পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

•न w११ । ] বৈশ্ব-সাম্রাজ্য } & Go: অমুচরবগ ব্যতীত এখানে প্রায় কেহই বাস করিতেন না । কচিৎ কখন যে সকল ধৰ্ম্মপিপাসু তীর্থপর্যটক এই সকল পবিত্র স্থান পরিদর্শন করিতে আসিতেন, তাহাদের প্রদত্ত অর্থে কোন প্রকারে সেই ভিক্ষুদিগের জীবনযাত্রা নির্বাহ হইত । গয়া এবং বোধ-গয়ার অবস্থাও বড়ই শোচনীয় হইয়া পড়িয়াছিল । গয়ার লোকের মুখ দেখা একপ্রকার অসম্ভব হইয়া উঠিয়াছিল, আর বোধ-গয়ার চতুর্দিক ভীষণ অরণ্যানীতে পরিণত হইয়াছিল। হিমালয়ের প্রত্যন্ত প্রদেশের যে স্থানে খৃঃ পূঃ পঞ্চম ষষ্ঠ শতাব্দীতে লোকে লোকারণ ছিল,এখন সেই বিস্তীর্ণ প্রদেশ প্রায় বিজন বনে পরিণত হইয় পড়িয়ছিল। আর রাপ্ত জলবিধৌত স্ববৃহৎ শ্রীরস্তীনগরীরও প্রায় এইরূপ দশাই হইয়াছিল ; এখানে তৎকালে মাত্র দুইশত লোক বাস করিতেছিল । o ভাবতের সিংহাসনে ব্রাহ্মণধৰ্ম্মনিষ্ঠ বৈশ্বরাজ স্বপ্রতিষ্ঠিত থাকিলেও, বৌদ্ধ ধৰ্ম্মের প্রভাব একেবারে বিলুপ্ত হয় নাই। ফা-হিএন বরং লিখিয়া গিয়াছেন যে, মথুরা প্রভৃতি অঞ্চলে লোকের দৃষ্টি এই ধৰ্ম্মের দিকে ক্রমশঃই অধিকতর আকৃষ্ট হইতেছিল। মধুরা এবং ইহার পাশ্ববৰ্ত্তী প্রদেশে তিনি যে বিংশতিটি বৌদ্ধসঙ্ঘারাম দেখিয়াছিলেন, তাহাতে অনুন তিন সহস্ৰ বৌদ্ধ বাস করিতেছিলেন l আর সিন্ধুনদী হইতে মথুরা আসিবার পথে তিনি যে সকল সঙ্গারায় দেখিয় আসেন, তাহাতেও হাজার হাজার বৌদ্ধভিক্ষু বাস করিতেন । . . . . . . বহুকাল হইতেই পাটলিপুত্র ভারতবর্মের রাজধানী বলিয়া កផ្ស ছিল । গুগুবংশের প্রতিষ্ঠাত চন্দ্রগুপ্তও এখানে বসিয়াই রাজ্য শাসন করিতেন। সমুদ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়েও ইহাই রাজধানী বলিয়া পরিগণিত ছিল । কিন্তু তাহদের সময়ে সাম্রাজ্যের মায়তন অনেক বিস্তৃত হইয়া পড়িয়াছিল বলিয়া পাটলিপুত্রে থাকিয় রাজ্য শাসন করা কিঞ্চিৎ অস্থবিধাজনক হইয়া পড়ে। এই জন্য তাহারা অনেক সময়ই অ্যান্য স্থানে বাস করিতে আরম্ভ করেন। রামের রাজধানী অযোধ্যায় যে তাছার উভয়েই কোন কোন সময় কাটাইতেন, ইহার পরে পঞ্চম শতাব্দীর শেষ । # তাহt র বেশ প্রমাণ পাওয়া যায় । নগরীই ভারতবর্ষের রাজধানীতে পরিণত হইয়াছিল। সময় সময় সম্রাট গিয়া অন্যত্র বাস করিতে স্কন্দগুপ্ত ও নরসিংহগুপ্ত-বালাদিত্যের 砂 স্থানান্তরিত হইলেও ষষ্ঠ শতাব্দীতে:হুণদি

  • % ད།ཕབ་ ཟ, ། 器 অযোধ্যায় গের আক্রমণের পূর্ব পর্যন্ত পাচলি