পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম অংশ । ] শুন্ধিকবংশ S、8ぬ মেদিনীপুরবাসী উক্ত বংশের মধ্যে প্রবাদও আছে যে এই বংশ এই জেলার প্রসিদ্ধ নন্দ কাপাসিয়ীর বাঁধ দিয়া এ অঞ্চলে আগমন করেন এবং মহামায়ার প্রসাদে বনমধ্যে ভুড় ভূড়ী কেদার’ নামক বৰ্ত্তমান উষ্ণ প্রস্রবণটা দেখিতে পান এবং তথtয চাপলেশ্বর বা কেদারেশ্বর নামক অনাদিলিঙ্গের পূজা প্রকাশ করেন । উক্ত প্রস্রবণটাই কুলগ্রন্থে ‘সিদ্ধকুণ্ড’ নামে বর্ণিত হইয়াছে। কেদারেশ্বর শিব ও উক্ত কুণ্ড হইতেই শুল্কীবংশের প্রধান উপনিবেশ কেদারকুণ্ড পরগণার নামকরণ হইয়াছে । সিদ্ধকুণ্ডে বাস হইতে ইহার সিদ্ধমল্ল জাতি বলিয়। পরিচিত হন এবং বস্তৃপুরুষ পরে শুক্লাম্বর ব্রহ্মচারীর শিষ্যত্ব গ্রহণ করিয়া ‘শুক্লাম্বর’ বা শুর্কী নামে অভিহিত হইলেন। আদিচালুক্যগণের মধ্যে যেমন একটমাত্র ‘মানব।” গোত্র ছিল, পশ্চিম কেদারবাসী শুন্ধিকগণের মধ্যেও সেইরূপ একটিমাত্র ‘মানব্য’ গোত্র ছিল । কিন্তু কেদারকুণ্ডে আসিবার পর তাহদের বংশধরগণের মধ্যে যিনি যে গোত্রের পুরোহিতের আশ্রয় গ্রহণ করেন, সেই পুরোহিতগোত্রানুসারে র্তাহীদের গোত্র স্থির হইয়াছিল। যথা কুলগ্রস্থে— “তুমার জন্ম সিদ্ধকুণ্ডে হবে নিরূপণে। সিদ্ধমল্ল জাতি হবে খ্যাতি যে ভুবনে ॥ কথো দিন থাক তবে ফিরিয়া যাইবে । ভ্রমণেতে ভ্রম নাসি সৰ্ব্ব সিদ্ধ হবে ॥ এই যজ্ঞে পুরোহিত কণ্ড্যপ মুনি । এই যজ্ঞে এক গো র মানব্য যে ধ্বনি ॥ বংশধাড় হব তবে আর গোত্র হবে। ভরদ্বাজ শাণ্ডিক্য বংস গোত্র লবে । ইহা শুনি যজ্ঞ পুত্র সিদ্ধকুণ্ডে বৈল। বংশ বাড়ী হইবেন মনেতে ভাবিল ” “পুপ কুবংশের কথা কয়্যা ছিল ত্রিলোচন। অতেব পৃথক গোত্র করি লিখা ॥ মাথি পত্র করহ গোপালপুরে বাস। বাৎস্ত গোত্র হব তুমি বাল শিবের দাস ॥ যদুনন্দন জগতরাম নামকরণ দাস স্বয়ম্ভু শাণ্ডিল্যগোত্র স্বয়ম্ভু মুনির দাস । ইন্দাই আস্তে নাম কর ধ্যান উহারি । বাৎস্তগোত্র বৈশম্পায়ন নাম ধfরী ॥ আদিতে বের আমদাবজিতে কর বাস । ভরদ্বাজ গোত্র ভরদ্বাজ মুনির দাস ॥ পিনী রাম মাথি কর পসঙ্গেতে বাস । কস্তাপ গোত্র তোমার কগুপের দাস । মণ্ডল শাণ্ডিল্য বায়ুমত্য বংস কাশুপ। ঘোড়াঘোষ খির ঘনখাম বাৎস্ত অল্প । মজি হেমমল্ল পুর গোত্র ভরদ্বাজ। চকে চাকুলা হরি ভরদ্বাজ গোত্র সাজ । সরঘর মাথি রামপুর বাৎস্যগোত্র। জানা সাউৎ সাসমল একগোত্র । এই রূপে তের জন এখানে লেখিল । একে ছয়জন করি বাহাত্তর ঘর হইল । এই রূপে মল্লপুত্র পৃথক লেখিল যজ্ঞমল্ল একত্র বাসাহাট কইল । হেমকেদার কুণ্ডে জন্ম হইয়াছে প্রবল। শিব নিয়াছেন নাম বলি হেমময় ॥ আমি দি শুক্লাম্বর নাম যে অচল” । ( ব্রহ্মচারীর কুলজী )