পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস { বৈশ্ব কfগু سوائلي لا পাওয়া পিয়াছে, তাহীতে রথের উল্লেখ নাই । সিংহাসনে আরোহণ করিবার পরে, তাহার ৫০০০ গজারোহী, ২০০০০ অশ্বারোহী ও ৫০০০০ পদাতিক ছিল । ভগিনীর উদ্ধার সাধিত হইলে হৰ্ষবৰ্দ্ধন ভারতের একচ্ছত্র সম্রাটু হইবার অভিপ্রায়ে এই বিরাটু বাহিনী লইয়া দিগ্বিজয়ে বন্তির্গত হইলেন। চীনপরিব্রাজক হিউএনসিয়ং বলেন যে প্রথম ৫৭ বৎসরের মধ্যে র্তাহার জিগীষার কিছুতেই পরিতৃপ্তি হইলুন। মুহুর্যের জন্য ও সৈন্তাগণ যুদ্ধবেশ পরিত্যাগ করিতে পারিত না । এইভাবে এই অল্প সময়ের মধ্যেই তিনি সমগ্র উত্তর-পশ্চিম প্রদেশ আপনার অধিকারভুক্ত করিয়াছিলেন। বাঙ্গালারও অনেক অংশে এই সময়েই উহার অধিকার বিস্তৃত হইয়াছিল বলিয় মনে হয়। রাজ্যঞ্জয় করিবার তাহার এত স্পৃক্ষ বাড়িয়াছিল যে ক্রমশঃ সৈন্য বল বৃদ্ধি করিতে করিতে অবশেষে তিনি ৬০০০০ গজারেী এবং ১০ ০০ ০০ অশ্বারোহী সমবেত করিতে সমর্থ হইয়াছিলেন । উহার সুদীর্ঘ রাজত্বকালের মধ্যে তিনি পতৃ রাজ্য জয় করিয়াছিলেন । যুদ্ধে ষ্ট্রেরাজাই তাহার বিরুদ্ধে দণ্ডায়মান হইয়াছেন, তাহীকেই পরাজয়স্বীকার করিতে"ইয়াছে। কিন্তু একটি মাত্র যুদ্ধে তাঙ্গাকে ও একজন পরাজিত করিয়াছিলেন। সেই মহাবীবের নাম ২য় পুলিকেশী, তিনি চালুক্য বংশীয়, এবং উত্তর ভারত্বে হর্ষবৰ্দ্ধনের যেরূপ প্রভুত্ব ছিল, দক্ষিণভারতে র্ত হার ও সেইরূপ প্রভুত্ব ছিল। এমন একজন প্রবল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বাছ বাছ সেনাপতি ও সৈন্য সাম স্ত লইয়া হৰ্ষবৰ্দ্ধন স্বয়ং যুদ্ধ চালাইতে অগ্রসর হইলেন । কিন্তু পুলিকেশী সত্যা - শ্ৰয় মৰ্ম্মদীতীরে এমন সুদৃঢ় ও সুরক্ষিত ভাবে অবস্থিতি করিতেছিলেন যে কিছুতেই আর্য্যাবৰ্বেশ্বব উহাকে পশ্চাৎপদ করিতে পারিলেন না । এই সময়ে নৰ্ম্মদানী উভয় সম্রাটের সাম্রাজ্যসীমা বলিয়। স্থির হইল । কোন প্রকারে भने বড়াইয় শ্ৰীহৰ্ষকে নিজ রাজধানীতে ফিরিয়া আদিতে হইল। ডাক্তার ੇ ੬ ਦ੍ਰਿ o রও কাহাব ও মতে এই যুদ্ধ ৬০৯ কি ৬১ খৃঃ অব্দে সংঘটিত হইয়াছিল । ੋਲ জান:গিয়াছে যে তৎকালে হর্ষ উত্তর-ভারতবিজয়ে ব্যাপৃত ছিলেন। কেহ cు খৃঃ অবদই দুই মহাপীরের সমরকাল নিৰ্দ্ধারণ করিয়াছেন । বলম্বীশে দ্বিতীয় ধ্রুপসেন (প্রলভট) তখনও স্বাধীনভালে রাজদণ্ড পরিচালনা করিতেছিষ্ট্রে রাজ্যলোলুপ হর্ষবৰ্দ্ধন তাহাকে আক্রমণ করিয়া পরাজিত করিলেন । ബ ಶ್ಗ তুরোঢ়ের অধিপতির আশ্রয় লইলেন । ইহার পরে নিজেস্তশিষ্ট্ৰঞ্জী:মেসিন্ধান হয়, তদনুসারে তিনি হৰ্ষবৰ্দ্দনের