পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$6 ఫి বঙ্গের জাতীয় ইতিহাস [દેવજી-દ હ ! খোদিত র্তাহার যে লিপি আবিষ্কৃত হইয়াছে, তাহাতে এইরূপ ঃিখিত আছে যে বঙ্গদেশে যুদ্ধ করিবার সময় তিনি সমবেত শক্রবর্গকে সম্মুখ সংগ্রামে পরাজিত ও নিহত করিয়াছিলেন। উক্ত স্তস্তলিপি হইতেই জানা যায় যে তিনি সিন্ধুনদের সপ্তমুখ অতিক্রম করির বহিলীক জাতিকেও পরাজিত করিয়াছিলেন । তিনি যখন সিংহাসনে আরোহণ করেন, তখনও আরবসাগরধোঁত ভারতের পশ্চিম উপকূলে স্বরাষ্ট্র বা কাঠিয়াবাড় প্রদেশে শকজাতি রাজত্ব করিতেছিলেন। বহু শতাব্দী ধরিয়া তাহার এই শাসন দণ্ড পরিচালনা করিয়া আসিতেছিলেন । প্রথমে চন্দ্রগুপ্ত মালব এবং গুজরাট জয় এবং আপনার শাসনভুক্ত করিয়া স্বরাষ্ট্র রাজ্যে উপনীত হইলেন ; স্বরাষ্ট্ররাজ শকক্ষত্রপ রুদ্রসিংহের ক্ষমতা এবং প্রতাপও বড় সামান্য ছিলনা। কেবল স্বরাষ্ট্র নহে, মালব, কচ্ছ, সিন্ধু, কোঙ্কণ এবং পশ্চিম ভারতের অন্যান্য অনেক প্রদেশেও উহার অধিকার প্রসারিত হইয়াছিল । স্বরাষ্ট্ররাজের সঙ্গে ২য় চন্দ্রগুপ্তের প্রায় ৭ । ৮ বৎসরব্যাপী যুদ্ধ চলিয়াছিল। ঐতিহাসিকগণ নিৰ্দ্ধারণ করিয়াছেন ৰে ৩৮৮ খৃঃ অব্দে এই যুদ্ধ আরম্ভ এবং ৩৯৫ খৃঃ অব্দে ইহার মনসান হয়। ৰছ অর্থ ব্যয় এবং লোক ক্ষয়ের পরে চন্দ্রগুপ্ত এই বিস্তীর্ণ রাজ্য আপনায় শাসনভুক্ত করিতে সমর্থ হইয়াছিলেন। এই সময়ে স্বরাষ্ট্ররাজের হত্য সম্বন্ধে এইরূপ একটি প্রবাদ প্রচলিত আছে। রুদ্রসিংহ কোন পরকীয়া রমণীভে আসক্ত হইয়াছিলেন । তাহ জানিতে পারিয়া চন্দ্রগুপ্ত পেই রমণীর ছদ্মবেশ পরিরা তাহার প্রাণসংহার করেন । ইহার মূলে কতটা ঐতিহাসিক সত্য আছে, তাছা নিৰ্দ্ধারণ করা অসম্ভব । স্বরাষ্ট্র ও মালন প্রকৃতি প্রদেশ অধিকার করিয়া চন্দ্র গুপ্ত-বিক্রমাদিত্যের সঙ্গে য়ুরোপীয় ৰশিৰুদিগেরও পরিচয় সংস্থাপিত হয় । কারণ ৰাণিজ্য উপলক্ষে প্রায়ই উহারা ভারতের পশ্চিম কূলে ৰাতায়াত করিতেন । তাহদের সংস্রবে বহির্বাণিজ্যের পথ উন্মুক্ত হওয়াতে গুপ্তসাম্রাজ্যের অনেক প্রবৃদ্ধি হইয়াছিল। নিজে পরমবৈষ্ণব হইলেও ২য় চন্দ্র গুপ্ত বৌদ্ধ এবং জৈনদিগের প্রতি কোন প্রকার অত্যাচার বা অসন্মান প্রদর্শন করেন নাই। প্রায় চল্লিশ বৎসর রাজত্ব করিবার পরে ৪১৩ খৃঃ জন্মে তাছার মৃত্যু হয়। র্তাহার মল্লযোদ্ধার মুক্তিবিশিষ্ট বহু মুদ্র প্রচারিত হইয়াছিল। . - তাহার রাজত্বের শেষভাগে, প্রায় ৪০১ খৃষ্টাব্দে, চীনদেশীয় পরিব্রাজক ফা-হিএন বৌদ্ধধৰ্ম্মের গ্রন্থ \8 প্রবাগদি সংগ্ৰহ করিবার উদেশ্ব ভারতবর্ষে জামিয়।