পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S 6 o বঙ্গের জাতীয় ইতিহাস . ব্ৰাহ্মণকাণ্ড । স্বসঙ্গের d০ আঁনী রাজবংশ। ১৫ মুকুন্দ ভাদুড়ী | ప్రీ ཨ་ཀོ།།༥ প্রভৃতি ( ৯৩ ও ৬৩ পৃষ্ঠায় পূৰ্ব্ব বংশ ) Y ግ དར་ཞ༑།༥ ১৮ লক্ষ্মীনাথ | | – ‘’ ১৯ রামবল্লভ হরিবল্লভ প্রাণবল্লভ গৌরবল্লন্ড (বেণী অবসাদ) (রোহিলা পটা) (ভূষণাপটী) ২• রামগোবিন্দ ভাদুড়ী (সাতুৈলপতি রামকৃষ্ণের ভয়ে খৃষ্টীয় ১৮শ শতকের শেষে হসলে পাপিয়াখালি গ্রামে বাস ও রাজকন্ত বিবাহে সুসঙ্গের y• আন অংশ লাভ ) 3> མ་ན།། সিংহ | ১২ রুদ্রচন্দ্র সিংহ | ২৩ গোপীনাথ সিংহ (দত্ত্বক) হিমাইতপুরের {ভাদুড়ী চৌধুরী বংশ । হিমাইতপুর চৌধুরী বংশের খ্যাতি পূৰ্ব্ববঙ্গের ব্রাহ্মণ-সমাজে বর্তমান আছে। ইহার বীরেন্দ্র কাপ ব্রাহ্মণ । ইহাদের বংশে বহু লোক শিক্ষিত ও বহুস্তানে উচ্চ রাজকাৰ্য্যে নিযুক্ত আছেন ও ছিলেন। শ্রেষ্ঠ ৰারেন্দ্র ব্রাহ্মণ সমাজেই ইহাদের পুত্র কন্যার বিবাহ সম্পন্ন হয় । পুৰ্ব্বে এই বংশের কুল মৰ্য্যাদা ৫১ টাকা ছিল । এক্ষণে তিন হাজারোউঠিয়াছে। বহুসরিক & হওয়ায় পূৰ্ব্ব সম্পত্তি বিভাগ হইয়া অবস্থা নিঃস্ব হইয়াছে। কিন্তু হিমাইতপুরের চৌধুরী বংশের খ্যাতি বারেন্দ্র সমাজে এখনও পূৰ্ব্বের স্তায় সমান আছে। ঐ বংশে মোহনবল্লভ ভাদুড়ীর ঢাকা জেলায় বালিয়াট গ্রামে বাস ছিল। তীর্থযাত্রকালে পাবনা জেলায় হরিপুর গ্রামে উমানন্দ নিয়োগীর বাড়ীতে অতিথি হইলে কাপ উমানদের কন্যার সহিত বিবাহ হওয়ায় কুলীন টুটিয়া কাপ হন। পরে তিনি সৈিতলের রাজা রামকৃষ্ণের সভাপণ্ডিত হন এবং উক্ত রাজা হইতে হিমাইতপুর গ্রামে ব্রহ্মোত্তর প্রাপ্ত হইয়া তথায় বসতি স্থাপন করেন ।