পাতা:বঙ্গের জাতীয় ইতিহাস (ব্রাহ্মণ কাণ্ড, প্রথমাংশ).djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গের জাতীয় ইতিহাস سپاه করিয়াছিলেন। ঐ সকল ধৰ্ম্মবীর সকলেই জাতিতে ক্ষত্রিয়, সুতরাং বেদবিরোধী মত-প্রবর্তনের সহিত র্তাহাদের প্রভাবে ক্ষত্রিয়-প্রাধান্ত স্থাপিত হইয়াছিল । জ্ঞানী ও সংসারবন্ধনমুক্ত ব্রাহ্মণগণ তাহাদের মতামুবৰ্ত্তী ভক্তবৃন্দের নিকট শ্রেষ্ঠ সন্মান লাভে বঞ্চিত না হইলেও অপর ব্রাহ্মণ সাধারণ সমাজে দ্বিতীয় আসন লাভ করিলেন। এমন কি, জিনসংহিতা ও বৌদ্ধস্বত্রসমূহে চাতুব্বর্ণ্য-ব্যবস্থাপনকালে রাজষ্ঠ বা ক্ষত্রিয়গণ ১ম, ব্রাহ্মণগণ ২য়, বৈশুগণ ৩য় এবং শূদ্রগণ ৪র্থ বা অতি নিম্ন বলিয়া গণ্য হইয়াছেন। উপনিষদে ক্ষত্রিয়প্রাধাঙ্গের বীজ এবং জৈন ও বৌদ্ধশাস্ত্রসমূহে তাছার পরিণতি লক্ষিত হয় । মগধ, অঙ্গ, বঙ্গ ও কলিঙ্গে প্রধানতঃ ক্ষত্রিয়-প্রাধান্ত ঘটিয়াছিল। এ কারণ ব্রাহ্মণ স্মৃতিশাস্ত্রসমূহে উক্ত জনপদসমূহ ব্ৰাহ্মণবাসের অধোগ্য বলিয়া নিনিীত হইয়াছে। এ সময়েও সাধু সন্ন্যাসীর আদর যায় নাই, এ কারণ তীর্থযাত্র-প্রসঙ্গে এদেশে আগমন দোষাবহ বলিয়া গণ্য হয় নাই ॥৩ জৈনদিগের সু প্রাচীন অঙ্গ নামক ধৰ্ম্মগ্রন্থ হইতে জানা যায় যে, মহাবীর স্বামী ( প্রায় খৃঃ পূঃ ৭৩• হইতে ৫৪২ অব্দে ) বার বর্ষ রাঢ়দেশে থাকিয়া অসভ্য বহুজাতির মধ্যেও ধর্শ্বোপদেশ প্রদান করিয়াছিলেন। সিংহলের পালি মহাবংশ ও নির্দেশ করিতেছে যে, বুদ্ধদেরের সময় রাদেশে সিংহবাহু রাজত্ব করিতেন। তৎপুত্র বিজয়সিংহ কত্ত্বকই সিংহলে বঙ্গীয় জাৰ্য্য-সভ্যতা বিস্তৃত হয়। এই সময়ে গৌড়ের পশ্চিমাংশে রাজগৃহাধিপ হইতে অতি দীনহীন সকলেই বুদ্ধের "অহিংসা পরমে ধৰ্ম্মঃ” মন্ত্রে উদ্বুদ্ধ হইয়া বৈদিক ক্রিয়াকলাপ বিসজ্জন দিবার উপক্রম করিতেছিলেন । এমম কি, তৎপরবর্তী মৌর্যসম্রাট, চন্দ্রগুপ্তও জৈন ধৰ্ম্মান্নুরক্ত হইয়া শেষ শ্রতকেবলি ভদ্রবাছর শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন।" সেই কারণে ক্ষত্রিয়রাজ চন্দ্রগুপ্ত হিন্দুব্রাহ্মণের নিকট বৃষল বলিয়া নিন্দিত। এই সময় পেও বৰ্দ্ধনবাসী জৈনদিগের এক প্রধান শাখা ‘পুণ্ডরীক' নামে খ্যাত হইয়াছিল ।“ সুতরাং দেখা যাইতেছে যে, সেই স্থপ্রাচীনকাল হইতেই গৌড়মণ্ডলে জৈন ও বৌদ্ধমত প্রসারিত হইয় বেদবিরোধি-দলের প্রভাব বিস্তার করিতেছিল । এমন কি, নানা বৌদ্ধগ্রন্থ হইতে দেখা যায় যে, একজন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ অযাচিত ভাবে গিয়া সম্রাট বিন্দুসারকে জাপন কল্প অর্পণ করিয়াছিলেন । সেই ব্রাহ্মণ-কন্যার গর্ভেই প্রসিদ্ধ દ્રોણ' সম্রাট, অশোকের জন্ম হয়।", সে সময় ব্রাহ্মণের পূর্বপ্রভাব থাকিলে কখনই শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ স্বেচ্ছায় ক্ষত্রিয় রাজার DD DBB BBS BBBB BBBBB BBS BBB BK DBBS BBBBB BBB BBBBB (১) জিনসংহিতা ১ম অধ্যায়, অম্বটঠস্বত্ত ও অঙ্গুত্তরণিকা দ্রষ্টব্য। ( १ ) ८औषांब्रन-थ**रज । (७) “अत्रवत्रकजिप्त्रषू (नौब्रहेिमभtषनू छ । और्थषाणां* बिम भव्हम् *न:नश्शब्रभईठि ॥“ (भई ( ) হেমচন্দ্ররচিত পরিশিষ্টপৰ্ব্ব ও শ্রাবণবেলগোলার শিলালিপি দ্রষ্টব্য। & -: (९) लम-कन्नश्ख अडेबो । ( ७ ) त्र:*ाँकांवमांम शडेबी ।