পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२ग्र श्रश्नं । 1 বীরেন্দ্র ব্রাহ্মবিবরণ రీసి ( বাৰ্ব্বাকাবাদ সমাজের মধ্যে হরিপুর কাপের মধ্যে গণনীয়। হরিপুর ভাবাপন্ন দনাই ব্ৰহ্মচারী গঙ্গাতীরবত্তী নবদ্বীপে আসিয়া বাস করিয়াছিলেন। তাছার বংশধরের মধ্যে সীতানাথ ভট্টাচাৰ্য্য মহাশয় হরিপুরের ন্যায় তাহার কাপত্ব মৰ্য্যাদা আদান প্রদানে ঠিক বজায় রাথিয়াছেন। জটীয়া যাহর বংশধর তারাপ্রসন্ন চূড়ামণি এবং পাচু চৌধুরীর বংশধরেরাও ঐরূপ ভাৰাপন্ন আছেন । ভাদুড়ী বংশের বংশধরগণ ও তেঘরি নিবাসী গঙ্গাধর মৈত্রের পুত্র ও বেণীমাধব মৈত্র ইছারাও নবদ্বীপ মধ্যে কাপ শ্রেণীর গণনীয়। ইহা ব্যতীত মুর্শিদাবাদ জেলায় সৈদাবাদ, বেলডাঙ্গ, জগন্নাথপুর, চুমুরিগাছা, মৌহুন, বালুচর, মীরপুর, বাহাদুরপুর, কাশিমবাজার, সন্ন্যাদীডাঙ্গ প্রভৃতি এবং বাগড়ি ও দক্ষিণ দেশ মধ্যে ঝাউডাঙ্গ, নারায়ণপুর, পাটুলি প্রভৃতি স্থানে স্থানে উচ্চ শ্রেণীর কাপ আছেন । এই সকল স্থানের মধ্যে ' চিনাখালির ভাদুড়ী বংশ উল্লেখযোগ্য। এই বংশের কৃষ্ণকান্ত ভাদুড়ী ( রসসাগর ) মহাশয়ের বংশাবলীও যথাস্থানে প্রদত্ত হইল। ) • ৩য়। উদয়নাচাৰ্য্য ভাদুড়ী কৃত পরিবর্ত-মৰ্য্যাদা অনুসারে কন্যা কি ভগিনীর অভাবে পরিবর্ত হইতে পারিত না, সেই কাঠিন্য নিবারণ করণ জন্য রাজা কংসনারায়ণ কুশময় বর ৪ কন্যার ব্যবস্থা করিলেন । ৪র্থ। শ্রোত্রিয় বরে কন্যা দান করিলে কাপও শ্রোত্রিয় হইবে। ৫ম । শ্রোত্রিয়গণ মধ্যে ৪ ভাগ করিলেন। যথা –সিদ্ধ, সাধ্য, স্বসিদ্ধ এবং কষ্ট। র্যাহারা শুদ্ধ বংশজ ও ক্রমাগত কুলকার্য্য করিবেন, তাহারা সিদ্ধ, যাহার কুলাচনায় সমাজে পরিচিত তাহারা সাধ্য, কাপের শ্রোত্রিয়ে কন্যা দান করিয়া শ্রোত্রিয় হইয়। যদি কুলকাৰ্য্য করিতে থাকেন, তবে তাহারা স্বসিদ্ধ এবং যে শ্রোত্রিয়ের কন্যা গ্রহণে, কুলীন কষ্ট পান, র্তাহার কষ্ট নামে অভিহিত হইবে । ৬ষ্ঠ। কাপের উত্তম কাপের সহিত করণ করির কন্যা দিলে তাহদের কুলগৌরব বুদ্ধি হইবে। কুলীনের কন্যা গ্রহণ এবং করণ করিয়া কুলীনে কন্যা দান করা কাপের পক্ষে সমধিক গৌরবের বিষয় হইবে । .৭ম কুলীনে কন্যা দানে, কুলক্রিয় করিয়া এবং সংশ্রোত্রিয় কন্যা গ্রহণ করিলে শ্রোত্রিয়ের গৌরব বৃদ্ধি হইবে । ৮ম। কুলীন এবং কাপ ভঙ্গ হইলে আর কখন পূৰ্ব্বাবস্থা প্রাপ্ত হইবে না। কাপের সহিত করণ দ্বারা কুলীন কাপ হই ৰাইবে এবং শ্রোত্রিয়ে কষ্ট দান করিলে কুলীন শ্রোত্রির হুইবে । o श्= * ৯ম। কুলক্রির দ্বারা কষ্টশ্রোত্রিয় সিদ্ধ এবং সাধ্যভাব প্রাপ্ত হইবেন এবং উপযুক্ত কুলক্রিয় না করিলে সিদ্ধ, সাধ্য, ও স্বসাধ্য শ্রোত্রিরও কষ্ট ভাবাপন্ন হইবেন । ' ' পূৰ্ব্বোক্ত উদয়নাচার্ঘ্যের উপেক্ষিত ছন্তু পুত্র, মধু মৈত্রের দুই পুত্র এবং ১৩ তের আঘাতে