পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস [ বৈশু-কাও ৷ اما هم এই মত সদাগর স্থাপিয়া দোকান। অচিরে হইল সাধু বহু ধনবান ॥ নানা মত ব্যবসা খুলিল কারবার। একাদশ বৃহস্পতি ইষ্টল তাহার। শুনিয়া সুলোক লোক ভাগ্যের কাহিনী । দুর্ভিক্ষপীড়িত সবে আসিছে অমনি ॥ অনেকেরি কার্য্য দিল মুবাহু ব্যাপারী। আর সব পাঠাঠ ল মহাজন বাড়ী ॥ যাইয়। পেছিল যথা সহ মহাজন । দোকানী পসারী যত সুলোক-স্বগণ ॥” উদ্ধত কুলপরিচয় হইতে আমরা জানিতেছি যে, ‘স্থলোক’বাসী সেলুক বা সোলুক্য বণিকগণ পূর্বকালে কুমায়ুন বা প্রাচীন কেদারখণ্ডে গিয়াও বাণিজ্য নির্ববাহ করিতেন । মেদিনীপুরবাসী শুঙ্কিগণের পূর্বপুরুষগণের সহিত পশ্চিম কেদারের ( বর্তমান তালচের ) সম্বন্ধ থাকায় এখনও যেমন র্তাহারা সেই পূর্বলবাস বিস্মৃত হন নাই, সোলুক্যগণের সহিত সেইরূপ উক্ত স্থানের কোন বিশেষ সংস্রব থাকায় তাহদের বর্তমান বংশধরগণ উত্তর কেদার বা বর্তমান কুমায়ুনের নাম ভুলিতে পারেন নাই। নচেৎ উত্তরভারতে বহুসংখ্যক বাণিজ্যস্থান থাকিলেও সে সকলের উল্লেখ না করিয়া কুলগ্রন্থকার কুমায়ুন বা উত্তর কেদারের নাম কেন করিবেন ? সোলুক্যগণের পূর্বপুরুষগণ জন্মভূমি হইতে বাহির হইয় প্রথমেই বৃন্দাবন দর্শন করেন। তৎপরে পথে কাশী প্রভৃতি বহু তীর্থ থাকিলেও কুলপরিচয়ে সে সকল উীর্থের আদৌ উল্লেখ নাই ! কেবল বৃন্দাবনের উল্লেখ এবং অপর সকল তীর্থের অমুল্লেখ থাকিবার কারণ কি? অগরবালদিগের উৎপত্তিপ্রসঙ্গে লিখিয়াছি যে, রাজা অগ্রসেনের পূর্বপুরুষ বৃন্দ এই বৃন্দাবনে বহুতর যাগযজ্ঞ করিয়াছিলেন এবং র্তাহার বংশধর এস্থান হইতে গুর্জরে গিয়া তাধিপত্য বিস্তারে সমর্থ হইয়াছিলেন । অগরবালদিগের বিশ্বাস যে, উক্ত বৃন্দ হইতেই বৃন্দাবনের নাম হইয়াছে । * এই সকল প্রবাদ প্রকৃত ঐতিহাসিকের নিকট বিশেষ মূল্যবান বলিয়। গৃহীত না হইতে পারে, কিন্তু গুর্জরাগত অগরবালদিগের মত বঙ্গাগত সৌসুক্যদিগেরও বৃন্দাবনের সহিত যে বিশেষ কোন সম্বন্ধ ছিল, তাহা সাহাকুলপরিচয় ও অগরবালদিগের বংশপরিচয় হইতে জানিতে পারিতেছি । বঙ্গগত অগরলাল তামোলবংশের স্যায় পৌসুক্যগণও পাটলীনগর বা প্রাচীন পাটলিপুত্র f এবং সমুদ্রবন্দরে:

  • W. Crooke's Tribes and Castes of the N. W. p. Vol. I. p. 15,

+ বর্তমাম পাটনা সহরের পুরাতন অংশ । সাহাকুলপরিচয়ে পদ্মা গুইয়৷ সাগরবন্দরে গমনাগমনের প্রসঙ্গ থাকায় অনেকে বর্তমান BBB BBB BBBB SDDDBBS gDDD BB BBBBBB BBD DB BBDS DDDB