পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈশ্বাসমাজের পূর্বতন অবস্থা .ዓ.. পিথাগোরাসের সময় অর্থাৎ খৃঃ পূঃ ৪৮৬ অব্দের পূর্বে তথায় ভারতীয় দৰ্শনশাস্ত্রের প্রচলন হইয়া থাকিবে, তাহাও অনেকে স্বীকার করিতেছেন ও মহাভারতে শ্বেতদ্বীপের উল্লেখ আছে, তাহা হইতে প্রতীত হয় যে পুরাকালে য়ুরোপখণ্ডে ভারতবাসীর যাতায়াত ছিল।+ হিপক্রেটিস নামক স্বপ্রসিদ্ধ গ্রীক-চিকিৎসক খঃ পূঃ ৩৫৭ অব্দে ৯৯ বৎসর বয়সে প্রাণত্যাগ করেন। তাছার গ্রন্থে কৃষ্ণভিল, শোভাঞ্জন, এলাচ, দারুচিনি, জটামাংসী, লোবান, বিরজ,হিঙ্গু ও চিরতা এই সমস্ত দ্রব্য রোগবিশেষে ঔষধস্বরূপ ব্যবহার করিবার ব্যবস্থা আছে । এ সমস্ত বস্তু ভারতবর্ষ হইতে গ্ৰীসদেশে নীত ও বিক্রীত হইত। দ্বিতীয়তঃ রোমকচিকিৎসক সেলসলু খৃঃ পূঃ ১ম শতাব্দীতে বিদ্যমান ছিলেন, তিনি মিসরদেশীয়দিগের নিকট অশ্মরীরোগের চিকিৎসা শিখিয় ছিলেন এবং মিসর দেশীয়ের তাছা ভারতীয় চিকিৎসকগণের নিকট শিক্ষা করেন ; অথচ হিপক্রেটিসের সময় মিসর দেশে ওরূপ চিকিৎসাশাস্ত্রের প্রচলন ছিল না অথবা সেই প্রাচীন কালে গ্রীস দেশীয় লোকের ভারতে আসার কোন প্রমাণ পাওয়া যায় না, সুতরাং স্বীকার করিয়া লইতে হইবে যে ভারতবাসীই গ্রীস দেশে গিয়াছিলেন । খৃঃ পূঃ ৪ৰ্থ ৫ম শতাব্দীতে যে সকল ভারতীয় ঔষধ গ্রীস্দেশে ব্যবহৃত হুইত, সে সকল বস্ত্রকেরাই স্বদেশ হইতে লইয়া গিয়া গ্ৰীসদেশে বিক্রয় করিতেন। খৃষ্টীয় ৪৭ অব্দে হিপালস্কর্তৃক ভারতে আসিবার পথ আবিষ্কৃত হইলে ভারতের সহিত যুরোপবাসীদিগের সাক্ষাৎসম্বন্ধে বাণিজ্য সংস্থাপিত হয়। যুরোপ হইতে ভারতে যাতায়াতকালে বণিকদিগের পক্ষে ইজিপ্টের পথই অতি সরল ও জুবিধাজনক ছিল। বিশেষতঃ ইজিপ্টবাসীদিগের বাণিজ্যবিষয়ে তৎকালে সমধিক উৎসাহ ছিল, সেই জন্য ইজিপ্টদেশেই ভারতীয় বাণিজ্যের যথেষ্ট উন্নতি সাধিত হুইয়াছিল। ঐ সময় বস্থকেরাও বোধ হয় তত্ত্ববায় সহিত তথায় গিয়া বাস । করেন। এই বস্থক বণিকেরাই এখন বঙ্গদেশে বিশেষতঃ কলিকাতায় শেঠ-বসাক নামে খ্যাত। বমুকদিগের সঙ্গে যে সকল ভস্তুবায় আফ্রিকা দেশে গিয়া বাস করিয়াছিলেন, তাহার বোধ হয় এখন বসোনগোড়া, অর্থাৎ বসনগড়া নামে s Elphinstone's History of India, p. 188. t Indian Wisdom, p, 188m. - } e