পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8● বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈগু-কাও ৷ লেন যে, এতদিন যাহার ভূদেব বলিয়া পুঞ্জিত হইয়া আসিতেছিলেন, কয়েক বৎসরের মধ্যেই তাহাদিগকে তিনি মিথ্যা বা অপ্রাকৃত বলিয়া প্রতিপন্ন করিয়াছেন, যাহাদিগকে ভোজন করাইলে শত শত পাপ ক্ষয় হয়, তাহাদিগের সম্বন্ধে একজন অব্রাহ্মণ রাজার এত বড় আম্পৰ্দ্ধার কথা কি আর সহজে উপেক্ষিত হয়। ব্রাহ্মণের মৌর্য্যবংশধ্বংসের জন্য বন্ধপরিকর হইলেন । কিন্তু য দিন পর্য্যন্ত দোদণ্ডপ্রতাপ অশোক জীবিত ছিলেন, ততদিন আর র্তাহারা উচ্চবাচ্য করিতে সাহসী হইলেন না। কিন্তু তাহার মৃত্যুর পরে যখন হীনবল মৌর্য রাজগণ সিংহাসনের শোভাস্বরূপ বিরাজ করিতে লাগিলেন, তখন র্তাহার মৌর্য্যরাজের প্রধান সেনাপতি পুষ্যমিত্রকে রাজত্বের লোভ দেখাইয়া রাজার বিরুদ্ধে উত্তেজিত করিয়া তুলিলেন । পুষ্যমিত্র বৌদ্ধদ্বেষী ও পরম বাহ্মণভক্ত। কৌশলে সিংহাসন হস্তগত করিবার পরামর্শ হইল। তখন গ্ৰীকের আসিয়া মধ্যে মধ্যে পশ্চিমপ্রান্ত আক্রমণ করিতেছিল। একবার তাহাদিগকে পরাজিত করিয়া পু্যামিত্র যখন পাটলিপুত্রে ফিরিয়া আসিলেন, তখন মৌর্য্যাধিপ বৃহদথ তাহার অভ্যর্থনাথ নগরের বাহিরে এক বিরাট সৈন্য প্রদর্শনীর ব্যবস্থা করিলেন । উৎসবের মধ্যে কেমন করিয়া কাহার একটি শর যাইয় রাজার ললাটে পদ্ধ হইল, তৎক্ষণাৎ তিনি মৃত্যুমুখে পতিত হইলেন। ব্রহ্মণ}ধৰ্ম্মের ভক্তসেবক পুষ্য মিত্র এই ভাবে মৌর্য্যবংশের ধ্বংস সাধন করিয়া ভারতের সিংহাসনে উপবেশন করিলেন । ইহার অব্যবহিত পরেই পূর্ব ব্রহ্মণ্যধর্মের প্রক্রিয়া আরম্ভ হইল। যেখান হইতে অহিংসা-ধৰ্ম্ম ৰিঘোষিত হইয়াছিল, পুষ্যমিত্র অশোকের রাজধানী সেই পাটলিপুত্রের বুকের উপর বসিয়া এক বিরাট, অশ্বমেধযজ্ঞের অনুষ্ঠান করিয়া অহিংসাধৰ্ম্মের বিরুদ্ধে ঘোষণা করিলেন। তঁহার জননী প্রতিমাসে বিষ্ঠাচাৰ্য্য ত্রাগণদিগকে ৮০০ শত সুবর্ণমুদ্র দান করিতে গিলেন। এই ভাবে ধৰ্ম্মের সংঘর্ষে মৌর্য্যবংশ উৎসাদিত হইল, শুঙ্গবংশ প্রতিষ্ঠার সঙ্গে ব্রাহ্মণগণ পুনরায় সমাজের, ধৰ্ম্মের এবং আচার ব্যবহারের নেতা হইয়! রঞ্জাকে উপদেশদানে পরিচালিত করিতে লাগিলেন । - কোন সময়ে মৌর্য্যবংশ ধ্বংস হয়, তাই ঠিক জানা যায় নাই, অধিকাংশ পুরাণের মতে গৌর্যবংশ ১৩৭ বৎসর রাজত্ব করেন। এরূপ স্থলে ২৩৫খুঃ পূঃ অরে মৌর্য্যবংশের অবস্থান হইয়া থাকিবে । ইহার পরে শুঙ্গমিত্রবংশের অভু্যদয়। এই ংশের বংশধরেরা শাকী ব্রাহ্মণ ছিলেন । সুতরাং ব্রাহ্মণপ্রাধান্য প্রতিষ্ঠায় ইহা বের যথেষ্ট লক্ষ্য ছিল । ব্রহ্মাণ্ডপুরাণমতে পুষ্যমিত্র তদুবংশ ১৪৭ বর্ষ রাজ্যভোগ