পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

”ཐུ༔ ཝར་ཤ ། ] • বীরেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ ১৬৭ মেড়তলার ভট্টাচার্ষ্য বংশ । মেড়তলার ভট্টাচাৰ্য্যবংশ পাণ্ডিত্য ও সাধনা বলে প্রসিদ্ধিলাভ করিয়াছেন। পদ্মার দক্ষিণ পারের বীরেন্দ্রসমাজে ইছাদের বিশেষ সন্মান আছে। ইহারা গুড়নৈর মৈত্র। ইহাদিগের পূর্বপুরুষ রাজারাম তর্কবাগীশ ও কালীশঙ্কর তর্কচূড়ামণি সিদ্ধপুরুষ ছিলেন । - রাজারাম তর্কবাগীশ মহাশয় খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীতে আবিভূর্ত হয়েন । যৌবনকালে তিনি শাস্ত্র অধ্যয়ন করিতে নবদ্বীপে গিয়াছিলেন। তাহার পাঠসমাপ্তির কিছুদিন পূৰ্ব্বে নবদ্বীপে একজন সন্ন্যাসী আসেন। তাহার সহিত সওয়াঙ্গস্ত পরিমিত একখানি কালীমূৰ্ত্তি ছিল। এই মূৰ্ত্তি লইয়ু। তিনি পোড়ামাতাৰ মন্দিরে ভজন সাধন করিতেন । তিনি যোগস্থলে অনেক অস্তুত অদ্ভূত কাৰ্য্য করিতে পারিতেন বলিয়া নবদ্বীপেৰ পণ্ডিতবর্গ শীঘ্রই তাহাব প্রতি আকৃষ্ট হয়েন । সন্ন্যাগী BBBBBB BBBBDtS BBBB BBBB SBBB S BBBB BBB BBB BB কবিতৃেন। সন্ন্যাসাও তাহার প্রতি স্নেহপরায়ণ হইয়া নির্জনে রাজারামকে আগম ও নিগন শাস্ত্রের গৃgার্থ শিক্ষা দিতে লাগিলেন। তাহার শিক্ষা যখন সম্পূর্ণ হইল তখন সন্ন্যাসীর আদেশে তিনি এক কাপের কন্যাকে বিবাহ কবিলেন । ইহার পর সন্ন্যাসী নবদ্বীপ হইতে প্রস্থান করেন এবং রাজারামও নবদ্বীপের উত্তরপশ্চিমদিকে অবস্থিত মেড়তলা গ্রামে যাইয়ু বাল করিতে লাগিলেন। সন্ন্যাসী ধাইবার সময় তাহার আরাধ্যমূৰ্ত্তি রাজারামকে দিয়া যান। রাজারাম প্রথমে দেবমন্দির' নিৰ্ম্মাণ করিয়া দেবীকে প্রতিষ্ঠিত করিলেন, পরে বাড়ীর অপরাংশ নিৰ্ম্মাণ করেন। র্তাহার নিৰ্ম্মিত দেবমন্দির এখনও বর্তমান আছে। রাজারামের সাধনক্ষমতা দর্শন করির অনেক ধনাঢ্য ও পদস্থ ব্যক্তি র্তাহার নিকট মন্ত্রগ্রহণ করেন। তাহার শিষ্যদিগের মধ্যে” চুপিগ্রাম নিবাসী দেওয়ান রঘুনাথ রায়ের পূর্বপুরুষগণ ও বলিহারের .রাজবুংশের নাম ৰিশেষ উল্লেখযোগ্য । তিনি বারেন্দ্র ব্রাহ্মণ হইয়াও অনেক বৈদিককে দীক্ষা দিয়া গিয়াছেন। - রাজারামের তিন পুত্র, তন্মধ্যে কালীশঙ্কর তর্কচূড়ামণি সবিশেষ প্রসিদ্ধি লাভ করেন। প্রবাদ ষে একবার কালীশঙ্কর কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্রকে এক মহাবিপদ হইতে উদ্ধার করেন। মহারাজের পুত্র শিবচন্দ্র মুর্শিদাবাদের নবাব সরকারে গমন করিলে, নবাবনন্ধিনী তাহার প্রতি বিশেষ আকৃষ্ট হইয় পড়েন। নবাব তখন কন্যার মনোভাৰ বুঝিতে পারিয়া শিবচন্দ্রের সহিত কন্তর বিবাহের প্রস্তাব করেন। শিবচন্দ্র জাতিপাতের আশঙ্কায় অধীর হইয়া পড়িলেন। তিনি পিতার অকুণতি লইবার ছলে কৃষ্ণনগরে আসিয়া কৃষ্ণচন্দ্রের নিকট সমস্ত ব্যাপার বলিলেন। কৃষ্ণচন্দ্র তখন রাজারাম कोर्जेौथ्र्रहद्र