পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>sb" বঙ্গের জাতীয় ইতিহাস [ : જી-જી! છુ পর তাহার মৃত্যু হইলে অম্বুজ আদিত্যবৰ্ম্ম অল্প বয়সেই রাজ্যলাভ করিয়াছিলেন।১৫ তৎকালে মহিষী বিজয়-মহাদেব তাহার অভিভাবক স্বরূপ রাজকর্ম্য পর্য্যালোচনা করিতে ছিলেন, কিছুকাল পরে আদিত্যবৰ্ম্মার মৃত্যু হওয়ায় বিক্রমাদিত্য সিংহসনে অভিষিক্ত হন । র্তাহার জ্যেষ্ঠ চন্দ্রাদিত্য পল্লবদিগের হস্তে উত্ত্যক্ত ও রাজ্যচু্যত হইয়াছিলেন বলিয়াই বোধ হয় । বিক্রমাদিত্যের শাসনাদিতে তাহার নাম দৃষ্ট হয় না । বিক্রমাদিত্যের রাজ্য কালীন শকচিহ্নিত কোন লিপিই এ পর্য্যন্ত আবিষ্কৃত হয় নাই । দুই একখানি যাহা ও পাওয়া গিয়াছে, তাহা ও কৃত্রিম, তবে তৎপুত্র বিনয়াদিত্যের সময়কার শক চিহ্নিত, খোদিতলিপি পাঠে জানা যায় যে, তিনি ৬০১ শকে রাজ্যাভিষি ও হইয়াছিলেন । যে বুরের শিলাফলকমতে—বিক্রমাদিত্যের পুত্রের নাম যুদ্ধমল্ল। ই হার নামস্তর বিনয়াদিত্য ৷ ই হার ৬১১ গত শকঙ্কিত তাম্রশাসনে লিখিত আছে যে, পল্লবপতি হইতে চালুক্যবংশ নিগৃহীত ও বিলুপ্তপ্রায় হইলে সেই পল্লবপতিকে বিনয়দিত্য পিতার তাদেশে বন্দী করিয়াছিলেন । এই বিনয় দিত্যের অপরাপর তামশাসনপাঠে জানা যায় যে, তিনি এক সময়ে প্রবল পরাক্রমে সমস্ত দাক্ষিণাত্যে অtধিপত্য বিস্তীর করিয়ছিলেন । খেড়া হইতে আবিস্ত ৩৯৪ (চেদি) সম্বদঙ্কিত বিজয়রাজের তাম্রশাসন, নেদারি হইতে ৪২১ ও সুরাটের ৪৪৪ (চেদি) সম্বদঙ্কি ত শিলাদি ত্য শ্রীশ্রয়ের তাম্রশাসন, বলসার হইতে সংগৃহীত ৬৫৩ শকাঙ্কিত মঙ্গলরাজের তাম্রশাসন এবং নেসারির৪৯০ সম্বদঙ্কিত পুলিকেশী-পল্লভ-জনশ্রয়ের তাম্রশাসনপাঠে বোধ হয় যে হর্মবিজেত পুলিকেশি সত। শ্রয়ের সময় হইতে এই চলুক্যবংশীয় জন কয়েক রাজা গুজরাট, অঞ্চলে রাজত্ব করিতেন । তাহদের সহিত বিখ্যাত পুলিকেশি সত্যাশ্রয় প্রভৃতিরও বিশেষ সম্বন্ধ ছিল । নাসিক জেলার নিপণ, গ্রাম হইতে প্রাপ্ত নাগবদ্ধনের তাম্রশাসন ও বিজয়-রাজের তাম্রশাসন এবং পূর্বোক্ত নেীসারি ও বলবারের ( २¢ ) SBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBBB BBKllBBBBBBBggBBBBBBBBBBB SBBBBBB BBBBBBBBBBBBBBBBS BBBBBSBm gggSggBBBBBBBBBBBBBBBBBBB BBB SSLLLLLL of the Bombay oranch Royal Asiatic Society, Vol. XVI, p. 234.)