পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—জ্ঞানদাস—১৬শ শতাব্দী। $8&ని মরম-কথা শুন লো সজনি । শুাম-বধু পড়ে মনে দিবস রজনী । চিতের আগুনি কত চিতে নিবারিব । না যায় কঠিন প্রাণ করে কি বলিব । কোন বিধি সিরজিল কুলবতী-বালা । কেবা নাহি করে প্রেম কার এত জ্বালা ॥ কিবা সে মোহন রূপ মন মোর বাধে। মুখেতে না সরে বাণী দুটি আখি কান্দে ॥ জ্ঞানদাস কহে সখি এই সে করিব। কালুর পীৱিতি লাগি যমুনা পশিব । সুখের লাগিয়া এ ঘর বান্ধিনু অনলে পুড়িয়া গেল। অমিয়া-সাগরে সিনান কৱিতে সকলি গরল ভেল ॥ সখিহে কি মোর করমে লিখি । শীতল বলিয়া ও চাদে সেৰিনু ভানুর কিরণ দেখি ॥ নিচল ছাড়িয়া উঠিলু উঠিতে (১) পড়িলু অগাধ-জলে। লছমী (২) চাহিতে দারিদ্র্য বাঢ়ল (৩) মাণিক হারানু হেলে ৷ পিয়াস লাগিয়া জলদ সেবিনু বজর (৪) পড়িয়া গেল। জ্ঞানদাস কহে কালুর পীরিতি মরণ-অধিক শেল ॥ কানু সে জীবন জাতি প্রাণধন এ দুটি আখির তারা। পরাণ অধিক হিয়ার পুতলী নিমিখে নিমিখে হার ॥ তোৱা কুলবতী ভজ নিজ-পতি যার যেব মনে লয়। ভাবিয়া দেখি শুাম-রায় বিনু আর কেহ মোর নয় ॥ কি আর বুঝাও কুলের ধরম মন স্বতন্তর নয়। (৫) কুলবতী হৈয়া রসের পরাণ নাহি কার জানি হয় ॥ সে মোর করমে লিখন আছিল বিহি ঘটায়ল মোরে। তোরা কুলবতী ভজ নিজ-পতি কুল লৈয়া থাক ঘরে ॥ যত গুরুজন বলু কুবচন না যাব সে লোক-পাড়া। জ্ঞানদাস কয় কানুর পরিতি জাতি-কুল-শীল-ছাড়া । (৬) (১) পৰ্ব্বত হইতেও উচ্চে উঠিতে চেষ্টা করিতেছিলাম। (২) লক্ষ্মী। (৩) বৃদ্ধি পাইল । (৪) বঞ্জ । (৫) আমার মন সম্পূর্ণরূপে তাহার অধীন—স্বতন্ত্র (স্বাধীন) নহে। (৬) এই পদটী চণ্ডিদাসের অনুকৃতি ।