পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४म अ१% । ] শুন্ধিকবংশ R&ఫి: BBBB BDBB BBBS BBB BBBBS BBBB DBBS BBBBS এদেশের নীচজাতির আশ্রয়ে থাকিয় এদেশীয় কষ্ঠ গ্রহণে বাধ্য হইয়াছে। প্রকৃত প্রস্তাবে কোন শুল্কী-বংশে আজিও তাহ ঘটে নাই। অদৃষ্টতাড়নে তাহদের দুর্দশার একশেষ হইলেও বংশাভিমান ও বংশবিশুদ্ধি রক্ষার চেষ্টা, তাহদের এই কৃষক জীবনেও অস্তৰ্হিত হয় নাই। র্তাহারা সর্বদা স্বশ্রেণীর মাৰ্য্যবংশীয় কন্যা বিবাহ করিয়া থাকেন। তবে বিলাসমোহে অস্ত জাতীয় কমৃ}}ও লওয়} হয়। তাহদের গর্ভজাত সন্তানের “কৃষ্ণপক্ষীয়” “বলিয়া অভিহিত হইয়া থাকে, বিশুদ্ধ শুরীরা এই কৃষ্ণপক্ষীয় শুষ্কার কস্তাকেও পত্নীত্বে গ্রহণ করেন না। কৃষ্ণপক্ষীয় শুল্বাকগণের সংখ্যাও বৰ্দ্ধিত হওয়ায় উভয় শ্রেণীতে কখন মিশ্রণ ঘটে নাই এবং এখনও মিশ্রণের আবশ্ব ক হয় না। শুষ্কীদের রক্তবিশুদ্ধি, পীজবিশুদ্ধি ও বংশবি শুদ্ধি বিশেষ যত্ন সহকারে রক্ষিত হয়। তবে বর্তমান কালে তাহদের সমস্ত উপাধি মেদিনীপুরের হালিকসুলভ উপাধি হওয়ায় অনেকে ঐ মিশ্রণের সন্দেহ দৃঢ় ভাবে পোষণ করেন, কিন্তু র্তাহারা ভাবিয়া দেখেন না যে, শুস্বীগণ প্রথমে এদেশে আসিয়া কষকদিগের মধ্যেই আত্ম-সংগোপন করিতে বাধ্য হইয়া ছিলেন, সুতরাং কৃষকদিগের উপাধি না লইলে, তাহদের আত্মগোপন সিদ্ধ হইত ন। সম্ভবতঃ যিনি যে পরিবারের নিকট আসিয়া বাস করিয়াছিলেন, তিনি সেই পরিবারের উপাধি গ্রহণ করিয়া তাহদেরই হইয়া বাস করিতে থাকেন। তবে একবারেই যে পূর্বতন রাজস্য উপাধি লোপ পাইয়াছে তাহা নহে, এখনও কতকগুলি বর্তমান আছে । শুীগণের পূর্বপুরুষেরা উড়িষ্যারাজের আদেশে প্রথম প্রথম উত্তর সীম রক্ষায় নিযুক্ত হন। এই সুত্রে বীরসিংহের সেনাপতি ঘনশ্যামানন্দ সাতশত দহ্যর উচ্ছেদ সাধন করিয়া সাতবেড়ায় রাজত্ব স্থাপন করেন। উtহার সাতপুরুষ পরে রাজ রামচন্দ্র কালাপাহাড় কর্তৃক নিহত হন । র্তাহার বংশধরেরা পলাইয়া আলিয়া পটাশপুর পরগণায় নৈপুর, মধুপুর প্রভৃতি স্থানে বাস করেন। পরে আবার মুসলমান ও মহারাষ্ট্রীয়গণের অধিকারে তাহারা উক্ত পরগণায় কানুনগো পদ৷ লাভ করেন। এক্ষণে এই বংশে এক জন ইংরাজী উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয় উকীল ও ডাক্তার হইয়াছেন। [ ২৫১ পৃষ্ঠায় বংশলত দ্রষ্টব্য। ] বীরসিংহের বংশধরেরা বীরসিংহপুরেই ছিলেন, কেদারপুর পরগণ যখন বলগণপুররাজের অধিকৃত হয়, তখন ই হার ইংরাজসরকারে কৰ্ম্মচাৰী হইতে