পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

・WりW。 সঙ্গের জাতীয় ইতিহাস চষ্টয়াছে। বিদেঘমাণৰ জিজ্ঞাস কবিলেন, “আমি কোন স্থানে অবস্থান করিব ? অগ্নি কছিলেন, “এই নদীর পূর্ব প্রদেশ তোমার বাসভূমি হইবে। এখনও ঐ নদী কৌশল ও BBDDBBBBBB BBBBS BDD DBBBDD S BBBBBSBB DDHHHH SBH S উপরোক্ত প্রমাণ দ্বারা জানা যাইতেছে, যে সময়ে শুক্ল যজুৰ্ব্বেদীয় শতপথব্রাহ্মণ প্রকাশিত হয়, সে সময়ে যাগযজ্ঞকারী ব্রাহ্মণগণ আসিয়া মিথিলায় বাস করিয়াছিলেন । o মিথিলায় আসিয়া র্যাঙ্গর প্রথম উপস্থিত হইলেন, ঠাঙ্গর গৌতম বা রন্থগণ গোত্র। বৈদিককালে আর কোন গোত্র এ অঞ্চলে আসিয়াছিলেন কি না, তাহার বিশেষ কোন উল্লেখ নাই। শতপথব্রাহ্মণ হইতে জানা যায়, গোতম রহুগণ বিদেহরীজের পুরোহিত ছিলেন। মিথিলায় ও বঙ্গে সপ্তশতী ব্রাহ্মণগণের মধ্যেও গোত্ম-গোত্রজ ব্রাহ্মণ দৃষ্ট হয়। সম্ভবতঃ ইহারাই মিথিলী ও বঙ্গের আদি ব্রাহ্মণ। যে সময়ে মহর্ষি দীর্ঘতম ও ঋষ্যশৃঙ্গ অঙ্গরাজ্যে আগমন করেন, তৎকালে বোধ হয় অপব কোন কোন গোত্রের অভু্যদয় হইয়াছিল । দ্বিতীয় অধ্যায় -00 পঞ্চগৌড় পূৰ্ব্বেই বলিয়াছি, ভারতীয় যুগে ব্রাহ্মণগণের মধ্যে শ্রেণীবিভাগের কোনরূপ প্রমাণ পাওয়া যায় না। যে সময়ে সমস্ত ভারতবর্ষে ব্রাহ্মণাবাস প্রতিষ্ঠিত ঠষ্ট গাছিল, যে সময়ে এক BBBBB BBBBB BB BBB BSBBB BBB BBB BBB DD BBB BBS DDDS ছিলেন, বোধ হয় সেই সময়ে গৌড় ও দ্রাবিড় এই ই প্রধান শ্রেণীবিভাগ বিধিবদ্ধ হয়। اط সারস্বত, কান্তকুঞ্জ, গৌড়, মৈথিল ও উৎকল এই পঞ্চশ্রেণীকে লইয়া পঞ্চগৌড়বিভাগ কল্পিত হষ্টয়াছে। কুরুক্ষেত্রের ব্রাহ্মণের আপনাদিগকে ‘ আদি গৌড়" নামে পরিচিত করিয়া থাকেন। বৈদিক যুগে কুরুক্ষেত্রের সরস্বতীতীরলাসী ব্রাহ্মণগণ সারস্বত নামে খ্যাত ছিলেন। এই যাঞ্জিক সারস্বত ব্রাহ্মণগণই যজ্ঞোপলক্ষে কান্তকুজ, গৌড় প্রভৃতি স্থানে গিয়া বাস করিলে তথায় তাহদের সন্তান-সমৃতিগণ কান্তকুঙ্গাদি মাথায় অভিঙ্গিত ইলেন । সরস্বতীতীর বা সারস্বত ভূভাগ পঞ্চশ্রেণীর গৌড়ব্রাহ্মণগণের আদি নিবাস বলিয়া সেই স্থানের ব্রাহ্মণেরাই কেবল আদি-গৌড় নামে আপনাদের পরিচয় দিয়া থাকেন। এদিকে উত্তরপশ্চিমাঞ্চলের গৌড়-ব্রাহ্মণদিগের বিশ্বাস, তাহদের পূর্বপুরুষগণ (বঙ্গসন্নিহিত ) গৌড়মণ্ডল চটতে গিয়া উত্তরপশ্চিমাঞ্চলে বাস করেন, গৌড়ে বাস-নিবন্ধনষ্ট