পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (বৈশ্য কাণ্ড, প্রথমাংশ).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

»ने अ१५ । ] বৈশুসমাজের পূর্বতন অবস্থা b-> ভারতীয় বণিকগণ কেবল যে সামুদ্র-বাণিজ্যেই প্রাধান্তলাভ করিয়াছিলেন এমন নহে। তাহারা স্থলপথেও শত শত তুঙ্গ শৃঙ্গ, কত শত মরু প্রান্তর ও নিরবচ্ছিন্ন তুষাররাশি ভেদ করিয়া কেবল পারস্ত তুরুষ্ক বলিয়া নহে, মৃদুর উত্তরে রুষ রাজ্য এবং স্থদুর পশ্চিমে মিসর, গ্রীস, ও রোম পৰ্য্যন্ত বহুসহস্র বর্ষ-পূর্ব হইতেই বাণিজ্য-পণ্যসহ উপস্থিত হইতেন, তাহারও যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে। । জোনারস (Zonaras) নামে এক পাশ্চাত্য পণ্ডিত লিখিয়াছেন, ষে ৬২০ .५.ः *: GEnxtfetfs (Median king) strotzt TA (Cyaxares) *f s আসিরীয় দেশবাসীর বিবাদ উপস্থিত হয় । সেই বিবাদ নিম্পত্তির জন্য মধ্যস্থ হইয়া কোন হিন্দু নরপতি উক্ত মত্ৰাধিপতিকে পত্র লিখিয়াছিলেন। ইহার কিছুকাল পরে অপর একজন হিন্দু ভূপতি পারসিক সম্রাট, কাইরুষের নিকট কতকগুলি স্বর্ণমুদ্রাসহ কয়েকজন দূত পঠাইয়াছিলেন। উত্তরমত্রের সহিত ভারতবাসীর সংশ্রব যে কেবল পাশ্চাত্য গ্রন্থ হইতে পাইতেছি, তাহা নছে । আমরা ঋগ্বেদের ঐতরেয়-ব্রাহ্মণ হইতেও জানিতে পারি যে বহুসহস্র বর্ষ পূর্ব হইতে মৃদূর উত্তরমত্রের সহিত বৈদিক আৰ্য্যগণের বিশেষ সম্বন্ধ ছিল। এমন কি তথায় এক প্রকার বৈদিক ভাষাও প্রচলিত ছিল, তাহাও আমরা উক্ত ব্রাহ্মণ হইতে কতকটা আভাস পাইয়াছি ৷ ২ ৷ অতি স্বপ্রাচীন কাল হইতে সিরীয়াদেশে ভারতীয় বণিকগণের যথেষ্ট গতিবিধি ছিল । তথায় তামোর নামক একটা নগর শ্রেষ্ঠ বাণিজ্যকেন্দ্র বলিয়া প্রসিদ্ধিলাভ করিয়াছিল। ভারতের সহিত বাণিজ্য সম্বন্ধই উহার খ্যাতি ও সমৃদ্ধির প্রধানতঃ কারণ। রোমকদিগের আক্রমণ ও আধিপত্য বিস্তারের সহিত এখানকার স্বাধীনতা ও বাণিজ্যপ্রভাব বিলুপ্ত হইয়াছে। এ সিরীয়াদেশের অন্তর্গত হায়েরপোলিস্নগরে অর্য্যেদেবীপ্রতিমার নিদর্শন রহিয়াছে। • । জেনােবিয়া নামক একজন সিরীয় খৃষ্টান খৃষ্টীয় ৩য় শতাব্দীতে আৰ্ম্মেণীর ভাষায় একখানি ইতিহাস লিখিয়া যান ; সেই গ্রন্থে বর্ণিত আছে— * ( > ) Universal History, Wol. XX. Chap. 81, p. 89. . ( २) विचंद्रकां८ष ऐखब्रकूङ्ग ७ श्रांर्षी भक जटैदा । (e) Journal of the Asiatic Society of Bengal, Vol. V. p. 839. (s) Universal History, Vol. XX. Chap. 31, p. 100. צג " इजभएष छांब्रडैौह बभिंकु ।