পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

33 বঙ্গের জাতীয় ইতিহাস [ তৃতীয় অধ্যায়। উক্ত শিলালিপিতে বিক্রমপুর নামের উল্লেখ নাই। পূৰ্ব্বেই লিখিয়াছি, ষে সময়ে বিজয়সেন দক্ষিণ বরেন্দ্রে বিজয়নগরে নিদ্রাবলিরাজরূপে অধিষ্ঠিত ছিলেন, সেই সময়ে রাঢ়ের দক্ষিণাংশে দেবগ্রাম-প্রতিবন্ধ বালবলভী নামক স্থানে বিক্রমরাজ রাজত্ব করিতেছিলেন। বালবলভীর বর্তমান নাম বগড়ী । বিজয়সেন যেরূপ বিজয়রাজ নামে, সেইরূপ বিক্রমসেন বা বিক্রমকেশরী বিক্রমরাজ নামে রামচরিত কাব্যে বর্ণিত হইয়াছেন । রাঢ়দেশে বগড়া অঞ্চলে আজও বিক্ৰমসেন বা বিক্রমকেশরীর কীৰ্ত্তি ও পরাক্রমের কথা লোকমুখে গুনা যায়। বল্লালসেনের সীতাহাটী তাম্রলেখে পাওয়া যায়— 擎 ‘তাহ! ( হেমন্তসেন ) হইতে অখিলপার্থিব-চক্ৰবৰ্ত্তা, নির্ব্যাঞ্জবিক্রম, তিরস্কৃত-সাহসাঙ্ক, দিকপাল, চক্ৰপুটভেদনগীতকীৰ্ত্তি, পৃথপতি বিজয়সেন আবির্ভূত হইয়াছিলেন - এই উক্তি হইতে আমরা আভাস পাইতেছি, সাহসাঙ্ক বা বিক্রমাদিত্যের বীরত্ব যে বিক্রমের কাছে তিরস্কৃত বা হীন ৰলিয়া প্রথিত হইয়াছিল, সেই বিক্রমকেও পরাজয় করিয়া এবং চক্ৰবৰ্ত্ত দিকৃপালস্বরূপ পালরাজের চক্রভেদ করিয়া পৃথীপতি বিজয়সেন রাজচক্রবর্তী হইয়াছিলেন । রামচরিতে “বিক্রম ইতি দেবগ্রামপ্রতিবদ্ধ বস্তুধাচক্রবাল বালবলভী তুরঙ্কুবহল-গলুহস্ত-প্রশস্তহস্ত-বিক্রমে বিক্রমরাজ, বিক্রমরাজের এইরূপ পরিচয় হইতে “নির্ব্যাজবিক্রমতিরস্কৃতসাহসাঙ্কঃ” ইত্যাদি সীতাহাটী তাম্রশাসনের সহিত সামঞ্জস্ত করিলে এক ব্যক্তির বর্ণনা বলিয়াই মনে হয় । দক্ষিণবরেন্দ্রে দেওপাড়ার নিকট বিজয়নগরের সন্ধান পাইতেছি । রাজা বল্লালসেনের দানসাগরের উপক্রমে লিখিত আছে—“তদয়ুবিজয়সেনো প্রাদুরাসীদ্বরেন্দ্রে, দিশি বিদিশি ভজন্তে যস্ত ধীরধ্বজত্বং” অর্থাৎ হেমন্তসেনের পর বিজয়সেন বরেস্ত্রে প্রাদুহুর্ত হইয়াছিলেন অর্থাৎ বরেঞ্জে তাহার প্রথম অভু্যদয় হইয়াছিল। উত্তররাঢ়ে পাইকেড়ে নামক স্থানে বিজয়সেনের নামাঙ্কিত শিলালিপি পাওয়া গিয়াছে। তাহা হইতে এ অঞ্চলে যে বিজয়ুসেন কিছুকাল অবস্থান করিয়াছিলেন তাহার সন্ধান পাই । তৎপরে বিজয়সেনের বারাকপুরতাম্রশাসন হইতে জানা যায় তাহার ৩২ রাজ্যাঙ্কে বিক্রমপুর হইতে তাম্রশাসন বাহির হইয়াছে। ঐ সময়ে তৎপুত্র বল্লালসেন যুবরাজপদে অধিষ্ঠিত ছিলেন । পূৰ্ব্বেই লিখিয়াছি উক্ত তাম্রশাসন রাঢ়দেশে বারাকপুর হইতে পাওয়া গিয়াছে। উক্ত তাম্রশাসন-নির্দিষ্ট ভূখণ্ড খাড়ীবিষয়ে বা ২৪ পরগণার মধ্যে হইতেছে । বৰ্ত্তমান নদীয়া জেলার উত্তরাংশে রাণী ঘাট মুর্শিদাবাদ রেলওয়ের দেবগ্রাম ষ্টেশন হইতে শ্ৰদ্ধমাইল দূরে প্রাচীন দেবগ্রাম অবস্থিত। (xv) SBBBBBBBttttBBBS tGGGtBBBSBBBDDDSttS দিকপালচক্ৰপুটভেদনগীতকীৰ্ত্তি: পৃথhপতিবিজয়সেন: পদপ্রকাশঃ।" ( दझांणप्नष्मद्र जौडांशणै उॉअट्लर्ष १ एनंकि)