পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o 88 বঙ্গের জাতীয় ইতিহাস '[ ব্রাহ্মণকাও * ১১ হামরার ... | d | | ১২ পাচু রায় ১২ ভুবন রায় লক্ষ্মণ রায় | | ১৩ রসিক রায় | م.ا | | | বাণী রায় ১৩ হরগোবিন্দ রামলোচন বলরাম কেবলরাম | | |- | ১৪ রামকান্ত ১৪ কৃষ্ণকান্ত আনন্দিরাম রায় ১৪ রাজা বিনোদরাম রায় (नॉsitब्रब २ब ब्रांव , I ( নিঃসস্তান ) | রামজীবনের দত্তক পুত্র ১৫ রুদ্ৰকাত্ত ১৫ বীরেশ্বর রায় ১৬ রোহিণীকান্ত | | ( চৌগার রাজা ) চন্দ্রশেখরেশ্বর রায় ১৬ মহেশ্বর রায় ১৭ রমণীকান্ত রায় বি,এ রাজা শশিশেখরেশ্বর রায় বাহাদুর | শিবশেখরেশ্বর A.L.C. | | | I ১৭ জগদীশ্বর তারকেশ্বর বিশ্বেশ্বর কাশীশ্বর মুক্তাগাছার আচাৰ্য্য অংশ। যুক্তাগাছার আচাৰ্য্যপরিবারের বর্তমান বাসস্থান ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা। ইহাদিগের আদিবাস বগুড়া জেলার অন্তঃপাতী চম্পাপুর গ্রামে ছিল। "হার্য উদয়নাচার্ষের অধস্তন শ্ৰীকৃষ্ণ আচার্য্যের বংশধর। শ্ৰীকৃষ্ণ আচাৰ্য্য মুর্শিদাবাদের নবাবসরকারে কোন এক সন্ত্রাস্ত পদে নিযুক্ত ছিলেন। নবাব তাহার কার্য্যে সস্তুষ্ট হইয়া ময়মনসিংহ জেলার আলাপসিংহ পরগণা উহাকে পারিতোষিক স্বরূপ প্রদান করেন। তাহার পরলোকাস্তুে প্তাহার পুত্ৰচতুষ্টয় পূৰ্ব্ব-বাসস্থান চম্পাপুর পরিত্যাগ করিয়া আলাপসিংহ পরগণায় আপন জমিদারির অন্তর্গত মুক্তাগাছায় আসিয়া বাস করেন । তদবধি ই হার আলাপসিংহ পরগণার জমিদার বলিয়া পরিচিত। উক্ত চারিপুং হইতে মুক্তাগাছার আচাৰ্য্যবংশের চারি সরিকের উৎপত্তি। 爵 গৌরীকান্ত আচার্যের পত্নী বিমলা দেবী vকাশীধামে বহু দেবালয় নিৰ্ম্মাণ ও বিগ্ৰহ প্রতিষ্ঠা করি তাহার সেবাদির সংস্থান করেন এবং অতিথিসৎকারের জন্ত সত্ৰাদি স্থাপন করিয়া' অবশিষ্ট জীবন কাশীতে অতিবাহিত করিয়া কাশীধামেই প্রাণত্যাগ করেন। এই বংশের জন্তত সরিক জগুংকিশোর আচার্য্যের উৰ্দ্ধতন পুরুষের পত্নী ছোট বিমলা দেবীও কাশীধামে নানা দানধৰ্ম্মাদি এবং অবশিষ্ট জীবন বারাণসীতে অতিবাহিত হইয়া কণীধাম প্রাপ্ত হইয়াছিলেন। কাণীকান্ত আচার্ষ্যের পত্নী লক্ষ্মী দেবী নদীর জেলার বিঞ্চপুষ্করিণীর রোহেলাপটার কুলীন বৈঞ্চব মিশ্র লাল্ল্যালের সস্তান রাজকিশোর সাল্ল্যালের কল্প। ইনিও vকাশীধামে निोनःि कश्चेिं.एठंीं ॰थांशंख्ठांशं रुग्ब्रन । * • r1 or