পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४म अ१५ । ] বৈশ্ব-সাম্রাজ্য శ్రీతి যদিও এই অপ্রাচীন শিলালিপির কথা সব ঠিক মহে, তবে এই মাত্র অনুমান করা যাইতে পারে, যে যৎকালে ঐশিলালিপি উৎকীর্ণ হয়,ক্ষিণ এরূপ প্রবাদ ছিল যে রাজা আদিত্যসেন দক্ষিণাঞ্চল হইতে কোন সময়ে ; 德 আগমন করেন । সস্তবতঃ মালবদেশ হইতে তিনি আসিয়া থাকিবেন-মালবদেশে প্রধানতঃ মালবসম্বৎ প্রচলিত ছিল, আদিত্যসেনও আপনার পূর্বপুরুষগণের প্রথানুসারে বোধ হয় মালবসম্বওই গ্রহণ কবিযাছিলেন । এই কারণে ৬৬৬ সম্বংকে মালবসম্বং বলিয়া গ্রহণ করিলাম । তাহা হইলে তিনি ৬ খৃষ্টাব্দে মগধে রাজত্ব করিতেছিলেন। পূর্বেই গুগুসমাষ্ট্রগণের সম্বন্ধে লিখিত হইয়াছে যে ২য় কুমারগুপ্ত ৫৩৫ খৃস্টাব্দের সময়ে বাজত্ব করিয়াছিলেন, পরে মগধ সম্ভবতঃ যশোধৰ্ম্ম অথবা অপর কোন মোখবিরাজের অধিকারভূঁঞ্জ হয়। তৎপরে হর্ষদেবের অধিকার কালে আদিত্যসেন অথবা তৎপিতা মাধৰগু 懿 হর্ষের সাহায্যে ) মগধ অধিকার করিয়া রাজপদে অভিষিক্ত হইয়াছিলেন: ২য় জীবিতগুপ্তের শিলালিপিতে আদিত্যসেনবংশীয় রাজগণেরষ্ঠ এইরূপ বংশাবলী পাওয়া যায়— ಕ್ಲ মাধবগুপ্ত ও শ্ৰীমতীর পুত্ৰ শ্ৰী আদিত্যসেনদেব, তৎপুত্র কোণদেরীগর্ভজাত মহারাজাধিরাজ দেলগুপ্ত, তৎপুত্ৰ কমলদেবীর গর্ভজাত মহারাজাধিরাষ্ট্রফুিগুপ্ত, তৎপুত্র ইজ্যাদেীর গর্ভজাত মহারাজাধিরাজ ২য় জীবিতগুপ্ত। . 奪 মন্দরগিরি হইতে প্রাপ্ত শিলাফলকে আদিত্যসেনেব পবমভট্টারক মীজাধি রাজ উপাধি দেখিয়া ফ্লিট প্রভৃতি প্রত্নত্বববিদগণ অনুমান করেন: (২য়) জীবিতগুপ্তের শিলালিপিতে উক্ত 'ধি না থাকায় স্পষ্টই জা যে আদিত্যসেন মহারাজাধিরাজ উপাধিধারণ সমর্থ হন নাই । তৎপরে শ্ৰীহৰ্ষদেবের মৃত্যুর পরে তৎপুত্র দেবগুপ্ত এই উচ্চউপাধি ছিলেন। বোধ হয় এই দেবগুপ্তের সময়ে মন্দরগিরির শিলালি হইয়া থাকিবে । (৫) শাহাবাদ জেলার 、 শিলালিপিতে পুৰ্ব্বপুর যদিগের বর্ণনায় 4 भवंभूयसंyॐडे भ*५ छद्र गक्रिग्रांश्एिलन ।