পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ృEx বঙ্গের জাতীয় ইতিহাস, ' [ ভ্রাক্ষণকাও। করণ কুলীনে দেখিতে নাই, কুলীনগণের এরূপ নিয়ম ছিল। তাহার প্রমাণ-কুলজ পরশুরাম পঞ্চানন আপন কুলপাত হওয়ায় কাপ হইয়াছিলেন। তিনি কুলীনেয় করণ ও বিবাহে উপস্থিত হইতে না পারার শ্রোত্রিয়ের পদ গ্রহণ করেন। পূৰ্ব্বে কুলঞ্জ ভিন্ন কাছায়ও করণের মন্ত্র পড়াইখার অধিকার ছিল না। এখন কুলীনের কুলজ্ঞ পুরোহিত উপস্থিত থাকিলেও ভিন্ন শ্রেণী কুশাদি লইয়া অগ্ৰে অগে গমন করেন। পূৰ্ব্বেই বলা হইয়াছে কাপদিগের সংশ্রবে অর্থাৎ তাহাদিগের সহিত ভোজন, স্নান ও শয়ন ইত্যাদিতে কুলীনের কুলপাত হইতে লাগিল। তদ,ষ্টে কুলজ্ঞরা তৎকালীন বারেন্দ্রসমাজের যুপ সদৃশ তাহেরপুরের রাজ কংসনারায়ণের নিকট গিয়া কহিলেন “মহারাজ ! কাপ স্মৃষ্টি হইয় তাহাদের সহবাসে এবং স্নান ভোজনাদিতে কুলীনের কুলপাত হইতেছে। অতএব আপনি তাহার প্রতিকার করুন।” তচ্ছ বণে রাজা কছিলেন, “কি উপায় অবলম্বন করিলে কুলীনের কুলরক্ষা হয়, আপুনারা তাহার ব্যবস্থা করুন।” কুলঞ্জের ছিলেন, “মহারাজ ! আপনি হিন্দু শ্রেষ্ঠ, বীরেন্দ্র কুলের যুপ, আপনি যাহা করিবেন, তাহাতে কেছ আপত্তি করিতে পান্ধিবে না। অতএব আমরা ব্যবস্থা করিলাম, আপনি কাপে কল্প দান করিয়া, কাপে কুলীনে এক পংক্রিতে ভোজন দিয়া কুলীনের কূলরক্ষা করুন। যেহেতু আপনি সতেজকে আস্তাড়িলে নিস্তেজ হয় আর নিস্তেজকে ভোজন দিলে সতেজ হয়।” রাজ ংসনারায়ণ ফুলজুদিগের ব্যবস্থা মত কাপে কন্যাদান দিতে স্বীকৃত হইয়া কাপ জীবাইধাবড় সংহের পুলে এবং ডাউন্ন মাঝির পুত্ৰ সদানন্দ মাঝিকে কল্প দেন । রাজা দুই কন্ত। দুই কাপে দান করিয়া কাপে কুলীনে এক পংক্তিতে ভোজন দিয়া কহিলেন, কাপে ও কুলীনে কুশবাধি লংযুক্ত অর্থাৎ কাপে কুলীনে করণ হইলে কুলীনের কুলপাত হইবে। স্নান, ভোজন, ও শয়নে কুলীনের কুলপাত হইবে না। যে ১২ ঘর কুলীন বদ্ধ ছিলেন, তাহাদিগের বুল রক্ষ হইল। রাজা কংসনাবায়ণের সভায় সেই সময় বহু সংখ্যক কুলজ, কুলীন, শ্রোত্রিয় ও কাপ সমুপস্থিত ছিলেন । রাজা সকলের সাক্ষাতে ঐক্কপ ঘোষণা প্রচার করিলেন কুলজের কছিলেন, কাল সহকারে কাপের আদর হইবে। অন্যাস্ত কুলীনের সন্মতি অনুসারে রাজা কংসনারায়ণ মুকুন্দ ভাদুড়ী ও তদীয় পুত্র চতুষ্টকে উপরোক্ত দোষ হইতে অব্যাহতি দিয়া বীরেন্দ্র সমাজ ও হিন্দু ধৰ্ম্মরক্ষার্থ নিম্নলিখিত নিয়মগুলি বিধিবদ্ধ করিয়াছিলেন। যথা— to) ১ম। কুলীনের সহিত কাপের কুশবারিযুক্ত করণ হইয়। কুলীন কাপের কন্ত গ্রহণ করিলে কি কাপে কন্যা দান করিলে কুলীনের কুল নষ্ট হইবে। ২য়। যখন কোন শ্রোত্রিয় নীচ পটা হইতে উচ্চ পটতে যাইবেন অর্থাৎ কন্স সম্প্রদান করিবেন, তিনি তৎপূর্বে একটী কন্যা কাপে দান করিবেন। কারণ অধম পটীতে যে দোষ থাকে, তাছা কাপের স্বন্ধে অর্পণ করিয়া উচ্চ পটতে যাইতে পারিবেন, অন্যথা পারিৰেন না।