পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন ফুলস্থান ] দক্ষিণস্নাত্নীক্স কাল্পস্থকণগু 33 হইয়াছেন, রাজা শ্ৰীচন্দ্রদেবও সেইরূপ র্তাহার তাম্রশাসনে "পরমসৌগত” বলিয়া অভিহিত হইয়াছেন । হরিবর্মদেব বাৎস্যগোত্র ঋগ্বেদ আখলায়ন শাখাধ্যায়ী রুষ্ণধর মিশ্রকে উক্ত তাম্রশাসন দ্বারা ভূমিদান করেন। শ্ৰীচন্দ্রদেব শাগুিল্যগোত্র শান্তিবারিক শ্ৰীপীতবাস গুপ্ত শৰ্ম্মাকে তাম্রশাসন দ্বার বহু ভূমিদান করিয়াছিলেন । হরিবর্মদেবের তাম্রশাসন-গৃহীত কৃষ্ণধর মিশ্রের বেদ ও শাখার উল্লেখ আছে। শ্ৰীচন্দ্রদেবের তাম্রশাসন-গৃহীতার বেদ বা শাখার উল্লেখ না থাকায় তাহকে বেদবিরোধী বৌদ্ধ বলিয়া মনে হইতেছে ; সুতরাং পুৰ্ব্ববঙ্গে বিক্রমপুরাধিকারে বৌদ্ধ ব্রাহ্মণ প্রভাব ছিল তাহার আভাস পাওয়া যাইতেছে। হরিবর্মদেব নিজে পরম বৈষ্ণব ও শত শত দেবকীৰ্ত্তি-প্রতিষ্ঠাত বলিয়। পরিচিত হইলেও এবং তাহার প্রধান মন্ত্রী ভবদেবভট্ট অনস্তবাসুদেব-প্রশস্তিতে ‘ বৌদ্ধাস্তোনিধিকুম্ভসম্ভব-মুনিঃ” ইত্যাদি বিশেষণে বিশেষিত হইলেও তৎকালে বঙ্গভূমি বৌদ্ধপ্রভাবশূন্ত হইতে পারে নাই। এই সময়ে বহুসংখ্যক বৌদ্ধাচাৰ্য্য হরিবর্মদেবের অধিকারে বাস করিতেছিলেন, তিব্বতের তেক্ষুর গ্রন্থে তাহার উল্লেখ আছে । হরিবন্মের সমসাময়িক বৌদ্ধাচাৰ্য্যগণের হস্তলিখিত ব রচিত বহু গ্ৰন্থ নেপাল হইতে বাহির হইয়াছে । রাজা শ্ৰীচন্দ্ৰদেব কত দিন রাজত্ব করিয়াছিলেন তাহ! সঠিক জানিবার উপায় নাই। সমসাময়িক ঘটনাবলী আলোচনা করিলে মনে হয় চন্দ্রবংশ চন্দ্রদ্বীপে এবং বৰ্ম্মবংশ বঙ্গে একই সময়ে রাজত্ব করিতেছিলেন । রাজন্তকাণ্ডে লিখিয়াছ, চন্দ্রবংশের প্রভাব খৰ্ব্ব করিয়! আবার বৰ্ম্মবংশের অভু্যদয় হইয়াছিল । হরিধৰ্ম্মদেবের বৈমাত্রের ভ্রাতা জাতবৰ্ম্মার পুত্র সামলবৰ্ম্মা বিক্রমপুর অধিকার করেন । কিন্তু এক্ষণে হরিবর্মদেবের তাম্রশাসনের লিপি প্রণালী iবশেষরূপে পরীক্ষা করিয়া দেখা যাইতেছে হরিধৰ্ম্মার তাম্রশাসনে তাহার পিতার নাম BBBBS BB BBBBBB BBBBB BBBBBB BBB BB BBBB BBBB BBBBS এ অবস্থায় হরিবর্ম ও সামলবৰ্ম্মার কোন সম্বন্ধ স্থচিত হইতেছে না । বৈদিক কুলপঞ্জীর মতে ৯৯৪ শকে ( ১০৭২ খৃষ্টাব্দে ) সামল স্মার অভিষেক । শাকুনসত্রোপলক্ষে ১০ ১১ শকে ( ১০৭৯ খৃষ্টাব্দে ) তিনি শুনকগে। এীয় যশোপরমিশ্রকে আনাইয়া ছিলেন । বহুবার লিখিয়াছি রাঢ়বঙ্গের ইতিহাসে ৯৯৪ শকাঙ্ক স্বর্ণক্ষরে লিখিত হইবার যোগ্য । এই সময়ে পূৰ্ব্বোক্ত দেবগ্রাম-প্রতিবদ্ধ বিক্রমপুরে মহারাজ বিজয়ুসেন গোড়াধিপরূপে এবং ব্ৰহ্মপুত্রBBBBBBBB BBBBB BBBB BBBBBS BBBBBBB BBBB BBBBBBB S উfঃাদের অভিষেককালে উভয় বিক্রমপুরেই বহু সজ্জনের শুভাগমন হইয়াছিল। এই সময়ে উত্তর রাঢ় হইতে বহু শ্রেষ্টব্রাহ্মণ ও কায়স্ক উভয় রাজসভায় আহত হইয়াছিলেন। তন্মধ্যে ীেকালীন সোমঘোষবংশীয় মকরদ ঘোষ, বিশ্বামিত্র মুদৰ্শন মিত্রবংশধর কালিদাস মিত্র, নীেগণ্য পুরুষোত্তম দত্তবংশধর এবং গোড় হইতে দশরথ বস্তু আসিয়। রাজ বিজয়দেনের সভায় উপস্থিত হইয়াছিলেন। ঐ সময়ে বিরাট গুহের আগমনের কথা কীৰ্ত্তিত ইয়াছে। কিন্তু "সামরিক ঘটনা ও গুহুবংশের ইতিহাস আলোচনা করিলে মনে হয় বিরাটগুহ রাজা বিজয়