পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/২৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बाणैग्न जांचन-विदब्रन ૨૩૧ সাধনে উষ্ঠত হইয়াছিলেন। বংশজশ্রেষ্ঠ লক্ষ্মীকান্ত মজুমদার নৰাবের একজন উচ্চ কৰ্ম্মচাৰী ছিলেন, সমাজে প্রভুত্ব ও সহায় সম্পত্তির অভাব ছিল না। তিনি কুলীনসমাজ ধ্বংস কৰিতে উদ্যত হইলে, কুলাচাৰ্য্যগণ প্ৰমাদ গণিয়ছিলেন। কুলাচার্যাগণ স্ব স্ব অধিকার বিলুপ্ত হয় দেখিয়া লক্ষ্মীকান্তের আশ্রয় লইলেন এবং নানা প্রকারে তঁহার সন্তোষবিধান করিয়া ভঁাহাকে গোষ্ঠীপতি’ অর্থাৎ কুলীনগণের আশ্রয়স্বরূপ নির্দেশ করিলেন । পূৰ্ব্বে কুলীনসস্তানগণ কুলাচাৰ্য্যগণের ভয়ে বংশজের কন্ত সহজে কেছ গ্রহণ করিতেন না, কিন্তু এখন লক্ষ্মীকান্তু গোষ্ঠীপতি হষ্টলে স্থির হষ্টল, বংশজ গোষ্ঠীপতি কুলীন অপেক্ষ সম্মানিত এবং তাছার সকল কস্তার পাণিগ্রহণ কুলীনগণের পক্ষে গৌরবজনক। বংশজকে কস্তাদান করিলে কুলীন ও বংশজ হইতেন। সেইজন্ত পূৰ্ব্বে কোন কুলীন বংশজকে কন্যাদান করিভে চাচিতেন না। এদিকে বংশজগণও কুলীনকে কন্যাদান করিলে তাহার সমাজে গৌরব বাড়িবে ভাবিয়া নিজ সমাজের মধ্যেও বংশজকে কন্যাদান করিতে নারাজ ছিলেন, এই জন্য বংশজ-সন্তানকে অনেক কষ্ট্রে ও নশন উপায়ে পাত্ৰীসংগ্ৰছ করিতে হইত। কিন্তু বংশজের গোষ্ঠীপতিত্ব, র্তাহীর সন্তান-সন্ততির বৃদ্ধি ও বংশজের সংখ্যা অত্যধিক বিস্তারের সহিত বংশজ-সমাজে পাত্রীর অভাব হ্রাস হইল। বংশজ, বংশজের মধ্যে কণ্ঠ আদান-প্রদান করিতে আর কুষ্ঠিত হইলেন না। কিছুদিন পূৰ্ব্বে বংশজ-সন্তানকে বহু পণ দিয়া বিবাহ করিতে হইত, এখন ইংরাজী সভ্যতায় ও কুলামুরাগ কমিয়৷ BBB BBB BBB BB BBB BBBBBS BBB BB BBBD DBB BBB BBBS BB দিয়াই বংশজের ঘরে কন্যা সম্প্রদান করিতেছেন। কুলাচাৰ্য্যগণ বংশজ গোষ্ঠীপতি ও তাহদের সন্তানদিগকে উচ্চ সন্মান প্রদান করিলেও অপর বংশজ সাধারণের প্রতি সেরূপ ব্যবহার করেন নাই। এমন কি পরবর্তীকালে ভঙ্গকুলীনের সংখ্যা যতই বৃদ্ধি পাইস্তে লাগিল, বংশজের সম্মান ততই কমিতেছিল। 'কুলীন নামের অপূৰ্ব্ব আকর্ষণীশক্তি-প্রভাবে বংশজগণ মুখ কুলীন পাত্রকেও কষ্ট প্রদান সন্মানজনক বিবেচনা করিয়াছিলেন । এই জন্তই এক এক ভঙ্গকুলীনপাত্রে বহুসংখ্যক বংশজকন্যা প্রদান করিতেও দেখা যায়। সোঁতাগ্যক্রমে বংশজদিগের মধ্যে পরিভাব ঘটে নাই ; বরং ভঙ্গকুণীনের বৃদ্ধির সঙ্গে বংশজসমাজের পরিপুষ্ট হইয়াছে। এখন নিকষ কুলীনের সংখ্যা নিতান্ত অন্ন, কিন্তু সমস্ত গোড়মণ্ডলে বংশজ ও ভঙ্গ কুলীন বিস্তৃত রছিয়াছে । বংশজের প্রভাবে ੋੜ পূৰ্ব্বপ্রভাপ জলবুদবুদবৎ কোথায় বিলুপ্ত হইয়াছে। পর পৃষ্ঠায় ক একটা প্রধান বংশজের বংশতালিকা প্রদত্ত झछेज * ।

  • অনেক কুলবিদ বলিয়া থাকেন, দেৰীবরের মেল হইৰার পর হইতেই কুলীদিগের গাঞির সহিত উপাধ্যায় প্রয়োগ দেখা দায়। যেমন বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায় ইত্যাদি। কিন্তু যাহার বংশজ উছয়া BBBBS D BBBB BBB BBBBD DS DBB BBBB BBB uBSBBS BB ইত্যাদি উপাধিতেই পরিচয় দিতেন। বিক্রমপুর অঞ্চলে, আজও এই প্রধা দেখা যায়। কিন্তু রাঢ়ের বংশজেয়া আর এরূপ স্বীকার করেন না, তাহার বংশজ হইলেও পিতৃপুরুষার্জিত উপাধ্যায় আখ্যা ছাডিতে

পারেন না। [ রাঢ়ীয় শ্রোত্রিয়-বিবরণ দ্রষ্টব্য । ]