পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

४म जत्। ] বৈশ্বের উৎপত্তি ও তিনির্ণয় 84 রক্তবর্ণ না হইলেও মেঘলোমৰিণিৰ্ম্মিত কম্বলাদি এ সকল ৰিক্রয় করিতেও নিষেধ। জল, শস্ত্র, বিষ, মাংস, সোমরস, সর্বপ্রকার গন্ধদ্রব্য, ক্ষীর, দধি, মোম, স্বত, তৈল, মধু, গুড় এবং কুশ এ সকল বস্তুরও বিক্রয় নিষেধ। সর্বপ্রকার আরণ্য পশু, বিশেষতঃ গজাদি দংষ্ট্ৰী পশু, অখণ্ডিত খুর অশ্বাদি, এতস্তিন্ন পক্ষ, নীল, মস্ত এবং লাক্ষ এ সকল”ৰস্তুর বিক্রয়ও নিষেধ স্বয়ং কর্ষণদ্বারা তিল উৎপাদনপূর্বক অচিরকাল মধ্যে বিশুদ্ধাবস্থার বিক্রয় করিতে পারে, কিন্তু লাভপ্রত্যাশায় বিলম্বে বিক্রয় করিতে পরিবে না। ভোজন, মৰ্দ্দন এবং দান ব্যতীত যদি কেহ তিল বিক্রয় করে, তবে সে পিতৃপুরুষদিগের সহিত কৃমিত্ব প্রাপ্ত হইয়া কুকুরবিষ্ঠায় নিমগ্ন হয়। ব্রাহ্মণ মাংস, লবণ এবং লাক্ষ বিক্রয় করিবামাত্র পতিত হয় ; কিন্তু দুগ্ধ ক্রমাগত ভিন দিন ৰিক্ৰয় করিলে শূদ্ৰস্থ প্রাপ্ত হইয়া থাকে। মাংসাদি ভিন্ন অন্য নিষিদ্ধ দ্রব্য ইচ্ছাপূর্বক ক্রমাগত সাত দিন বিক্রয় করিলে ব্রাহ্মণ ৰৈশ্বাস্থ প্রাপ্ত হইয়া থাকে। রসদ্রব্য লওয়া যাইতে পারে, কিন্তু রসদ্রব্যের সহিত লবণের বিনিময় হয় না ; সিদ্ধায়ের বিনিময় আমাক্সের সহিত হইতে পারে, কিন্তু সমান পরিমাণে দিতে হইবে। ‘ব্রাহ্মণের আপৎকালে যেরূপ জীৰিক উক্ত হইল, ক্ষত্রিরও ৰিপন্ন হইলে তদনুরূপে জীবিকা নির্বাহ করিবেন ; কিন্তু তিনি কখনও বিপ্রবৃত্তি অবলম্বন করিতে পারিবেন না। যদি কোন অধম জাতীয় ব্যক্তি উৎকৃষ্ট জাতির বৃত্তি অবলম্বনপূর্বক জীবিকা নির্বাহ করে, শীঘ্র তাহার সর্বস্ব গ্রহণপূর্বক তাহাকে স্বদেশ হইতে নির্বাসিত কর রাজার কৰ্ত্তব্য স্বধৰ্ম্ম নিকৃষ্ট হইলেও লোকের অমুষ্ঠেয়, আর পরধৰ্ম্ম উৎকৃষ্ট হইলেও লোকের অমুষ্ঠেয় নহে। জাস্ত্যন্তর ধৰ্ম্মম্বারা জীবন ধারণ করিলে মমুষ্য তৎক্ষণাৎ স্বজাভি হইতে পরিভ্রষ্ট হয় ’৭১ (t?) “ইদৰ বৃত্তিবৈকল্যাৎ ত্যজতো ধৰ্ম্মনৈপুণ । । बिंश्**ीरृष्ट्यांश्iङ्ग१ बिलिङ्ग१ बिखमिम् ॥ve সৰ্ব্বান রসানপোহেত কত্তাল্পক ভিলৈঃ সহ । অশ্বনে লবণঞ্চৈব পশবো যে চ মানুষী ॥৮৬ नर्मक्ष ठांखद१ ब्रङ१ लांनzकौबांबिकांनि छ । অপি চেৎ স্বাররক্তানি ফলমূলে তথৌষধী ॥৮৭ অপ: শক্সং ৰিৰ মাংসং সোমং গন্ধাশ্চ সৰ্ব্বশ । *ौ॥ ८ेशं श् िछि११७ग१ नषू ७क्) इभान् ॥७५