পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ዓ8 বঙ্গের জাতীয় ইতিহাস [শৈশু-কাও ৷ প্রায় তিন শত বর্ষ কাল আধিপত্য করিলার পর কিরূপে গুপ্তসাম্রাজ ধ্বংস হইল, তাহ বাস্তৰিক চিন্তার বিষয়। খৃষ্টীয় ৫ম শতাব্দীর মধ্যভাগ পৰ্য্যং গুপ্ত; .সম্রাটগণ নির্বিবরোধে অদম্য প্রভাবে শাসন বিস্তার করিয়া' ছিলেন, তাহদের প্রতিকূলে অস্ত্ৰধারণ করিবার কাহারও প্লুমগ্র আর্য্যবৰ্বে ব্রাহ্মণপ্রাধান্তই প্রতিষ্ঠিত ছিল এবং ব্রাহ্মণটুিগণ ব্রহ্মণ্যধৰ্ম্মবিস্তারে বিশেষ মনোযোগী ছিলেন। কিন্তু ৩য় পাদে সম্রাট স্কন্দগুপ্ত যখন পেশাবর হইতে সুপ্রসিদ্ধ ৰন্ধুকে নিজ সভায় আহবান করিয়া রাজসম্মানে ভূষিত ও বৌদ্ধগুঞ্জীপ্ৰকাশ করিলেন, তখন আবার ব্রাহ্মণসমাজ বিচলিত হইলেন। যে পুষ্যমিঞ্জদিন মৌর্য্যবংশ ধ্বংস করিয়া ব্রাহ্মণপ্রাধান্য প্রতিষ্ঠা করিয়াছিলেন, আবার প্রাণসম্রাজ সেই পুষ্যমিত্রবংশের শরণাপন্ন হইলেন । পুষ্যমিত্রগণ এই অস্ত্ৰধারণ করিয়া পূর্বপ্রতিষ্ঠালাভে অগ্রসর হইলেন। প্রথমে

গুপ্ত সাম্রাজ্যের গঞ্ছন্থ দও করা: ধ, কিছুতেই ইহার অন্তথা হইবে না, এইরূপ ঘোষণা করা হইয়াছিল। বৌদ্ধধৰ্ম্মের উন্নতিসাধঞ্জেলছ তিনি আহারনিদ্র। পর্য্যন্ত ও বিস্কৃত হইয়াছিলেন । চীনসন্ত্রীটের সঙ্গে তাহার বিশেষ সম্প্রীতি ছিল। ৬৪১ খৃঃ অব্দে তিনি জনৈক ব্রাহ্মণকে চীনরাজেক্ট্রট দূতস্বরূপ প্রেরণ করিয়াছিলেন । ৬৪৩ খৃঃ অব্দে এই ব্রাহ্মণ স্বদেশে প্রত্যা বৰ্ত্তন করেী তাহার সঙ্গে একদল চীনপরিব্রাজকও এখানে আসিয়াছিলেন। ইহার ৬৪৫ খুঃ অস্ত্ৰ পূৰ্ব এদেশের নানাস্থান পৰ্য্যটন করিয়া স্বদেশে ফিরিয়া যান। যুদ্ধ । আলোচনায় যে কেবল তNার সময় অতিবাহিত হইয়াছিল, তাহা নহে। চষ্টার এবং সাহিত্যসেবায়ও তাহার তুল্য অমুরক্তি ছিল । দেশে তখন শিক্ষার যে বিশেষ আদর ছিল, তাহ নিঃসন্দেহ । ব্রাহ্মণপণ্ডিত এবং fধিবাসিগণ সাধারণতঃই অতি উচ্চশিক্ষিত লোক ছিলেন। রাজকোষ লোকদিগকে যথেষ্ট সন্মান এবং সাহায্য করা হইত। হৰ্ষবৰ্দ্ধন কেবল যে মুরাগীদিগকে মুক্তহস্তে অর্থবিতরণ করিয়া পরিতৃপ্ত থাকিতেন, তাহ জন খ্যাতনাম কবি ছিলেন। তাছার হস্তাক্ষর বড়ই সুন্দর ছিল। প্রভৃতি সংস্কৃত নাঙ্ক ঙাহার রচিত বলিয়াই সাধারণ্যে প্রচারিত।

  • **

uहे गकश ब्रांप्लेक#***** ***ললিত এবং ভাৰ সরল ও মহান।