পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ । ] বৈখ্য-সাম্রাজ্য ミ、ミQ গোত্র মানবা । ইহার অবস্থা হীন হইলেও অস্থাপি এই বংশ সৰ্ব্বলোকপ্রিয় বিষ্ণুবৰ্দ্ধন মহারাজ উপাধি ব্যবহার করিয়া আসিতেছেন । হেমচন্দ্র ও লেশাজায় তিলকগণি-বিরচিত দ্বাশ্রয়, ধৰ্ম্মসাগরগ্রণীত প্রবচনপরীক্ষা, বিচারশ্ৰেণী, রাসমাল, সোমেশ্বরকৃত কীর্বিকৌমুদী ও স্বরথোৎসব, কুমার- পালচরিত প্রভূতি সংস্কৃত গ্রস্থে অনছিলবাড়ের বিখ্যাত སྨ་ཨཱ་ཀཱ་ར་པི་ཧ་ཨ་ চেলুক্যরাজগণের বিবরণ বর্ণিত আছে। ঐ সকল গ্রস্থের মধ্যে পরম্পর বড় একটা মিল মাই, যতটুকু সামঞ্জস্য আছে, তাহারই সারাংশ প্রদত্ত হইল । ،ہ গুজরাটের তান্তর্গত অনহলবাড়-পাটনের চৌসুক্যরাজগণের মধ্যে সর্বপ্রথম মুলরাজের নাম পাওয়া যায় । মুলরাজ কল্যাণাধিপতি ভুবনাদিত্যের পৌত্র ও চাপোৎকটরাজ সামস্তসিংহের ভগিনী নীলাদেবীর পুত্র। ঐ সমস্তসিংহের মৃত্যুর পর মূলরাজ উত্তরাধিকার-সুত্রে ৯৯৮ বিক্রমাব্দে (৯৩২ খৃঃ অঃ) মাতুলের সিংহাসন লাভ করেন । তিনি গ্রাহরিপু প্রভূতি রাজগণকে পরাজয় করিয়া ৫৫ বর্ষ অতুল প্রতাপে রাজ্য-ভোগ করিয়াছিলেন । * তৎপরে তাহার প্রিয়পুত্র চামুণ্ডরাজ ১০৫৩ সংবতে রাজ্যারোহণপূর্বক ১০৬৬ সংবৎ পৰ্য্যন্ত রাজত্ব করেন। চামুগুরাজের তিন পুত্র বল্লভরাজ, স্কুল ভরাজ ও নগরাজ । * দ্ব্যাখ্রয় নামক গ্রস্থে লিখিত আছে, চামুণ্ডরাজ কোন সময়ে কামোন্মত্ত হইয়। ভগিনী কাচিনীদেবীর সহবাস করেন, সেই মহাপাপের প্রায়শ্চিত্ত জস্য তিনি কুমার বল্লভদেলকে রাজ্যভার দিয়া কাশীবাসী হন । কাশী হইতে ফিরিয়া আসিয়া তিনি বল্লভদেবকে বলেন, “যদি তুমি আমার পুত্র হও, তবে সম্বর গিয়া মালবরাজের দণ্ডবিধান কর।” বল্লভ সসৈন্তে মালবযাত্রা করিলেন, কিন্তু পথিমধ্যে শীতল ( , ) “বিক্রমাস্কৰ্যতে যাবৎ বমনবাঞ্চবর্ষঙ্গে । মূলরাজস্তদাস্থাপ্য সামস্তে ভগিনীমুতঃ ॥ বর্ষাণাং পঞ্চপঞ্চাশৎ রাজ্যং কৃত্ব স্থখানি চ ? ( r ) “তদোপরি নরনাথশামুণ্ডেতি মহাবলী । ই বর্ষ রয়োদশঞ্চৈব রাজ্যং কৃত্বা মুখানি চ | বিক্রমস্বৰ্ষতে ষাবৎ রসরাগদশস্কৃত: ॥” આજે