পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G8 বঙ্গের জাতীয় ইতিহাস [ চতুর্থ অধ্যায় । আসি এইরূপে গৌড় অধীপে আদিশূর সিংহদ্বারে । দ্বি আগমন দেখি সৰ্ব্বজন কহুেত রাজার তরে ॥ শুন অপরূপ দেখিলাম ভূপ কোলাঞ্চ দিঞ্জের ঠাট । চলে দ্বিজগণে বৃষ আরোহণে ধূলায় পুরিয়া বাট ॥ শরাসন বাধা চক্ষে লাগে ধাধা মোজা যে যুগল পায় । অসি চৰ্ম্ম সাথে পাগ আছে মাথে দেণশীল। পাসরি গায় ॥ ব্ৰহ্মচারী প্রায় দেখিলাম রায় আশায় বুঝিতে নারি । ভগবান বস্ত্র তরকোচ অস্ত্র দাড়ি চুল নখ ভারী। কদািচারময় নাহি বুঝি প্রায় দেশাচার নাহি জানি । দ্বিজ আচরণ শুনিয়া রাজন না আইলা পুটপানি । দেখি রাজনীত বুঝিল ইঞ্জিত ফিরিতে হইল সাধ । অর্ঘ্য ছিল হাতে মল্লকাষ্ঠ মাথে রাখিলেন অণশীৰ্ব্বাদ । দেশপানে যাই অঃি বেগে ধাই উষ্মায় পূরিত দেহ। পঞ্চ মহীশূর দেখি ভয়ঙ্কর সভয়ে চমকে কেহ ॥ ং জিা স্থানে যায় অতি বেগে ধায় কহিল সকল বাণী । মল্পকাষ্ঠ মাথে অর্ঘ্য থুইয়া তাণে দেশে গেল। দ্বি-মণি ৷ মল্পকাষ্ঠ বাণী শুনি নৃপমণি কহে রাজা আদিশূরে । আগু বাড়াইয়া পদ জড়াইয়। ধর দ্বিজ কত দূরে ৷ শতে শতে যত ধীয় গতি দ্রুত কুঠার বাধিয়া গলে । রাজা আসি শষে কহে স্তুতি ভাষে দ্রুত পড়ে পদতলে ॥ আমি মূঢ়মতি, না জানি ভকতি, তুমি সে দেবের রাঙ্গ । হুর দ্বিজ উষ্ম, আমি হয় ভষ্ম, এহেন নহিবে কাজ । দ্বিজবর কয় শুন সদাশয় ব্রাহ্মণ কেf tঞ্চদে শী । আনি দ্বিজগণ কর বিড়ম্বন কি হেতু মন বাসী । দেশাচার ধর অবধান কর গুন তে গৌড়ের রায় । দেখ যে এমন মোর। পঞ্চ জন যোদ্ধা দ্বিজ বেশ প্রায় ! ব্ৰহ্মচারী জানি পঞ্চ দ্বিজমণি বৃষ আরোহণে স্থির । শরেতে শ'পেতে ছুবন দ হতে পারি এক দ্বিজৰাঁর । রাজা বলে বাণী মিথ্যা নহে জানি অসাধ্য তোমার নয় । তব আশাঁধিয়ে মল্ল কাষ্ঠ জীয়ে দেখি মনে লাগে ভয় | হেন অপরূপ দেখিলেন ভূপ সঙ্গে শূদ্র পঞ্চজন । যোদ্ধ বেশ ধন্ত সাথে করি পুণ ফিরে এই মনে লয় ।