পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sea& বঙ্গ-সাহিত্য-পরিচয় । উজোর হিমকর শীতল নিরমল চাদনি-রজনী উজোর। উনমত ভ্রমর ভ্রমরী সহ বিলসই বিকশিত পছমিনী-কোর (১)। আঘন মাস পাই হিয় দাহই শুনইতে হিম-ঋতু নাম। অঙ্গন গহন দহন ভেল মন্দির সুন্দরী তুহু ভেলি বাম। কিয়ে লিখি বাসর গরগর অন্তর জরজর মরমক ঠাম। বিদগধ রায় মুগধচিত অবিরত সোঙরিয়া তুয়া গুণ নাম ॥ সুন্দরি কে কহু ও দুখ ওর। বিষম কুসুম শর-জৱে ভেল দুবর (২) বল্লভ রাজকিশোর ॥ পৌষ তুষার তুষানলে ডারল জীবন-নাহ। সুধীর সমীর সুধাকর-শকির পরশ গরল অবগাহ ॥ অহৰ্নিশি ডহ ডহ পিয়া জীউ থির নহ দুঃসহ বিরহক দাহ । উঠত বৈঠত শোয়ত রোয়ত কয়ে কহব নিরবাহ ॥ মাঘহি দিন নিশি শিশিরক নিকরন্থ অবনী আগের । উলটি পালটি অঙ্কুখন ছটফট তত্‌ দহে সহচরী-কোর ॥ তোহারি দরশ বিনু ক্ষীণ অতি জীবন গদগদ কহে আধ বোল। আশ্বিন শারদ হংস-শবদ শুনি পিয়া জীউ অতি উতরোল ॥ বিছরই বিহুগ সুভগ তটিনী-তট জল-সরসিজ পরকাশ । জগজন-লোচন তন্তু মনোমোহন আওল কাতিক মাস ॥ এবেহু অনঙ্গ ভুজঙ্গ গরণসল অব নাহি জীবনক আশ । দিশি অনুক্ষণ গুণি গুণি তুয়া গুণ উনমত বারহি মাস ॥ বিরহিণি কি কহব নাহক (৩) দুখ । আধ তিল তুয়াবিনে জীবন শুন মানে তাহে কি মাথুর-স্থখ (৪) ॥ সদাই বিরলে বসি অবনত মুখ-শশী ঝরঝর ঝরয়ে নয়ন। দুই হাত বুকে ধরি রাই করি রাই করি ঐছনে হরয়ে গেয়ান। পুন চেতন পুন যৈছনে মুরুছল পুন পুন করয়ে ধিকার। গোকুল-নগরক হেরি কত পথিক করে ধরি করে পরিহার (৫) । আওব কালু কহল তোমে কত কত বচনে করহ বিশোআসে (৬) । তোহারি প্রেম সই বিছুরি (৭) না পারব পুছহ বলরাম দাসে ॥ (১) পদ্মিনীর ক্রোড়। (২) দুৰ্ব্বল । (৩) নাথের । (৪) মথুরার মুখ তাহার কি করিবে ? (৫) পরিহার = বিনীত প্রার্থনা। (৬) বিশ্বাস । (৭) বিস্মরণ করিতে=ভুলিতে।