পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

aिन च।१े ॥1 বারেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ >)総 কুতুবখানী । কয়ড়ার মথুরা চৌধুরীর কস্তাকে কুতব খার সোয়ারে ধরিয়া লইয়া গিয়াছিল। মথুরা চৌধুরীর ঘরে বিবাহ করেন মৃত্যুঞ্জয় লাহিড়ী। কুলগ্রন্থে লিথিত আছে,— “যে খায় টুটিল পাঠক গোপীনাথ মিঠাই টুটিল সেই যায়। পুখুরিয়ার পুরন্ধর ছিটায় বদ্ধ দুমন দাড়িক পায় ।” কিছুকাল পরে গঙ্গারাম সান্তাল, হেমাঙ্গনা খা, কৃষ্ণবল্লভ লাহিড়ী, রঘুয়াম সান্তাল, রামকৃষ্ণ মজুমদার, বলরাম সাঙ্গাল, রঘুরাম বাগছী, রামগোবিন্দ সাম্ভীল ও রূপচাদ লাহিড়ী প্রভূতি কুলীনের একত্র হইয়। আদান প্রদান ও করণ কারণ করিয়া কুতুবখানী নিষ্কৃতি করেন । কুতবখানী প্রথমে আঘাতমধ্যে গণ্য ছিল, পরে কুতুবখানা পটী হয়। এক্ষণে ঐ পটীতে কুলীন নাই, সকলেই ভঙ্গ হইয়া কাপ হইয়াছেন। ১৭ অনন্ত লাহিড়ী | ২য় পক্ষে | | | | | ১৮ যাদব বাণীনাথ বাচাই মৃত্যুঞ্জয় শ্রীনারায়ণ | ১৯ রঘুদেব হরিদেৰ ২য় পক্ষে | o | | | | 馨 U ২ গোপীনাথ রমানাথ লক্ষ্মীনারায়ণ শিবনারায়ণ গঙ্গানারায়ণ দেবনারায়ণ জীবনারায়ণ ২১ নৃসিংহ |__২য়পক্ষে | | T ২২ পরমানন্দ গোপীনাথ পাঠক মধুই (কুতবথানীতে টুট)