পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস [ তৃতীয় অধ্যায়। ہھ85 গুহায় সিংহ ও সিংহিনী কর্তৃক প্রতিপালিত হইয়াছিল, পরে সেই রাজপুত্র এখানকার রাজা হইয়া সিংহকর্তৃক পালিত বলিয়া তাহার রাজধানী সিংহপুর’ নামে পরিচিত করিয়াছিলেন। ভোজবৰ্দ্ধার তাম্রশাসনের উক্ত শ্লোকে সেই সিংহের গুহা ও যাদববংশের ইঙ্গিত পাওয়া ৰাইতেছে। এরূপ স্থলে মনে হয় দক্ষিণরাঢ়ের প্রাচীন উপনিবেশ সিংহপুরেই যাদববংশীয় ভোজবৰ্দ্ধার পিতা সামলবৰ্ম্মার অভু্যদয় । এই প্রাচীন সিংহপুর হইতেই একদল কায়স্থ গোরখপুর অঞ্চলে গিয়া রাজসন্মান এমন কি ব্রাহ্মণপণ্ডিতের ষ্ঠায় উচ্চাসনলাভ করিয়াছিলেন। আর একদল উত্তররাঢ়ে গিয়া স্ব স্ব পূৰ্ব্বনিবাসের নামানুসারে ‘সিংহপুর স্থাপন করিয়া বাস করিতে থাকেন, পরে অনাদিবর সিংহ ও তৎবংশধরগণের যত্নে এই স্থান ‘সিংহপুরগড়’ নামে পরিচত হয় । দক্ষিণরাঢ়ের সিংহপুর কায়স্থ সিংহবংশের আদি কুলস্থান হইলেও এক্ষণে পুনঃ পুন: ক্ষত্রিয় উপনিবেশ হেতু প্রাচীন সিংহবংশ স্বস্থানচ্যুত হইয়া নানাস্থানে ছড়াইয় পড়েন, দক্ষিণরাঢ়ীয় সিংহৰংশ প্রসঙ্গে তাছার বিস্তৃত ইতিহাস লিখিত হইবে। যাদবরাজ মহাবীর সামলবৰ্ম্ম এই সিংহপুর হইতে আসিয়া পূৰ্ব্ববঙ্গে বিক্রমপুরে ৯৯৪ শকে (১০৭২ খৃঃ অব্দে ) অধিষ্ঠিত হইয়া নানা যাগযজ্ঞ করিয়াছিলেন।’ বলতে কি কিছুদিনের জন্ত তিনি সমস্ত রাঢ়বঙ্গে আধিপত্য ৰস্তার করিয়াfছলেন । উক্ত শকে তাহার সভায় ব্রাহ্মণ কায়স্থ প্রভূতি বহু সজ্জন শুভাগমন করিয়াছিলেন । ব্রাহ্মণ কায়স্থের সমাগম ও যাগষজ্ঞ লক্ষ্য করি। পরবর্তী কুলাচাৰ্য্যগণ ইহার প্রকৃত পরিচয় ভুলিয়া ইহাকেও আদিশূর ধরিয়া লইয়াছেন । সারাবলী নামক বঙ্গজ কায়স্থ কুলগ্রন্থে লিখিত আছে গোঁড়াধিপের আহবানে ৯৯৪ শকে ( ১০৭২ খৃষ্টাব্দে ) বিরাটগুহ এখানে রাজসভায় আগমন করিয়াছিলেন, কিন্তু ইদিলপুরের বঙ্গজ কায়স্থকারিকা মতে বিরাটরাজ না আসিয়া পৌত্র দশরথ গুহকে ব্রাহ্মণগণের সহিত পাঠাইয়াছিলেন। বলাবাহুল্য বিরাটরাজ কোটদেশাধিপ অর্থাৎ উড়িষ্যার গড়জাত প্রদেশের রাজা বলিয়। পরিচিত হইয়াছেন।** রাঢ়দেশে বিজয়সেনের অভু্যদয়ে রাজা সামলধৰ্ম্ম পুৰ্ব্ববঙ্গে গিয়৷ ৯৯৪ শকে আধিপত্য বিস্তার ও তথায় বিক্রমপুরে প্রতিষ্টিত হন। তাহার সহিত দশরথগুহ পূৰ্ব্ববঙ্গে গমন করেন এবং তথায় রাজসম্মানিত ও কায়স্থসমাজে সৰ্ব্বশ্রেষ্ঠ কুলীন বলিয়া পরিগণিত श्न ! (১৪) রাজন্যকাও, ২৯২-২৯৩ পৃষ্ঠার বিস্তারিত বিবরণ দ্রষ্টব্য । (**) aigājoto, oso-oso që e the social IIistory of Κamarupa, Vol. III, pp. 52-54 जड़ेवj !