পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অধ্যায় বৈশ্বসমাজের পূর্বতন অবস্থা (鄂 ભૂઃ 3 е в е इहेंtउ ۶ :وq; ۰ • د ( যে সকল শাস্ত্রীয় প্রমাণ দ্বারা পূর্ব অধ্যায়ের বিবরণ সঙ্কলিত হইল, ঐ সকল শাস্ত্রীয় গ্রন্থ এক সময়ের নহে। উহার মধ্যে অতিপ্রাচীন ও অনভিপ্রাচীন উভয় কথাই স্থান পাইয়াছে। সুতরাং ঐ সকল প্রমাণাবলি কালক্রমিক ঐতিহাসিক তত্ত্বনির্ণয়ে বিশেষ উপযোগী বলিয়া মনে করা যায় না। এ কারণ আর্য্যভারতের নির্দিষ্ট সময়ের গ্রন্থ হইতে তাৎকালিক বৈশ্বসমাজের অবস্থা ও মর্য্যাদা অবধারণে অগ্রসর হইতেছি । - ভারতপ্রসিদ্ধ অদ্বিতীয় নীতিশাস্ত্রবিৎ চাণক্য পণ্ডিতের নাম সকলেই শুনিয়াছেন। ২২৫০ বর্ষেরও কিছু পূর্বে তিনি রাজ্যশাসনকল্পে এক অর্থশাস্ত্র প্রচার করেন । বৰ্ত্তমান পাশ্চাত্য সভ্যজগৎ যেমন অর্থনীতিরই প্রাধান্ত স্বীকার করিয়া থাকেন, মহামতি বিষ্ণুগুপ্তও একদিন অর্থের শ্রেষ্ঠতা ও সর্বাপেক্ষা প্রয়োজনীয়তা ঘোষণা করিয়া গিয়াছেন । র্তাহার মতে, ধৰ্ম্ম, অর্থ ও কাম এই ত্রিবর্গ। ধৰ্ম্ম ও কাম অর্থমূলক বলিয়া অর্থই প্রধান।’ বলা বাহুল্য, বৈশ্বসমাজই রাষ্ট্রপতির অর্থোপায়ের সর্বপ্রধান অঙ্গ। চাণক্য এই বৈশ্ব বা বণিক-সমাজ, তাহাদের বাণিজ্য ও অর্থাগম সম্বন্ধে তাহার অর্থশাস্ত্রে যেরূপ অভিপ্রায় প্রকাশ করিয়াছেন, আলোচ্য অধ্যায়ে সর্বপ্রথম তাহাই আলোচিত হইতেছে — চাণক্যের সময়েও বৈশ্ব বর্ণের অধ্যয়ন, যজন ও দান এই তিনটী ধৰ্ম্ম এবং কৃষি, পশুপালন ও বাণিজ্যই উপজীবিকা ছিল। শূত্রের পক্ষে দ্বিজ অর্থাৎ প্রথম ত্রিবর্ণের সেবা, বাৰ্ত্তা, কারুকার্য্য ও নাচ গান নিদিষ্ট ছিল। (১) অর্থ এৰ প্রধানঃ ইতি কৌটিল্যঃ-অর্থমূলে হি ধৰ্ম্মকামাবিতি। ১৭ জঃ। (२) *षष्ठशशाङ्गनर बबनर शांनः कृषिगांत"ांtणा दगिजा छ। भूबछ रिबांठितथष बां6 DDDBBBBB tt DDD DS DBBHBBB BBD BBBSDDDDBBB DDBBS ८कोनक्लंब्रिशै । ४K७ जः ।