পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/১৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Svo বঙ্গের জাতীয় ইতিহাস সহদেব দিল্লীশ্বরের বিরুদ্ধে ঘোরতর যুদ্ধ করিয়া একলক্ষ আশী হাজার বাঙ্গালীর সহিত রণক্ষেত্রে জীবন বিসর্জন করেন ১ বঙ্গাধিপ বাঙ্গালীর বীরত্বে বিমুগ্ধ হইয়াছিলেন বটে, কিন্তু তিনি বাঙ্গালীর উপর বিশ্বাস স্থাপন করিতে পারেন নাই । তাই দিল্লীশ্বরের সহিত সন্ধি করিতে বাধ্য হইয়াছিলেন। w যাহা হউক, সেই সময়ের ও তাহার পরবত্তী কালের ইতিহাস যতই আলোচনা করি, ততই বুঝিতে পারি, হিন্দু ও মুসলমানগণ ক্রমেই ঘনিষ্ঠতাস্থত্রে আবদ্ধ হইতেছিলেন। হিন্দুসমাজ যাহাকে ভয়ভক্তির চক্ষে দেখিতেন, মুসলমান অধিপতিগণও তাহাদিগকে অবহেলা করিতেন না। তখনও বঙ্গে ব্রাহ্মণের প্রভাব ও অধিকার বিলুপ্ত হয় নাই ২ হিন্দুসমাজের নেতা ব্রাহ্মণদিগকে সৰ্ব্বাগ্রে হস্তগত করা চাই, মুসলমান অধিপতিগণ তাহাতে অমনোযোগী ছিলেন না। তাছার স্ব স্ব প্রস্তাব-বিস্তার ও বঙ্গবাসীর উপর স্থায়িকর্তৃত্ব করিবার অভিপ্রায়েই মান্ত গণ্য ও বিচক্ষণ বাঙ্গালীদিগকে রাজকীয় উচ্চপদে প্রতিষ্ঠিত করিতে থাকেন । রাজসংস্রব বড় বিষম জিনিষ। যাহারা দূরবত্তী পল্লিগ্রামে থাকিতেন, তাহদের কথা বলিতেছি না । কিন্তু যাহার রাজকীয় কাৰ্য্যামুরোধে সহরে বাস করিতেন, মুসলমান-দরবারে যjহাদূের সর্বদ যাতায়াত করিতে হইত, তাহারা মুসলমানী আদব-কায়দা ও মুসলমানী চাম্প্রচলন অভ্যাস করিতে বাধ্য হইয় পড়েন। ক্রমে এই মুসলমানী রীতিনীতি সংক্রামক হইয়া পড়িল । এমন কি কোন কোন ব্রাহ্মণরাজ ও মুসলমানের পক্ষপাতী হইয়া পড়িয়ছিলেন। সেই সংক্রামক ব্যাধিতে অনেক নিষ্ঠাবান ব্রাহ্মণও আক্রান্ত হইয়াছিলেন। + হিন্দু ও মুসলমানে যে বেশী মিশামিণি হইয়াছিল, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। মুসলমান ঐতিহাসিকগণই তাই প্রকাশ করিয়া গিয়াছেন। এমন কি কোন কোন মুসলমানরাজ আপন অধীনস্থ হিন্দু জমিদারদিগকে এতই বিশ্বাস করিতেন যে, ওঁtহাদের পরামর্শ ভিন্ন কোন কাৰ্য্যই করিতেন না। এইরূপ সম্পূর্ণ নির্ভরতার কারণেই রাজা গণেশ আপনার ব্রাহ্মণ-মন্ত্রীর পরামর্শ অনুসারে গৌড়েশ্বরকে বিনাশ করিয়া, ( মুসলমান- প্রভাবের সময়েও ) কিছুদিনের জন্ত হিন্দুরাজত্ব প্রকাশ করিতে সমর্থ হইয়াছিলেন। যে হিন্দুরাজ হিন্দুধৰ্ম্ম ও হিন্দুরাজ্য বিস্তার করিবার জন্য বদ্ধপরিকর হইয়াছিলেন, তাহাকেই আবার কোন কোন ঐতিহাসিক ইসলামধৰ্ম্মামুরাগী ও মুসলমানপ্রিয় বলিয়া ঘোষণা করিতে কুষ্ঠিত হন নাই ৬ এমন কি রাজ গণেশ ( ১ ) তারিখ-ই-ফিরোজশাহী ও তারিখ ই-মুররিকশাহী দ্রষ্টব্য । (২) কৃত্তিবাদী রামায়ণ, জয়ানদের চৈতন্যমঙ্গল, মহেশের নির্দুেধকুলপঞ্জিক প্রভৃতি গ্রন্থ হইতে কতই 적 (*) Hunter's Annals of Rural Bengal, pp. 480. SSASAS SS SAAAASAASAASAASAASAASAAAS ( s ) বরেন্দ্রব্রাহ্মণবিবরণমধ্যে গণেশের মন্ত্ৰবিবরণ ও রাজস্তকণ্ডে রাজা গণেশের বিবরণ দ্রষ্টব্য। - ( e ) রিয়াজ উস্ সলাতিম" নামক মুসলমান ইতিহাস দ্রষ্টব্য। ( v ) ফেরিস্তায় বিস্তৃত বিবরণ দ্রষ্টব্য।’