পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y S e বঙ্গের জাতীয় ইতিহাস [ दशैं-कौ७ ।। ছিল । শ্রমজীবিদিগের পারিশ্রমিকের হার নিৰ্দ্ধারণ ; উপযুক্ত পারিশ্রমিক পাইয়া যাহাতে ইহার উপযুক্ত ভাবে কাজ করে, তাহার তত্ত্বাবধান এবং যাহাতে কারিকরের খাটি জিনিষ প্রস্তুত করে, তাছা দেখিবার ভার—এই সকল বিভাগের হাতে সমৰ্পিত ছিল । শিল্পী ও কারিকরদিগকে এক প্রকার রাজারই কৰ্ম্মচারী বলিয়া মনে করা হইত । যদি কেহ হস্ত কি চক্ষু নষ্ট করিয়া কোন কারিকরের কার্য্যসাধনের ব্যাঘাত জন্মাইত, তবে তাহার প্রাণদণ্ডের ব্যবস্থা ছিল। চন্দ্রগুপ্তের সঙ্গে অনেক বৈদেশিক রাজ্যের সংশ্ৰব ছিল। কার্য্যোপলক্ষে অনেক বিদেশীয় আসিয়া পাটলিপুত্রে বাস করিতেন। ইহা ছাড়া বিদেশপৰ্য্যটনে DDt tgSDDDDDS DDD BBBB DD BB DBB BBB BBB নিগঃ ভাৰখন। উপস্থিত হইতেন। দ্বিতীয় বিভাগের কৰ্ম্মচারিগণ বিশেষ যত্নসহকারে তাহাদিগের তত্ত্ব লইডেন। স্বধু তাহাই নহে, তাহাদিগকে উপযুক্ত বাসস্থান ও অনুচর সংগ্রহ করিয়া দিতেন এবং আবশ্বক হইলে, যাহাতে তাহদিগের স্বচিকিৎসা হইতে পারে, তাহারও ব্যবস্থা করিতেন। কোন বৈদেশিকের মৃত্যু হইলে, যথারীতি র্তাহাকে সমাধিস্থ করা হইত এবং এই বিভাগের কৰ্ম্মচারীরা তাহার পরিত্যক্ত দ্রব্যাদি বিক্রয় করিয়া, বিক্রয়লব্ধ অর্থ তাহার উত্তরাধিকারীর নিকট পঠাইয়া দিতেন। সরকারের অবগতির জন্য এবং করস্থিরীকরণের সুবিধার জন্য বিশেষ সতর্কত। फुडो डिाण ७ श्रृश्वलाब्र गप्त्र पिरे विडाण श्रेष्ड अद्मश्रृङ्काब्र छानिक দয়নি। প্রস্তুত করা হইত। .يم বাণিজ্যের তত্ত্বাবধান ও শৃঙ্খলাস্থাপনের ভার চতুর্থ বিভাগের উপর ন্যস্ত ছিল। যাহাতে উপযুক্ত লাভে বাণিজ্য जा-अिग्न বিক্রয় হয় এবং যাহাতে নৰবিয়া সরকারপ্রবর্তিত বাটখারা এবং পরিমাণ ব্যবহার করে, বাণিজ্যব্যাপার। সেই বিষয়ে এই বিভাগের রাজপুরুষগণ বিশেষ সতর্কত। অবলম্বন করিতেন। ব্যবসায়ীদিগকে, সরকারের একটা নিদিষ্ট শুষ্ক দিয়া ব্যবসায় করিবার অনুমতি লইতে হইত। যাহার একাধিক দ্রব্যের ব্যবসায় করিত, তাহাদিগকে নির্দিষ্ট শুষ্কের দ্বিগুণ প্রদান করিতে হইত। পূর্ব অধ্যায়ে এই বিভাগের বিশদ পরিচয় লিপিবদ্ধ হইয়াছে। f উপরোক্ত রূপ প্রণালীতে শিল্পজাত দ্রব্যাদিরও তত্ত্বাবধান চলিত। যাহাতে, ●धषम दिछtर्भ-fलब्रकलt !