পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (কায়স্থ কাণ্ড, ষষ্ঠাংশ, দক্ষিণরাঢ়ীয় কায়স্থ কাণ্ড, প্রথম খণ্ড).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অপ্রাচীন কুলগ্রন্থ ] দক্ষিণকান্ত্রীক্স কাশ্লস্থক$গু NNరి সেনের ব্রহ্মগ্রাম, দেবের চিত্রপুর, সিংহের সিংহপুর, দাসের হরিপুর ও চন্ত্রের পাণিহাটী বাসস্থান নির্দিষ্ট ছিল । চক্রবংশ অল্পদিন পরেই পূৰ্ব্ববঙ্গে গিয়া আধিপত্য বিস্তার করেন। গুহুবংশ তৎকালে ভাস্করবর্মীর অধীনে কলিঙ্গে আধিপত্য করিতেছিলেন । রাঢ়ে কর্ণসুবর্ণে ভাস্করবর্শ্বর সভায় যে গুহুবংশধর উপস্থিত হইয়াছিলেন, "জিজ্ঞাসার পুথিতে তাহার সম্বন্ধে লিখিত আছে— গুহে বোলেন মহারাজ করি নিবেদন। এক পিতার ঘরে পুত্র হইলাম দশজন ॥ কি কারণে বিধি মোরে করিলেন স্বজন । জ্ঞাতি জনে উপহাস করে সৰ্ব্বক্ষণ ॥ আমার উপায় কিবা কহ মহারাজ । কণর সঙ্গে গিয়া আমি করিব সমাজ ॥’ অপরাপর কুলগ্রন্থে গুহ ‘রাজার কুমার’ বলিয়া পরিচিত হইয়াছেন, কিন্তু সেখানে সেরূপ কোন পরিচয় নাই । ইহাতে মনে হয়, এই গুহুবংশ জ্ঞাতিবিবাদে বিরক্ত হইয়া রাঢ়ের রাজসভায় আগমন করেন । বঙ্গে দুই প্রকার গুহের বাস দেখা যায়—কাশুপ ও কবিষ গোত্র । জিজ্ঞাসাপুথির গুহ কোন গোত্র ঠিক বুঝা গেল না। তবে জিজ্ঞাসার পুথিতে যে ধেীকালিন, ভরদ্বাজ, গৌতম, আলিম্যান ও বাৎস্ত এই পঞ্চ গোত্র পাইতেছি উক্ত ১০ ঘরেই এই পঞ্চ গোত্রের মধ্যে হইতে পারেন । সুতরাং উক্ত ১• ঘরের মধ্যে ঘোষের সেকালিন, বহর গৌতম, দত্ত ও দেবের ভরদ্বাজ, দাস ও চন্দ্রের কাপ্তপ, সেনের অালম্যান ও সিংহের BBB BB BBB BBS BBBB D BBBSBB BBBB BBBB BBBB BBBB BBBB গোত্র প্রচলিত থাকিলেও জিজ্ঞাসা বর্ণিত মৃত্যুঞ্জয় মিত্রের কোন গোত্র ঠিক জানা গেল না। উক্ত জিজ্ঞাসা’ পুথির মতে, সৰ্ব্বজ্যেষ্ঠ বা সৰ্ব্বশ্রেষ্ঠ হইতেছেন নারায়ণ দত্ত, তৎপরে মহানাদ ঘোষ, মৃত্যুঞ্জয় মিত্র প্রভৃতি মোট দশজন। সুতরাং আধুনিক কুলগ্রন্থ সমূহে পঞ্চ ব্রাহ্মণের সহিত জড়াইয়া যে পঞ্চ কায়স্থের নাম করা হইয়াছে, তাহীদের সহিত ১ম আদিশূর মহারাজ তাস্করবৰ্ম্মার সভায় প্রতিষ্ঠিত উক্ত ১০ জনের কোন সম্বন্ধের সন্ধান পাওয়া যায় নাই। তবে অতি পূৰ্ব্বকালে রাঢ়দেশে ব্রাহ্মণ ও কায়স্থ প্রতিষ্ঠার কথা যাহ। ৩য় ও ৪র্থ কুলগ্রন্থের প্রসঙ্গে বর্ণিত হইয়াছে, তাহ সেই মুদূর অতীত ঘটনার বিকৃত প্রতিধ্বনি মাত্র । উদ্ধত কুলকারকার ৫ম প্রস্তাবে দেখা যায়, ভট্টনারায়ণ, দক্ষ, বেদগৰ্ভ, শ্ৰীহরি ও ছান্দড় এই পঞ্চ বিপ্র ‘বঙ্গবাহিনী বলিয়া পরিচিত হইয়াছেন । এই প্রসঙ্গে পঞ্চ বিপ্রের সহিত পঞ্চ কায়ন্থের বঙ্গ গমনের এবং বড়গঙ্গা বা পদ্মার প্রসঙ্গ রহিয়াছে । এবং ৭ম প্রস্তাবে মকরন প্রভৃতি ২৭ জন কায়স্থবীজীর আদিশূরের নিকট যে ২৭ খানি গ্রাম লাভের কথা আছে, ঐ সকল গ্রামের অধিকাংশের বর্তমান অবস্থান ঠিক করা যায় নাই। তন্মধ্যে রাজাপুর ও সিংহপুর রাঢ়ে হুগলী জেলায়, নদীগ্রাম উত্তরবঙ্গে এবং স্বর্ণগ্রাম বা সোনারগা পূৰ্ব্ববঙ্গে হইতেছে। ঘটকরাজের বদল কুলজীমতে উক্ত ২৭ খানি গ্রাম রাজা বল্লালসেন ২৭ ABB BBBB DD DB BBBBBB SSS BB DDD DBBBD g BDD BBB (*) রাজষ্ঠকাও, ৩৩• পৃষ্ঠ ভ্রষ্ট ।