পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জাতি-বিভাগ રd’ ভগবান ব্রহ্মা প্রথমে আপনার তেজ হইতে ভাস্কর ও অনলের স্যায় প্রভা- . শালী ব্রহ্মনিষ্ঠ মরীচি প্রভৃতি প্রজাপতিদিগের সৃষ্টি করিয়া স্বৰ্গলাভের উপায়স্বরূপ সত্য, ধৰ্ম্ম, তপস্তা, শাশ্বত, বেদ, আচার ও শোচের স্থষ্টি করিলেন। পরে দেব, দানব, গন্ধৰ্ব্ব, দৈত্য, অসুর, যক্ষ, রাক্ষস, নাগ, পিশাচ এবং ব্রাহ্মণ, ক্ষত্ৰিয়, বৈশ্ব ও শূদ্র এই চতুর্দিধ মনুষ্যজাতির স্বষ্টি হইল। তখন ব্রাহ্মণের শ্বেতবর্ণ ( অর্থাৎ সত্ত্ব গুণ ), ক্ষত্রিয়ের লোহিতবর্ণ ( অর্থাৎ রজোগুণ ), বৈশৃগণ পীতবর্ণ ( অর্থাৎ রজ ও তমোগুণ) এবং শূদ্রগণ কৃষ্ণবর্ণ ( অর্থাৎ নিরবচ্ছিন্ন তমোগুণ ) প্রাপ্ত হইল। ভরদ্বাজ কঙ্গিলেন, চতুর্দিধ বর্ণের প্রত্যেক বর্ণের মধ্যেই যখন সর্বপ্রকার বর্ণ বিদ্যমান রহিয়াছে, তখন কেবল বর্ণ দেখিয়াই মনুষ্যগণের বর্ণভেদ কিরূপে স্থির করা যাইতে পারে ? দেখুন, সকল লোকই কাম, ক্রোধ, ভয়, লোভ, শোক, চিন্তা, ক্ষুধা ও পরিশ্রম দ্বারা ব্যাকুল হয় এবং সকলের দেহ হইতেই স্বেদ, মূত্র. পূৱীয, শ্লেষ্মা, পিত্ত ও শোণিত নিৰ্গত হইয় থাকে। অতএব কিরূপে বর্ণ বিভাগ করা যাইতে পারে ? ভূগু কহিলেন, ইহলোকে বস্তুতঃ বর্ণের ইতর বিশেষ নাই । সমুদায় জগৎই ব্রাহ্ম অর্থাৎ ব্রহ্মময় ছিল। মনুষ্যগণ পূর্বে ব্ৰহ্মদার চেষ্ট হইয়া ক্রমে ক্রমে কাৰ্য্য দ্বারা ভিন্ন ভিন্ন বর্ণে পরিগণিত হইয়াছে । যে ব্রাহ্মণগণ রজোগুণপ্রভাবে ক্ৰোধপরতন্ত্র, সাহসী ও তীক্ষ DDB BBB BB BBBBBS BBBS BBBBS BBB BB BBSKKS প্রভাবে পশুপালন ও কৃষি কাৰ্য্য অবলম্বন কবিয়াছে, তাহার বৈশ্যত্ব এবং যাহার। তমোগুণপ্রভাবে হিংসাপর, লুব্ধ, সৰ্ব্বকৰ্ম্মোপজীবী, মিথ্যাবাদী ও শৌচন্দ্রষ্ট হইয় উঠিয়াছে, তাহারাই শুদ্র প্রাপ্ত হইয়াছে । ব্রাহ্মণগণ এইরূপ ভিন্ন ভিন্ন কাৰ্য্য দ্বারাই পৃথক পৃথক বর্ণ লাভ করিয়াছেন। অতএব সকল বর্ণেরই নিত্য ধৰ্ম্ম ও নিত্য সঙ্গে অধিকার আছে। পূর্বে ভগবান ব্ৰঙ্গ যাহাদিগকে স্বষ্টি করিয়া বেদময় বাকো অধিকার প্রদান করিয়াছিলেন, তাহারাই লোভবশে শূদ্রর প্রাপ্ত হইয়াছে। ব্রাহ্মণগণ সৰ্ব্বদা বেদাধ্যয়ন এবং ত্রত ও নিয়মানুষ্ঠানে অনুরক্ত থাকেন, এইজন্য তপস্যা নষ্ট হয় না। ব্রাহ্মণগণের মধ্যে যাহারা পরমাৰ্থ ব্ৰহ্মপদার্থ অবগত হইতে না পারে, তাহাবা ততি নিকৃষ্ট বলিয়া গণ্য এবং ख्ठानविख्ळांनशैन' স্বেচ্ছাচারপরায়ণ পিশা5, রাক্ষস ও প্রেত প্রভৃতি বিবিধ ম্লেচ্ছজাতিত্ব প্রাপ্ত হইয়া থাকে ৮ ভরদ্বাজ কহিলেন, হে দ্বিজোত্তম ! ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্ব ও শূদ্র এই চারি বর্ণের লক্ষণ কি ? তাহ আমার নিকট কীৰ্ত্তন করুন। ভৃগু কহিলেন, র্যাম্বার 8