াছিলেন ।” এক সময় এই সিংহপুর হিমালয় প্রদেশে স্থির করিয়াছিলাম ১৩ কিন্তু এক্ষণে তদপেক্ষা স্বপ্রাচীন রাঢ়ের রাজধানী সিংহপুরই রাজা ভোজবৰ্দ্ধার তাম্রশাসনে বর্ণিত হইয়াছে মনে করিতেছি। পালি মহাবংশে লিখিত আছে এখানকার রাজকুমার ও রাজকন্ত সিংহের (**) ब्रांअछकां७, २१४ भूé ज४वा । .