পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२d e বঙ্গের জীতিয় ইতিহাস { বৈগু-কাণ্ড

  • তেরলোক সতীপুত্র, অtছয়ে চরিগোত্র, বtরসনে বহিলন্তর মেলা ।

গোয়ালপাড়া কেদারে ঘর, যতন জানে শুক্লাম্বর, ব্ৰহ্মচারী যারে কৃপা কৈলা ॥ হেমকেদারে জন্ম হইল, হেমমল্ল স্থত ছিল, ব্ৰহ্মচারী দিল শুক্লাম্বর । শিবষজ্ঞে উৎপন্ন, রথীগ্রামবাসিগণ, শিব উদয় দিতে এ কেদারে ঘর ॥* কোন সময়ে ইহাদের এখানে প্রথম আগমন ঘটে, তাহা ঠিক বল কঠিন। কুলগ্রন্থে যে সকল মহাত্ম প্রথম এদেশে আগমন করেন, সেই সকল ব্যক্তি হইতে অধুনা অধস্তন ১৬ হইতে ১৮ পুরুষ পৰ্য্যস্ত সচরাচর দেখা যায়। এ অবস্থায় পঞ্চশতাধিক বর্ষ পূর্বে শুল্কীগণের এদেশে আগমন মোটামুটি স্বীকার করা যায়।* [ দৃষ্টান্তস্বরূপ ১৫১ পৃষ্ঠায় একটা বংশলতা উদ্ধৃত হইল ] আদি চৌসুক্য বা শোধিকবংশ যেমন রাজপুতনার ভাটগণের গ্রন্থে যজ্ঞোৎপন্ন ‘অগ্নিকুল’ বলিয়া সর্বত্র প্রথিত হইয়াছেন, শুদ্ধিকাংশবংশীয় মেদিনীপুরের শুক্লীগণের আদিপুরুষ কুলগ্রন্থে সেইরূপ যজ্ঞমল্ল ও ‘অগ্নি’ নামে প্রখ্যাত এবং পরম শৈব ছিলেন বলিয় তাহাকে শিব হইতে উৎপন্ন বলা হইয়াছে। র্তাহার বংশীয়গণ পরবর্তী কালে মেদিনীপুর জেলায় শুক্লাম্বর ব্রহ্মচারীর শিষ্যত্ব গ্রহণ করিয়া ‘শুক্লী বলিয়া পরিচিত হইলেন বটে, কিন্তু নিতান্ত আশ্চর্য্যের বিষয় যে তাহদের কুলগ্রস্থবর্ণিত ‘শুলকী’ বা ‘শুকী বংশাখা অনেকেই বিস্মৃত হইয়াছেন। এমন কি উৎকলের স্থদুর কেদার (বর্তমান তালচের )-ভূমে যে র্তাহাদের পূর্ব পুরুষগণ বাস করিতেন, তাহা তাহার কেহই মনে করেন না। বরং তাহারা • কুলগ্রন্থে পাওবসমুদ্রকুলে রামচন্দ্র ও জমিদার দিনচন্দ্রের যে যুদ্ধপ্রসঙ্গ আছে, তৎকালে হেমমল্পদিগের আবির্ভাবকাল কথিত হইয়াছে। উৎকলে বালেশ্বর জেলায় বৰ্দ্ধনপুর নামক প্রাচীন গ্রামের কিছুদূরে সমুদ্রকুলে পাওবঘাট’ নামক এক প্রাচীন তীর্থ আছে। প্রবাদ এইরূপ যে, পাণ্ডবগণ এখানে স্নানদান ও কিছুদিন অবস্থান করিয়াছিলেন। সমুদ্রকুলবর্তী পাওবর্তীর্থই সম্ভবতঃ কুলগ্রন্থে ‘পাণ্ডবসমুদ্রকুল’ বলিয়া উক্ত হইয়াছে। প্রায় পাঁচশত বর্ষ পূৰ্ব্বে ময়ূরভঞ্জের প্রাচীন রাজধানী হরিপুরের নিকটে রামচন্দ্রভর রাজত্ব করিতেন। সিংহভূম হইতে সমুদ্রকুল পর্যন্ত এক সময় তাহার অধিকারভূক্ত হইয়াছিল। সম্ভবতঃ ইহারই সময় cरुभमल्लनिरशंद्र दिष्ट्रठि पाळे