পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>e Aや বঙ্গ-সাহিত্য-পরিচয় । পেখলু অপরূপ মোহন শুর্গম । কুঞ্জ-সমীপ নীপ (১) অবলম্বন রহই ত্রিভঙ্গিম ঠাম। চরণ অরবি বনমালা বিরাজিত ছেরইতে উনমত (২) হোই। মধুকর ছলে কত ব্রজরমণী-চিত তাইি রন্থ চির লাগই ৷ মুরলী আলাপি ঝাপি গগনাবধি (৩) গাওত কতহিঁ সুতান। ভণ ঘনশ্যাম দাস চিত বুরত মদন রায় পরমাণ (s) { রাধাকৃষ্ণের পূর্ববরাগ । সখীগণ সঞে নাহি হাসি-সন্তাষ । অতুর্থন ধরণী-শয়নে অভিলাস ॥ এ হরি যব ধরি (৫) পেখলু তোয় । তব ধরি দিনে দিনে ঐছন হোয় ॥ নয়ন-কমলে জল গলয়ে সদায়। বিরলে বসিয়া সে যে কি না জানি গায়। তহি অব প্রিয় সখী আয়ত কোই। (৬) চরণে লিখয়ে মহী নিশবদ (৭) হোই ॥ যতনে পুছয়ে যব মরমক বোল। - উত্তর না দেই রোয় উতরোল। (৮) । কিয়ে পুনঃ আছয়ে হিয়ে অভিলাষ। না বুঝিয়ে কহু ঘনষ্ঠাম দাস ॥ অনুখন হেরিয়ে তোহে আন রীত (৯) । দূরে গেউ মুরলী-আলাপন গীত ৷ —- - (১) কদম্ব-তরু। (২) উন্মত্ত । (৩) ঝাপি গগনাবধি = আকাশ পৰ্য্যন্ত ব্যাপিয়া । (৪) মদন রায় পরমাণ=মদন রায় তাহার সাক্ষী। এই মদনরায় সম্ভবতঃ ঘনশ্রাম দাসের আশ্রয়দাতা ছিলেন। বিদ্যাপতির পদেও “রাজা শিবসিংহ রহু সার্থী” এইরূপ ভণিতা আছে। (৫) যদবধি । (৬) ইহার মধ্যে যদি কোন প্রিয় সখী আইসে । । s: (৭) নিঃশব্দ । - (৮) যদি কেহ যত্নপূৰ্ব্বক মৰ্ম্মের কথা জিজ্ঞাসা করে, তবে উত্তর দেয় না। রোয় উতরোল =উচ্চৈঃস্বরে কাদিতে থাকে। () ു ീf I , ; , ;