পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, দ্বিতীয়াংশ).djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" || • বীরেন্দ্র ব্রাহ্মণ-বিবরণ ኌጫዋ পরশুরাম পঞ্চাননের বংশ-বিবরণ ! পরশুরাম পঞ্চানৰ স্বষেণের বড়বিংশ অধস্তন পুরুষ। তাহার পূর্বপুরুষগণ বান্ত্রে শ্রেণীর কুলজ ছিলেন। ইহাদের পূর্বনিবাস ছিল রাজসাহীর অন্তর্গত সাতটা গ্রামে। ইহার কুলীন ছিলেন। কিন্তু পরশুরাম পঞ্চানন শিবরাম বাচস্পতি, কৃষ্ণানন্ম ঢোল, কৃষ্ণ চক্রবর্তী ও রামনাথ সাম্যালের সহিত করণ করায় কাপশ্রেণীভুক্ত হয়েন। তখন বারেন্দ্রেতর ব্রাহ্মণের কাপকে অত্যন্ত ঘৃণা করিতেন। পরশুরাম পঞ্চানন কাপশ্রেণীভুক্ত হইলে তাহার কুলগুরু পৰ্য্যন্ত র্তাহীকে পরিত্যাগ করেন, তখন তিনি তাহার জ্যেষ্ঠ ভগিনীকে খাজুর-নিবাসী প্রধান আঢ্যকাপ শিবরাম বাচস্পতির সহিত বিবাহ দি তাছার নিকট পুনরায় মন্ত্রগ্রহণ করেন । 乳 কাপ হইয়া ৰাওয়ায় পরশুরাম পঞ্চানুনের কুলীনের করণে ও বিবাহে ও সিদ্ধ শ্রোত্রিয়দিগের পুত্রকন্যায় বিবাহে নিমন্ত্রণ বন্ধ হইয়া যায়। এই জন্য তাহার কুলাচার্ধ্যের ব্যবসায়েরও যথেষ্ট ক্ষতি হয়। এমন কি তাহার অল্পকষ্ট উপস্থিত হয়। অবশেষে তিনি উপায়ান্তর না দেখিয়া সিদ্ধশ্রোত্রিয় হইতে মনস্থ করিলেন। তিনি তখন দুই কন্যাকে BDBBB BBBB BBBB BBDD DB BBBB BBBS BB BB BBBB BBBBB দুই পুত্রের সহিত, অন্ত দুই কন্যা রামগোবিন্দ সার্যালের দুই পুত্রের সহিত ও এক কন্স পরশুরাম লাহিড়ীর সহিত বিবাহ দেন । গঙ্গানন্দ নামে নবাবের একজন প্রধান কর্মচারীর কঙ্কার বিবাহ উপলক্ষে অনেক কুলীন ও কুলঙ্ক বরধাত্রী আলিয়াছিলেন। পরশুরাম পঞ্চাননও তাহাদের মধ্যে একজন ছিলেন। গঙ্গানন্দ দেখিলেন যে পদ্মার দক্ষিণপারে কুলীন বা কুলঞ্জ নাই । সেই জন্ত তিনি পরশুরাম । পঞ্চানন s'কুলীনদিগকে তথায় বাল করিতে অনুরোধ করেন। পরশুরাম পঞ্চানন কুবাজ পরগণার বামুনগড়িয়া, রামচন্দ্রপুর, ভাটর এবং চোপুর গ্রামের মধ্যস্থল মনোনীত করিয়া বাস করিতে জারস্ত করেন। མ༥པཱ། 顧 রাজা কৃষ্ণচন্দ্র রায়ের দেওয়ান ষষ্ঠীদাস চক্ৰবৰ্ত্তা তাহার কাকে কুলীনে বিবাহ দিয়৷ দ্ধিশ্রেক্রিয় হইতে ইচ্ছা করেন। তিনি পরশুরাম পঞ্চাননের পৌত্র শ্ৰীকান্ত রায়ের সহিত "নিজের প্রথম ককার বিবাহ দিবার প্রস্তাব করেন। পরশুরাম প্রথমে অস্বীকৃত হয়েন, কিন্তু পরে রাজা কৃষ্ণচন্দ্রের অনুরোধে সন্মত হয়েন। ঐকাম্ভ ধৌতুক স্বরূপ লাখেরাজ সম্পত্তি ও কয়েকটা পুষ্করিণী প্রাপ্ত হন। রাজা কৃষ্ণচন্ত্র পরশুরাম পঞ্চাননকে তাহার গ্রামের পাশ্বৰ फ्रांब्रिथांना अंत्रुि नान क८ब्रन । ये आizयत्र नाम रुद्र छद्-"क्ष्शनम । दंडंबांटम उहाँब्र नांम छबंबांशूनङ्घ्रिश्व । . 藏 * * পরশুরাম পঞ্চাননের বংশধরগণ এখন চকুপঞ্চানন গ্রামে, শান্তিপুরে ও কুমারখালির নিকটস্থ বন্ধুৰঞ্জরা গ্রামে ৰাস করিতেছেন । . . ३७